ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB), পার্ট-১ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB), পার্ট-২

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) ফলাফল রিভিউ করার নিয়ম

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) ফলাফল রিভিউ করার নিয়ম- ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)-এর পরীক্ষা ভালো দিয়েছেন অথচ কৃতকার্য হতে পারেননি। ইচ্ছা করলে আপনি আপনার উত্তরপত্র মূল্যায়ন বা রিভিউ করার জন্য ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স একাডেমী (আইবিটিআরএ)-এর ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) বরাবর আবেদন করতে পারেন (পার্ট-১ ও পার্ট-২ উভয়ের জন্য প্রযোজ্য)৷ নিম্নে ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) ফলাফল রিভিউ করার নিয়ম তুলে ধরা হলো-

ফলাফল রিভিউ করতে নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করুন
১. ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) এর ফলাফল রিভিউ করতে ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স একাডেমী (আইবিটিআরএ) বরাবর অনলাইনে আবেদন করতে হবে।
২. রিভিউ ফি প্রতি বিষয়ের জন্য ৫০০ টাকা ইসলামী ব্যাংকের CellFin-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
৩. ফলাফল রিভিউ আবেদন করতে ক্লিক করুন- এখানে

৪. এরপর যে পেজ আসবে তাতে আপনার ইউজার আইডি তথা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৫. এরপর বাম পাশের মেনু থেকে REVIEW APPLICATION-এ ক্লিক করুন।
৬. এরপর Submit for Subject -এ ক্লিক করুন।
৭. এরপর CellFin এর ট্রানজেকশন নম্বর দিয়ে সেভ করুন।
৮. ভবিষ্যতে প্রমাণ হিসেবে রাখার জন্য Review application print -এ ক্লিক করে একটি কপি সংরক্ষন করুন।

❏ রিভিউ আবেদন করার শেষ তারিখঃ ০৪ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত।
❏ আবেদন করার কিছুদিন পর (সাধারণত ১৫ দিনের মধ্যে) রিভিউ ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।
❏ রিভিউ নোটিশ দেখতে ক্লিক করুন- এখানে
❏ ফলাফল রিভিউ করতে ক্লিক করুন- এখানে

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আরও দেখুন:
ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) রেজাল্ট অক্টোবর-২০২৩
ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (ডিআইবি) সিলেবাস
ডিআইবি ব্যাংকিং ডিপ্লোমা সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button