ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিব্যাংক শিক্ষাবৃত্তিস্কুল ব্যাংকিং

ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি (উচ্চ মাধ্যমিক স্তর)

ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণে সেতুবন্ধন। ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৩ সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে-

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
• শিক্ষা স্তর
– এসএসসি অথবা সমমান

• নূন্যতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য
– সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫.০০
– জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫.০০
– গ্রামীণ/ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানঃ ৪.৮৩।

• বৃত্তির পরিমান ও সময়কাল
– শিক্ষা স্তরঃ এইচএসসি
– সময়কালঃ ২ বছর
– মাসিক বৃত্তি-২,৫০০ টাকা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• বার্ষিক অনুদান
– পাঠ্য উপকরণের জন্য ২,৫০০ টাকা
– পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।

বৃত্তির অন্যান্য নীতিমালাঃ
– যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ-বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
– গ্রামীণ/ অনগ্রসর এলাকার এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।
– ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে–এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে-
– আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি স্ক্যান কপি।
– আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি স্ক্যান কপি।
– এসএসসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখঃ
– আবেদন শুরুর তারিখঃ ৩০ জুলাই, ২০২৩।
– আবেদনের শেষ তারিখঃ ২৪ আগস্ট, ২০২৩।
– ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই কৃত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৩।
– প্রাথমিকভাবে বাছাই কৃত প্রার্থীদেরকে DBBL এর উপরোক্ত ওয়েবসাইট থেকে “Primary Selection Letter” এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ৩১ আগস্ট, ২০২৩ থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৩।
– চূড়ান্ত ফলাফল প্রকাশঃ পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
– সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ার যোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্রের সাথে কেবল পূর্ববর্তী/ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/ বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত সংযোজনীসমূহ দাখিল করতে হবেঃ
১। আবেদনকারী ও তার পিতা-মাতার সদ্য তোলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে
২। এসএসসি/এইচএসসি পাশের সার্টিফিকেটের (যদি থাকে) ফটোকপি (সত্যায়িত)
৩। এসএসসি/এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের ফটোকপি (সত্যায়িত)।
৪। এসএসসি/এইচএসসি পাশের প্রশংসাপত্র/টেষ্টিমোনিয়াল এর ফটোকপি (সত্যায়িত)
৫। এসএসসি/এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি (সত্যায়িত)
৬। পিতা ও মাতার ছবি যুক্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৭। নিম্নলিখিত দুইটি উৎস থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের আয়ের বিবরণের মূল কপি (আয়ের বিবরণীতে অবশ্যই পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখ থাকতে হবে):
ক) সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
খ) চাকুরীরত পিতা/মাতা/অভিভাবকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা/অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের শিক্ষাবৃত্তি

বিশেষ দ্রষ্টব্যঃ
▪ বিশেষ তথ্যের জন্য আলাদা কাগজ সংযুক্ত করা যাবে।
▪ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
▪ বৃত্তি প্রদানের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button