ঢাকা ব্যাংক পিএলসিব্যাংক হিসাব

ঢাকা ব্যাংক বান্ডল সঞ্চয়ী হিসাব

আপনার অর্থ ঢাকা ব্যাংক বান্ডল সঞ্চয়ী হিসাবের মাধ্যমে অর্থ বৃদ্ধি করতে পারে। এই হিসাবে বিনামূল্যে ক্রেডিট কার্ড এবং সহজ ঋণ সুবিধা সরবরাহ করে থাকে। এই হিসাবটি বেতনভোগী ব্যক্তি এবং পেশাদারদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে উপযুক্ত।

Dhaka Bank Silver Account (ঢাকা ব্যাংক সিলভার হিসাব)

Key Features (মূল বৈশিষ্ট্য)
• সর্বনিম্ন আমানতের পরিমাণ: ৩০,০০০ টাকা
• সর্বোচ্চ মাসিক উত্তোলন: ৬ বার ফি/চার্জ ছাড়া
• চেক বই: বছরে ৫০ পাতার ১টি চেক বই ফ্রি
• ডেবিট কার্ড সুবিধা
• ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং এবং অনলাইন লেনদেন সুবিধা
• হিসাব রক্ষণাবেক্ষণ ফি: গড় ব্যালান্স ৫০০০ টাকা পর্যন্ত- ফ্রি, গড় ব্যালেন্স ৫,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত- অর্ধ-বার্ষিক ১০০ টাকা + ভ্যাট, গড় ব্যালেন্স ২৫,০০০ টাকার উপর- অর্ধ-বার্ষিক ৩০০ টাকা + ভ্যাট
• সুদের হার: ৪% পর্যন্ত
• সুদ গণনা: সুদ দৈনিক ব্যালেন্সের স্থিতি হিসেবে গণনা করা হয়। প্রদত্ত দিনের সমাপ্তিতে যদি হিসাবে ৩০,০০০ টাকার কম থেকে থাকে তবে গ্রাহক সেই বিশেষ দিনের জন্য সুদ পাবেন না।

Dhaka Bank Gold Account (ঢাকা ব্যাংক গোল্ড হিসাব)

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Key Features (মূল বৈশিষ্ট্য)
• সর্বনিম্ন আমানতের পরিমাণ: ৫০,০০০ টাকা
• সর্বোচ্চ মাসিক উত্তোলন: ১০ বার ফি/চার্জ ছাড়া
• চেক বই: বছরে ১০০ পাতার ২টি চেক বই ফ্রি
• ডেবিট কার্ড সুবিধা
• ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং এবং অনলাইন লেনদেন সুবিধা
• হিসাব রক্ষণাবেক্ষণ ফি: গড় ব্যালান্স ৫০০০ টাকা পর্যন্ত- ফ্রি, গড় ব্যালেন্স ৫,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত- অর্ধ-বার্ষিক ১০০ টাকা + ভ্যাট, গড় ব্যালেন্স ২৫,০০০ টাকার উপর- অর্ধ-বার্ষিক ৩০০ টাকা + ভ্যাট
• সুদের হার: ৪.২৫% পর্যন্ত
• সুদ গণনা: সুদ দৈনিক ব্যালেন্সের স্থিতি হিসেবে গণনা করা হয়। প্রদত্ত দিনের সমাপ্তিতে যদি হিসাবে ৫০,০০০ টাকার কম থেকে থাকে তবে গ্রাহক সেই বিশেষ দিনের জন্য সুদ পাবেন না।

Dhaka Bank Platinum Account (ঢাকা ব্যাংক প্লাটিনাম হিসাব)

Key Features (মূল বৈশিষ্ট্য)
• সর্বনিম্ন আমানতের পরিমাণ: ১,০০,০০০ টাকা
• সর্বোচ্চ মাসিক উত্তোলন: ১২ বার ফি/চার্জ ছাড়া
• চেক বই: বছরে ১৫০ পাতার ৩টি চেক বই ফ্রি
• ডেবিট কার্ড সুবিধা
• ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং এবং অনলাইন লেনদেন সুবিধা
• হিসাব রক্ষণাবেক্ষণ ফি: গড় ব্যালান্স ৫০০০ টাকা পর্যন্ত- ফ্রি, গড় ব্যালেন্স ৫,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত- অর্ধ-বার্ষিক ১০০ টাকা + ভ্যাট, গড় ব্যালেন্স ২৫,০০০ টাকার উপর- অর্ধ-বার্ষিক ৩০০ টাকা + ভ্যাট
• সুদের হার: ৪.৫০% পর্যন্ত
• সুদ গণনা: সুদ দৈনিক ব্যালেন্সের স্থিতি হিসেবে গণনা করা হয়। প্রদত্ত দিনের সমাপ্তিতে যদি হিসাবে ১,০০,০০০ টাকার কম থেকে থাকে তবে গ্রাহক সেই বিশেষ দিনের জন্য সুদ পাবেন না।

Required Documents (প্রয়োজনীয় কাগজপত্র)
• হিসাব খোলার ফর্ম সঠিকভাবে পূরণ
• আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• নমিনির সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• আবেদনকারীর জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• নমিনির জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• কেওয়াইসি প্রোফাইল
• হিসাব খোলার জন্য প্রয়োজনীয় অন্য যেকোন ডকুমেন্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button