ইন্টারনেট ব্যাংকিংইস্টার্ন ব্যাংক পিএলসি

ইবিএল ইন্টারনেট ব্যাংকিং

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) অ্যাকাউন্ট হোল্ডারগণ ইবিএলের ইন্টারনেট ব্যাংকিং (আইবি) সুবিধা উপভোগ করতে পারবেন। একাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরে গ্রাহক আইবি সুবিধা পাবেন। যদি গ্রাহকের বিদ্যমান আইবি আইডি থাকে, তবে সে বিদ্যমান আইবি আইডি সহ যেকোনও ইবিএল অ্যাকাউন্ট ট্যাগ করতে পারবেন।

ইন্টারনেট ব্যাংকিং এর বৈশিষ্ট্য
• হিসাবের তথ্য;
• অ্যাকাউন্ট সারসংক্ষেপ;
• হিসাবের বিস্তারিত;
• লেনদেন ইতিহাস;
• স্থায়ী আমানত অ্যাকাউন্ট সারসংক্ষেপ;
• ঋণ ব্যবস্থাপনা;
• বিল পরিশোধ;
• মোবাইল রিচার্জ সেবা;
• স্থায়ী নির্দেশাবলী;
• চেক স্ট্যাটাস;
• চেক পেমেন্ট বন্ধ ইত্যাদি।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ ibanking@ebl-bd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button