ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবিকল্প ব্যাংকিং

ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন ২০২০

“আধুনিক সেবার বিশ্বে ইসলামী ব্যাংক শীর্ষে” এই শ্লোগানকে ধারণ করে ১ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুরু করেছে ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন ২০২০। মাসব্যাপী এই ক্যাম্পেইন ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক অফিস, শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহে ১ মার্চ, ২০২০ পর্যন্ত চলবে।

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ এই ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে।

ব্যাংকিং খাতকে ডিজিটাল করার জন্য ইসলামী ব্যাংকের রয়েছে অগ্রণী ভূমিকা। সময়ের চাহিদা পূরণে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস চালু করেছে ইসলামী ব্যাংক। এ সময় ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ উন্নত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসসমূহ
নিম্নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসসমূহ তুলে ধরা হলো-

১. বুথ রিলেটেড সার্ভিস (Booth Related Services)
ক) ব্যাংকিং উপশাখা (Banking Sub-Branch)
খ) এজেন্ট ব্যাংকিং আউটলেট (Agent Banking Outlet)
গ) এটিএম (ATM)
ঘ) সিআরএম (CRM)
ঙ) অনলাইন সিডিএম (Online CDM)
চ) আইডিএম (IDM)
ছ) সেবা ঘর (Service Center)

২. কার্ড রিলেটেড সার্ভিস (Card Related Services)
ক) ডেবিট কার্ড (Debit Card)
i) আইবিবিএল এটিএম কার্ড (IBBL ATM Card)
ii) ভিসা সিলভার ডেবিট কার্ড (VISA Silver Debit Card)
iii) ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড (VISA Platinum Debit Card)
iv) ডুয়েল কারেন্সি ডেবিট/ প্লাটিনাম কার্ড (Dual Currency Debit/Platinum Card)

খ) ক্রেডিট কার্ড/ খিদমাহ কার্ড (credit Card/Khidmah Card)
i) ভিসা খিদমাহ কার্ড (প্রায়োরিটি প্লাটিনাম/ সিগনেচার) [VISA Khidmah Card (Priority Platinum /Signature)]

গ) প্রিপেইড কার্ড (Prepaid Card)
i) হজ্জ/ওমরাহ কার্ড (Hajj/Omrah Card)
ii) স্যালারি কার্ড (Salary Card)
iii) ট্রাভেল কার্ড (Travel Card)
iv) রেমিট্যান্স কার্ড (Remittance Card)
v) বিজনেস প্রিপেইড কার্ড (Business Prepaid Card)

ঘ) ভার্চুয়াল কার্ড (Virtual Card)

৩. ইএফটি/ আরটিজিএস (EFT/ RTGS)
৪. মোবাইল ব্যাংকিং ইসলামী ব্যাংক এমক্যাশ (Islami Bank mCash)
৫. পয়েন্ট অব সেল (POS)
৬. ফোন ব্যাংকিং/আইভিআর (Phone Banking/ IVR)
৭. কল সেন্টার বা কন্ট্যাক্ট সেন্টার (Call Center or Contact center)
৮. এসএমএস ব্যাংকিং (SMS Banking)

৯. ইন্টারনেট ব্যাংকিং (iBanking)
১০. আইপে সেইফ (পেমেন্ট গেটওয়ে) [iPaySafe (Payment Gateway)]
১১. অনলাইন ব্যাংকিং (যেকোন শাখায় ব্যাংকিং) [Online Banking (Any Branch Banking)]
১২. ইসলামী ব্যাংক ক্যাশ বাই কোড (Islami Bank Cash by Code)
১৩. সুইফট সার্ভিস (Swift Service)
১৪. গ্রীন পিন/ স্মার্ট পিন (Green PIN/ Smart PIN)

১৫. অ্যাপ্লিকেশন রিলেটেড সার্ভিস (App Services)
i) আইবিবিএল আইস্মার্ট (IBBL iSmart)
ii) আইবিবিএল সেল ফিন (IBBL CellFin)
iii) আইবিবিএল এমক্যাশ (IBBL mCash)
iv) কিউআর কোড মার্চেন্ট (QR Code Merchant)।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ [email protected]
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button