ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিমোবাইল ব্যাংকিং

ইসলামী ব্যাংক এমক্যাশ মোবাইল অ্যাপ

আর্থিক অন্তর্ভুক্তি এবং চ্যানেল ম্যানেজমেন্ট বিভাগ গঠনের পর অনেক উদ্যোগ গ্রহনের সাথে সাথে দেশব্যাপী মোবাইল আর্থিক সেবা ইসলামী ব্যাংক এমক্যাশকে উন্নীত করা হয়েছে। গ্রাহককে দ্রুততম এবং স্বচ্ছন্দ সেবা প্রদান করার জন্য ইসলামী ব্যাংক এমক্যাশ (Islami Bank mCash) মোবাইল অ্যাপ সফটওয়্যার টিম ডেভেলপ করেছে। এখন এটি Google play store পাওয়া যাচ্ছে এবং এটি ব্যবহার করতে পারবেন।

  • Islami Bank mCash মোবাইল অ্যাপ ডাউনলোড করতে ক্লিক  করুন এখানে

এই অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ব্যাংক স্থানান্তর সুবিধা ব্যবহার করে তাদের এমক্যাশ অ্যাকাউন্ট পরিষেবা উপভোগ করতে এবং লোড করতে পারবেন। এমনকি যেখানে এজেন্ট পয়েন্ট নেই। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে mcash সেবাসমূহ উপভোগ করা যাবে।

এই অ্যাপটিতে বিভিন্ন স্মার্ট অপশন যেমন- কনট্যাক্ট তালিকা অ্যাক্সেস, QR কোড অ্যাক্সেস, সাম্প্রতিক লেনদেন থেকে সাজেশন এবং কোন সময় সীমা ছাড়াই অনেক কিছু রয়েছে। সুতরাং, Google Play Store থেকে ইসলামী ব্যাংক mcash মোবাইল অ্যাপ ইনস্টল করুন এবং এর সেবাসমূহ গ্রহণ করুন।

Benefits of Islami Bank mCash (ইসলামী ব্যাংক এমক্যাশ এর সুবিধা সমূহ)
নিম্নে Islami Bank mCash এর সুবিধা সমুহ তুলে ধরা হলো-
• ন্যূনতম ফি, ক্রমবর্ধমান এজেন্ট নেটওয়ার্ক এর মাধ্যমে Islami Bank mCash এর সুবিধা সমুহ পাওয়া যাচ্ছে।
• সবার জন্য ইসলামী শরী’আহ মোতাবেক পরিচালিত ব্যাংকিং সেবা
• এমক্যাশ হিসাবে মুনাফা গ্রহন
• দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ও ৩৬৫ দিন ব্যাংকিং সুবিধা
• শাখাবিহীন ব্যাংকিং সুবিধা
• দেশের যেকোন স্থান হতে ব্যাংকিং সেবা গ্রহন সম্ভব
• বিদেশ হতে অল্প সময়ে সরাসরি মোবাইল একাউন্টে অর্থ প্রেরণ
• ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্য ব্যাংকিং সুবিধা গ্রহনের ব্যবস্থা
• সর্বাধুনিক ও অধিকতর নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা
• প্রায় সকল কার্যক্রমে ব্যাংক লেনদেনের সুযোগ সৃস্টি করা
• গ্রাহক নিজেই সকল লেনদেন করতে সক্ষম।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Services of Islami Bank mCash (ইসলামী ব্যাংক এমক্যাশ এর সেবা সমূহ)
নিম্নে Islami Bank mCash এর সেবা সমুহ তুলে ধরা হলো-
• বিনা খরচে স্বল্প সময়ে গ্রাহকের একাউন্ট খোলা
• বিদেশ হতে অর্থ প্রেরণ ও গ্রহণ
• নগদ টাকা জমা
• নগদ টাকা উত্তোলন
• এক একাউন্ট হতে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর (P2P)
• একাউন্টের ব্যালান্স জানা
• মিনি স্টেটমেন্ট জানা
• বেতন/ভাতা প্রেরণ ও গ্রহণ
• মোবাইল টপ-আপ (রিচার্জ)
• ইউটিলিটি বিল পরিশোধ
• পণ্য ক্রয়-বিক্রয়
• যেকোন মোবাইল ফোন ও সিম ব্যবহার করে এই সুবিধা গ্রহণ
• শুধুমাত্র ২০ টাকা জমা দিয়েই একাউন্ট খোলা যায়
• ইসলামী ব্যাংকের অন্যান্য একাউন্টের সাথে লেনদেনের (জমা, উত্তোলণ, হস্তান্তর) ব্যবস্থা।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন
❏ জিপিও বক্স নম্বরঃ ২৩৩
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ মোবাইলঃ ৮৮-০১৭১১-৪৩৫৬৩৮-৯
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ [email protected]
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button