ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (AIBB)

আইবিবি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট (AIBB)

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (AIBB)-এর নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। যেটি ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে কার্যকর হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে। নিম্নে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB)-এর সাবজেক্ট এবং ওয়েভার তালিকা তুলে ধরা হলো-

Advanced/ Applied Subjects List of AIBB (AIBB-এর অ্যাডভান্সড/ অ্যাপ্লায়েড বিষয় তালিকা)
অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB)-এর অ্যাডভান্সড/ অ্যাপ্লায়েড সাবজেক্ট বা বিষয়গুলো হলো-
201) Risk Management in Financial Institutions (RMFI)- রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (RMFI)
202) Credit Operations and Management (COM)- ক্রেডিট অপারেশন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (COM)
203) Trade Finance and Foreign Exchange (TFFE)- ট্রেড ফিন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ (TFFE)
204) Information and Communication Technology in Financial Institutions (ICTFI)- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স- (ICTFI)
205) Treasury Management in Financial Institutions (TMFI)- ট্রেজারী ম্যানেজমেন্ট ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (TMFI)

আরও দেখুন:
◾ ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি-২০২৩

Optional Subjects List of AIBB (AIBB-এর ঐচ্ছিক বিষয় তালিকা)
অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB) পাশ করার জন্য উপরোক্ত অ্যাডভান্সড/ অ্যাপ্লায়েড বিষয়গুলো ছাড়াও পরীক্ষার্থীকে নিম্নলিখিত ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে যেকোন ০১ (একটি) বেছে নিতে হবে-
206. Accounting for Financial Institutions (AFI)- একাউন্টিং ফর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (AFI)
207. Financial Crime and Compliance (FCC)- ফিন্যান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লায়েন্স (FCC)
208. Agriculture & Microfinance (AM)- এগ্রিকালচার অ্যান্ড মাইক্রোফিন্যান্স (AM)
209. Management Accounting (MA)- ম্যানেজমেন্ট একাউন্টিং (MA)
210. Marketing and Branding in Financial Services (MBFS)- মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ইন ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MBFS)
211. Sustainable Finance (SF)- সাসটেইনেবল ফিন্যান্স (SF)
212. Shariah-Based Banking (SBB)- শরিয়াহ-বেসড ব্যাংকিং (SBB)
213. Investment Banking (IB)- ইনভেস্টমেন্ট ব্যাংকিং (IB)

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

AIBB Subject Exemption/ Waiver (এআইবিবি সাবজেক্ট ছাড়/ মওকুফ)
AIBB-এর যেকোনো বিষয়ের জন্য কোনো পরীক্ষার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে তার উচ্চতর একাডেমিক ডিগ্রি বিবেচনায় কোনো মওকুফ/ ছাড় দেওয়া হবে না। পূর্ববর্তী DAIBB পরীক্ষায় বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিম্নে বর্ণিত সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে ছাড়/ মওকুফ পাওয়ার যোগ্য হবেন। পুরনো DAIBB এবং নতুন AIBB পাঠ্যক্রমের অধীনে সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়/ মওকুফ-এর আওতায় আসবে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button