ইবিএল স্টুডেন্ট ফাইল সার্ভিস
বিদেশে অধ্যয়ন- খুবই সহজ! ইবিএল স্টুডেন্ট ফাইল সার্ভিসটি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড ব্যাংকিং সমাধান প্রদানের লক্ষ্যে কাজ করে। উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য যে কোনও ছাত্রের আইনীভাবে শিক্ষানবিশ ফি এবং জীবন-জীবিকার খরচ বহন করতে বিদেশে টাকা পাঠাতে সাহায্য করে থাকে।
স্টুডেন্ট ফাইল সার্ভিসের বৈশিষ্ট্য
• উল্লেখিত মেয়াদে সুবিধাজনক এবং দ্রুত তহবিল স্থানান্তর সুবিধা।
• নির্ভরযোগ্য এবং বৈধ উৎসে অর্থ পাঠানো যা পরে স্থায়ীভাবে বসবাসের অবস্থা অর্জনের জন্য ভবিষ্যতে প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র
স্টুডেন্ট ফাইল খুলতে প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে তুলে ধরা হলো-
• বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার চিঠি।
• শিক্ষানবিশ ফি এবং ব্যয় সম্পর্কিত তথ্য (আগাম অর্থ পরিশোধের ক্ষেত্রে রিফান্ড পলিসি)।
• IELTS, TOEFL (যদি থাকে) সহ সকল প্রাসঙ্গিক শিক্ষা সনদপত্র এবং ফটোকপি। (মূল সনদপত্র শাখায় দেখাতে হবে)।
• শিক্ষার্থীর অর্থায়নকারী ব্যক্তির বিস্তারিত তথ্যসহ পাসপোর্ট আকারের এক কপি ছবি।
• ছাত্রের মূল পাসপোর্ট এবং ভিসা কপি (যদি থাকে)।
ফি ও চার্জ
স্টুডেন্ট ফাইল ফি নিম্নে তুলে ধরা হলো-
• শিক্ষার্থী ফাইল খোলা ফি: সার্কভূক্ত দেশগুলোর জন্য ৪,৫০০ টাকা; নন সার্কভূক্ত দেশগুলোর জন্য ৫,৫০০ টাকা।
• স্টুডেন্ট ফাইল নবায়ন ফি: সার্কভূক্ত দেশগুলোর জন্য ৩,৫০০ টাকা; নন সার্কভূক্ত দেশগুলোর জন্য ৪,৫০০ টাকা।
• রেমিট্যান্স চার্জ: ব্যাংকের নিয়ম অনুযায়ী।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
যে সকল শাখায় স্টুডেন্ট ফাইল সার্ভিসের সেবা দেয়া হয়-
– প্রিন্সিপাল শাখা, ঢাকা
– ধানমন্ডি শাখা, ঢাকা
– বনানী শাখা, ঢাকা
– আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম
– গুলশান শাখা, ঢাকা
– সোনারগাঁও রোড শাখা, ঢাকা
– বসুন্ধরা শাখা, ঢাকা
– মতিঝিল শাখা, ঢাকা
– চক মোগলটুলি শাখা, ঢাকা
– ইংলিশ রোড শাখা, ঢাকা
– উত্তরা শাখা, ঢাকা
– জুবিলি রোড শাখা, চট্টগ্রাম
– খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম
– উপশহর শাখা, সিলেট
– রাজশাহী শাখা
– বগুড়া শাখা
– যশোর শাখা
– খুলনা শাখা।
বিঃদ্রঃ
• EBL এর সাথে একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট থাকতে হবে (শিক্ষার্থীর ফাইন্যান্সারের থাকলে অগ্রাধিকার)।
• শিক্ষার্থী ও ফাইন্যান্সার উভয়কে শিক্ষার্থীর ফাইল খোলার সময় উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ studentbanking@ebl.com.bd