ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিফিনটেকবিকল্প ব্যাংকিং

ইসলামী ব্যাংক ভিসা মানি ট্রান্সফার

মোহাম্মদ শামসুদ্দীন আকন্দঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড “Going Everywhere Exploring Fintech” এই শ্লোগানকে সামনে রেখে গ্রাহকদের জন্য সব সময় নতুন নতুন প্রযুক্তি (Fintech) দিয়ে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ্‌ এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এ ভিসা মানি ট্রান্সফার নামে নতুন একটি সার্ভিস যুক্ত করেছে।

ইসলামী ব্যাংক ভিসা মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে ইস্যুকৃত যেকোন ভিসা কার্ডে ফান্ড (অর্থ) ট্রান্সফার করতে করতে পারবেন। এটি প্রিপেইড কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেকোনটি হতে পারে।
✓ যদি আপনার ভিসা কার্ড FAST FUND যুক্ত হয় তাহলে ৩০ মিনিটের মধ্যে ফান্ড জমা করে দেওয়া হবে।
✓ যদি আপনার ভিসা কার্ড FAST FUND যুক্ত না হয় তাহলে ৩ কার্যদিবসের মধ্যে ফান্ড জমা দেওয়া হবে।

ইসলামী ব্যাংক ভিসা মানি ট্রান্সফার করার নিয়ম
নিম্নে ইসলামী বাংলাদেশ লিমিটেড এর ভিসা মানি ট্রান্সফার করার নিয়মাবলী তুলে ধরা হলো-
ধাপ- ১: প্রথমেই আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এ লগইন করতে হবে। হোম ইন্টারফেস থেকে নতুন ফিচার লিস্ট (ব্যানারের ঠিক নীচে প্রদর্শিত) বা ‘Our Services‘ মেনু থেকে প্রথমে এই সার্ভিসটি সাবস্ক্রাইব করতে হবে।
ধাপ- ২: এরপর সার্ভিসটি শুরু করতে “Transfer and Payments” মেনুতে ক্লিক করে বাম পাশে প্রদর্শিত ‘VISA Money Transfer‘ মেনুতে গিয়ে পুনরায় ‘VISA Money Transfer‘ মেনুতে ক্লিক করুন।
ধাপ- ৩: এরপর ‘From Account‘ নির্বাচন করুন এবং TPIN (iBanking এর পিন কোড) দিয়ে সাবমিট করুন।
ধাপ- ৪: সোর্স অ্যাকাউন্টের তথ্য প্রদর্শিত হবে। ভিসা কার্ড নম্বর এবং টাকা ট্রান্সফার করার পরিমাণ দিন।
ধাপ- ৫: পরবর্তীতে সিস্টেম তথ্য নিশ্চিত করতে/ যাচাই করতে গ্রাহকের সামারি তথ্য প্রদর্শন করবে। ভিসা কার্ড নম্বরটি সঠিক কিনা তা নিশ্চিত করুন।
ধাপ- ৬: আপনার মোবাইলে একটি ওয়ান টাইম কী (OTP) আসবে। OTP সাবমিট করুন এবং ফান্ড ট্রান্সফার সম্পূর্ণ করুন।

আইবিবিএল ভিসা মানি ট্রান্সফার-এর শর্তাবলী (লিমিট ও চার্জ)
নিম্নে ইসলামী বাংলাদেশ লিমিটেড এর ভিসা মানি ট্রান্সফার-এর শর্তাবলী (ফি ও চার্জ) সমূহ তুলে ধরা হলো-
✓ প্রতিটি লেনদেনের সীমা- ২০,০০০ টাকা;
✓ প্রতিটি লেনদেনের জন্য চার্জ- ৩০ টাকা + ভ্যাট;
✓ এক্ষেত্রে পাসওয়ার্ড, টিপিন (TPIN) গোপন এবং নিরাপদ রাখতে সকল দায়-দায়িত্ব গ্রাহকের নিজের।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, অফিসার ও এডিসি ইনচার্জ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গোবিন্দগঞ্জ শাখা, গাইবান্ধা।

বিস্তারিত জানতে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হেড অফিস: ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা সি/এ, ঢাকা – ১০০০ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ উপ-শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট-এ যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ)
টেলিফোন: (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
টেলেক্স: 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
ফ্যাক্স: ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
সুইফট: IBBLBDDH
কেবল: ISLAMIBANK
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.islamibankbd.com

আরও পড়ুন:
ইসলামী ব্যাংক ফেইসবুক মেসেঞ্জার ব্যাংকিং সার্ভিস
ইসলামী ব্যাংকের স্মার্ট ডিজিটাল ব্যাংকিং অ্যাপ
ইসলামী ব্যাংক এমক্যাশ- মোবাইল ব্যাংকিং
ইসলামী ব্যাংক ডুয়েল কারেন্সি ‘গোল্ড ডেবিট কার্ড’
ইসলামী ব্যাংক WhatsApp ব্যাংকিং সার্ভিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button