ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (AIBB)

অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB) পরীক্ষা হল ব্যাংকিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নত জ্ঞান অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে, যা ব্যাংকারদের আরও ভাল সিদ্ধান্ত নিতে সক্ষম করবে। এই পরীক্ষার মূল লক্ষ্য হল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চাওয়া ব্যাংকারদের ব্যাংকিং সম্পর্কে মৌলিক এবং অপরিহার্য জ্ঞান বৃদ্ধি করা। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।

Back to top button