ইস্টার্ন ব্যাংক পিএলসি

ইস্টার্ন ব্যাংক পিএলসি (Eastern Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতে প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক ব্যাংক। এর আগে ইস্টার্ন ব্যাংক “ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল বা বিসিসিআই ব্যাংক” নামে পরিচালিত হচ্ছিল। ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসীজ) লিমিটেড বন্ধ হয়ে গেলে এর সকল সম্পদ, দায় ও দায়িত্ব নিয়ে বাংলাদেশে এবং বহির্বিশ্বে সর্বপ্রকার ব্যাংকিং ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে কোম্পানি আইন ১৯১৩-এর অধীনে ১৯৯২ সালের ১৬ আগস্ট একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রতিষ্ঠিত এবং নিবন্ধিত হয়। ব্যাংকটি ২০০৫ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। ২০১৮ সাল পর্যন্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ১২,০০০ মিলিয়ন টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০ লক্ষ সাধারণ শেয়ারে বিভক্ত। এর পরিশোধিত মূলধন ৭,৩৮০ মিলিয়ন টাকা। শেয়ার হোল্ডারস ইক্যুইটি ২২,৯৬৬ মিলিয়ন টাকা।

ইস্টার্ণ ব্যাংক পিএলসি বিভিন্ন প্রকার আমানত ও সঞ্চয়ী হিসাব, ব্যক্তিগত ঋণ কর্মসূচি, গাড়ী ঋণ, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, প্রিপেইড কার্ড, ট্রেজারি, সিন্ডিকেশন, কর্পোরেট ব্যাংকিং এবং এস এম ই-ব্যাংকিং সেবায় নিয়োজিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রণোদনামূলক সেবা নিশ্চিতকরণে ইস্টার্ন ব্যাংক সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। ১৩ সদস্যের একটি পরিচালক পর্ষদের উপর ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত রয়েছে। ব্যাংকটিতে কর্মরত মোট জনশক্তি ৩৫৫০+ জন এবং এর মোট শাখা ৮৯টি, উপ-শাখা ২৩টি, এজেন্ট ব্যাংকিং আউটলেট ৬৩টি, প্রায়োরিটি সেন্টার ১৮টি ও এটিএম/ সিআরএম ২৫৫টি।

Back to top button