সীমান্ত ব্যাংক জব সার্কুলার

সীমান্ত ব্যাংকে একাধিক পদে (AO-SEVP) নিয়োগ বিজ্ঞপ্তি

সীমান্ত ব্যাংকে একাধিক পদে (AO-SEVP) নিয়োগ বিজ্ঞপ্তি- সীমান্ত ব্যাংক পিএলসি (Shimanto Bank PLC) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটিতে “একাধিক পদে (AO-SEVP)” নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ এপ্রিল, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ
Branch Manager (PO to FAVP)
Customer Service Manager (SO to SPO)
Relationship Manager/Officer (Off to SO)
Teller (TAO to JO)
Head of Business (EVP-SEVP)
Head of Human Resources (SAVP-SVP)
Head of Information Technology (VP-SVP)
Head of IT Infrastructure (AVP-SAVP)
Credit Analyst – Retail Credit (SO-PO)
AML & CFT (PO-SPO)
Card Sales (AO-SO)
IT Security & Governance (SO-SPO)
Card Alliance (Officer-PO)
IT Enterprise Applications/Core Banking Analyst (Officer-SO)
IT Infrastructure (JO-SO)
Risk Management Division (PO-FAVP)
✓ জব গ্রেডঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে এসইভিপি।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিস।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পদের ধরণ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক/ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
✓ শিক্ষাজীবনে ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য নয়।
✓ ১ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স- ২৭-৫৫ বছর।
✓ প্রাসঙ্গিক এবং অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে।
✓ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ কোর ব্যাংকিং এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের গভীর জ্ঞান থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী অন্যান্য সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দিয়ে থাকে।

সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন-
Branch Manager (PO to FAVP)
Customer Service Manager (SO to SPO)
Relationship Manager/Officer (Off to SO)
Teller (TAO to JO)
Head of Business (EVP-SEVP)
Head of Human Resources (SAVP-SVP)
Head of Information Technology (VP-SVP)
Head of IT Infrastructure (AVP-SAVP)
Credit Analyst – Retail Credit (SO-PO)
AML & CFT (PO-SPO)
Card Sales (AO-SO)
IT Security & Governance (SO-SPO)
Card Alliance (Officer-PO)
IT Enterprise Applications/Core Banking Analyst (Officer-SO)
IT Infrastructure (JO-SO)
Risk Management Division (PO-FAVP)

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৬ এপ্রিল, ২০২৪।

সোর্সঃ বিডি জবস

About Shimanto Bank PLC:
As the slogan goes ‘Shimahin Astha’, Shimanto Bank PLC aims to be the leading financial institution to serve with utmost trust. Shimanto Bank PLC. is fully owned by Border Guard Bangladesh Welfare Trust – a solid welfare initiative for the employees of Border Guard Bangladesh (BGB). Bangladesh Bank has accorded banking license to Shimanto Bank PLC. on July 21, 2016 as a full-fledged scheduled commercial bank with Paid-up Capital of BDT 4000 million. Honorable Prime Minister of Bangladesh was kind enough to inaugurate the bank on September 1, 2016.

Shimanto Bank is primarily focused on fulfilling all the banking needs of the BGB members as well as will be operating with all other commercial banking functions by offering numbers of attractive asset and liability products and services tailored for the country’s Retail , SME and Corporate clients. As BGB already has its presence all over the country including remote border areas, it will be much easier for Shimanto Bank to expand its business network providing inclusive banking facilities to the non-banked population of the country. The bank is committed to set an example of high standards of corporate governance for the other financial institutions of the country.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

সীমান্ত ব্যাংক পিএলসি (Shimanto Bank PLC) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্থাৎ বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বাংলাদেশের বেসরকারি খাতে চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ‘সীমাহীন আস্থা‘ স্লোগানে দেশের ৫৭তম তফসিলি ব্যাংক হিসেবে সীমান্ত ব্যাংক পিএলসি যাত্রা শুরু করে। ব্যাংকটি আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ২১ জুলাই ২০১৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে।

ব্যাংকটি ১৭ জুন, ২০১৫ সালে সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। একই বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখে ১০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,০০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির সদরদপ্তর সীমান্ত সম্ভার (লেভেল-৭), সীমান্ত স্কয়ার, বীর উত্তম এম. এ. রব সড়ক (রোড নম্বর-২), ধানমন্ডি, ঢাকায় অবস্থিত। বর্তমানে ব্যাংকটি গ্রাহকদেরকে রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই বাংকিং, এটিএম (কার্ড) ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। সারা দেশে বর্তমানে সীমান্ত ব্যাংকের ২১টি শাখা, ৪টি উপ শাখা এবং ২২টি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button