ইসলামী ব্যাংকিংসিটি ব্যাংক পিএলসি

সিটি ব্যাংক ইসলামী ব্যাংকিং

সিটি মানারাহ- ইসলামী ব্যাংকিং, সিটি ব্যাংক লিমিটেড বিনিয়োগ আয় শেয়ারিং অনুপাত (IISR) মুনাফা বিতরণ পদ্ধতিতে ব্যাংককে “মুদারিব” এবং গ্রাহককে “সাহেব আল মাল” হিসাবে ঘোষণা করে, যা মানারাহ সঞ্চয়ী হিসাব, মানারাহ শর্ট নোটিশ ডিপোজিট হিসাব, মানারাহ টার্ম ডিপোজিট হিসাব, মানারাহ মাসিক বেনিফিট স্কিম, মানারাহ মাসিক ডিপোজিট স্কিম এবং মানারাহ হজ ডিপোজিট স্কিম ইত্যাদি হিসাবে প্রযোজ্য হবে। সিটি ব্যাংক ইসলামী ব্যাংকিং তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের আমানত হিসাব ও বিনিয়োগ সুবিধা রয়েছে। নিম্নে সিটি মানারাহ- ইসলামী ব্যাংকিং এর আমানত হিসাব ও বিনিয়োগ সুবিধা সমূহ তুলে ধরা হলো-

Manarah Current Account (মানারাহ চলতি হিসাব)
মানারাহ কারেন্ট অ্যাকাউন্টটি সেই স্বতন্ত্র গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা ইসলামী শরিয়ায় তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতে চায় এবং এই ধরনের অ্যাকাউন্ট আল-ওয়াদিয়ার নীতির অধীনে পরিচালিত হয়। এটি এমন একটি চুক্তি যেখানে আমানতকারীদের আমানত চাহিবামাত্র ফেরত দিতে প্রতিশ্রুতি দেয়।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
• এই হিসাবটি ১৮ বছরের বেশি বয়সের যেকোনও বাংলাদেশি নাগরিকের জন্য;
• প্রাথমিক আমানতের পরিমাণ ১০,০০০ টাকা;
• কোন মুনাফা প্রযোজ্য হবে না;
• ডেবিট কার্ড সুবিধা।

Manarah Savings Account (মানারাহ সঞ্চয়ী হিসাব)
মানারাহ সঞ্চয়ী হিসাবটি সেই স্বতন্ত্র গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা ইসলামী শরিয়াহ অনুসারে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতে চায় এবং এই ধরনের হিসাব মুদারাবা নীতির অধীনে পরিচালিত হয়। এটি একটি ইসলামী আর্থিক অংশীদারিত্ব চুক্তি যেখানে একটি পক্ষ মূলধন সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম সরবরাহ করে। অর্জিত মুনাফা পূর্বনির্ধারিত চুক্তি অনুসারে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
• এই হিসাবটি ১৮ বছরের বেশি বয়সের যেকোনও বাংলাদেশি নাগরিকের জন্য;
• প্রাথমিক আমানতের পরিমাণ ৫,০০০ টাকা;
• ষাণ্মাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয়;
• মুনাফা অর্জনের জন্য ন্যূনতম ব্যালেন্স ৫,০০০ টাকা;
• ষাণ্মাসিক হিসাব বিবরণী ফ্রি;
• ডেবিট কার্ড সুবিধা।

Manarah Term Deposit (মানারাহ টার্ম ডিপোজিট)
মানারাহ টার্ম ডিপোজিট হিসাবটি মুদারাবা নীতির অধীনে পরিচালিত হয়। এটি একটি ইসলামী আর্থিক অংশীদারিত্ব চুক্তি যেখানে একটি পক্ষ মূলধন সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম সরবরাহ করে। অর্জিত মুনাফা পূর্বনির্ধারিত চুক্তি অনুসারে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
• এই হিসাবটি ১৮ বছরের বেশি বয়সের যেকোনও বাংলাদেশি নাগরিকের জন্য;
• প্রাথমিক আমানতের পরিমাণ ৫০,০০০ টাকা;
• এই হিসাবটি একাধিক মেয়াদে খোলা যাবে: ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর।

Manarah Monthly Deposit Scheme (মানারাহ মাসিক আমানত প্রকল্প)
মানারাহ মাসিক ডিপোজিট স্কিম একটি পুনরাবৃত্তিমূলক মাসিক সঞ্চয় প্রকল্প এবং মুদারাবা নীতির অধীনে পরিচালিত হয়। এটি একটি ইসলামী আর্থিক অংশীদারিত্ব চুক্তি যেখানে একটি পক্ষ মূলধন সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম সরবরাহ করে। অর্জিত মুনাফা পূর্বনির্ধারিত চুক্তি অনুসারে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়। এই প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে নির্দিষ্ট আয়ের ব্যক্তিবর্গ অর্থ সঞ্চয় করতে পারবে এবং সময় শেষে আকর্ষণীয় একটি মুনাফা পাওয়া যাবে।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
• এই হিসাবটি ১৮ বছরের বেশি বয়সের যেকোনও বাংলাদেশি নাগরিকের জন্য;
• ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই;
• সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা অর্জনের জন্য নূন্যতম ১ বছর মেয়াদে থাকতে হবে;
• নূন্যতম কিস্তি ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০০ টাকা;
• এই হিসাবটি একাধিক মেয়াদে খোলা যাবে: ৩, ৫, ৭ বা ১০ বছর।

Manarah Monthly Benefit Scheme (মানারাহ মাসিক বেনিফিট স্কিম)
মানারাহ মাসিক বেনিফিট স্কিম মুদারাবা নীতির অধীনে পরিচালিত একটি মেয়াদী আমানত। এটি একটি ইসলামী আর্থিক অংশীদারিত্ব চুক্তি যেখানে একটি পক্ষ মূলধন সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম সরবরাহ করে। অর্জিত মুনাফা পূর্বনির্ধারিত চুক্তি অনুসারে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
• এই হিসাবটি ১৮ বছরের বেশি বয়সের যেকোনও বাংলাদেশি নাগরিকের জন্য;
• এই হিসাবটি ১ থেকে ৩ বছর মেয়াদে পরিচালিত হতে পারে;
• পূর্ব নির্ধারিত শেয়ার অনুপাতের উপর ভিত্তি করে প্রতি মাসের শেষে মুনাফা দেওয়া হয়;
• মুনাফার পরিমাণ প্রতি মাসে পরিবর্তিত হয়।

Manarah Hajj Deposit Scheme (মানারাহ হজ আমানত প্রকল্প)
মানারাহ হজ ডিপোজিট স্কিম পুনরাবৃত্তিমূলক মাসিক সঞ্চয় প্রকল্প এবং মুদারাবা নীতির অধীনে পরিচালিত হয়। এটি একটি ইসলামী আর্থিক অংশীদারিত্ব চুক্তি যেখানে একটি পক্ষ মূলধন সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম সরবরাহ করে। অর্জিত মুনাফা পূর্বনির্ধারিত চুক্তি অনুসারে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়। মানারাহ হজ ডিপোজিট স্কিমটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, যে সকল ব্যক্তিরা নির্দিষ্ট সময়ের পরে পবিত্র হজ পালন করতে চায়, সেক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদে এই হিসাব খুলে আকর্ষণীয় মুনাফায় সঞ্চয় করতে পারে এবং পবিত্র হজ সম্পাদন করার ব্যয় নির্বাহ করতে পারবে।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
• এই হিসাবটি ১৮ বছরের বেশি বয়সের যেকোনও বাংলাদেশি নাগরিকের জন্য;
• এই হিসাবটি ১ থেকে ২০ বছর মেয়াদে পরিচালিত হতে পারে;
• পূর্ব নির্ধারিত শেয়ার অনুপাতের উপর ভিত্তি করে প্রতি মাসের শেষে মুনাফা দেওয়া হয়;
• মুনাফার পরিমাণ প্রতি মাসে পরিবর্তিত হয়;
• মেয়াদ শেষ হওয়ার পূর্বে হিসাব বন্ধ করলে, সম্পন্ন বছর এবং মাসের জন্য মুনাফা দেওয়া হয়।

* সিটি মানারাহ ইসলামী ব্যাংকিং এর ডিপোজিট রেট জানতে ক্লিক করুন এখানে

Manarah Personal Finance (মানারাহ ব্যক্তিগত ফাইন্যান্স)
মানারাহ ব্যক্তিগত ফাইন্যান্স মুরাবাহা নীতির অধীনে একটি অরক্ষিত অর্থায়ন সুবিধা। এই সুবিধার অধীনে, কোনও পণ্য বিক্রি করা হয় যার মধ্যে পণ্যের দামের সাথে সকল খরচ সম্মত মুনাফা হিসেবে যোগ করা হয়। এই আর্থিক সুবিধাটি বিশেষভাবে প্রতিদিনের জীবনের চাহিদা পূরণ করতে ডিজাইন করা হয়েছে যা শরিয়াহর সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
অর্থের পরিমাণ:
• নূন্যতম ৫০,০০০ টাকা;
• সর্বোচ্চ ২০,০০,০০০ টাকা।

মেয়াদ:
• ন্যূনতম ১২ মাস এবং সর্বোচ্চ ৬০ মাস;
• কোনো কম্পাউন্ড ক্যালকুলেশন নেই।

Manarah Auto Finance (মানারাহ অটো ফাইন্যান্স)
মানারাহ অটো ফাইন্যান্স হায়ার পার্চেজ আন্ডার শিরকাতুল মেল্ক (HPSM) এর অধীনে একটি অর্থায়ন সুবিধা, যেখানে গ্রাহক এবং ব্যাংক উভয়েরই গাড়ির যৌথ মালিকানা রয়েছে। গ্রাহক মাসিক কিস্তি প্রদান করে, ব্যাংকের মালিকানা হ্রাস পায় এবং গ্রাহকের মালিকানা বৃদ্ধি বাড়ায়। মাসিক কিস্তিতে অর্থায়নের উপর প্রিন্সিপাল এবং ভাড়া উভয়ই অন্তর্ভুক্ত। এই পণ্যটি সেই গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা ইসলামী শরিয়াহর অধীনে একটি নতুন বা রিকন্ডিশন অনিবন্ধিত ব্যক্তিগত গাড়ি কিনতে চান।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
অর্থের পরিমাণ:
• নূন্যতম ৩,০০,০০০ টাকা;
• সর্বোচ্চ ৪০,০০,০০০ টাকা।

মেয়াদ:
• ন্যূনতম ১২ মাস এবং সর্বোচ্চ ৬০ মাস;
• কোনো কম্পাউন্ড ক্যালকুলেশন নেই।

Manarah Home Finance (মানারাহ হোম ফাইন্যান্স)
মানারাহ হোম ফাইন্যান্স হাউস ফাইন্যান্সিং এর উদ্দেশ্যে একটি সুবিধা (EMI ভিত্তিক) যা ইসলামী আর্থিক পদ্ধতিতে হায়ার পার্চেজ আন্ডার শিরকাতুল মেল্ক (HPSM) এর আলোকে পরিচালিত হয়। HPSM-তে গ্রাহক মাসিক কিস্তি প্রদান করে, ব্যাংকের মালিকানা হ্রাস পায় এবং গ্রাহকের মালিকানা বৃদ্ধি বাড়ায়। মাসিক কিস্তিতে অর্থায়নের উপর প্রিন্সিপাল এবং ভাড়া উভয়ই অন্তর্ভুক্ত। মানারহ হোম ফাইন্যান্স শরীয়াহ মোডের অধীনে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান থেকে বিদ্যমান হোম ফাইন্যান্স সুবিধা গ্রহণের জন্য প্রস্তুতকৃত ফ্ল্যাট বা নির্মাণাধীন ফ্ল্যাট, বিদ্যমান ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ/সম্প্রসারণ/সংস্কারের জন্য দেয়া যেতে পারে।

Overview (সংক্ষিপ্ত বিবরণ)
অর্থের পরিমাণ:
• নূন্যতম ৫,০০,০০০ টাকা;
• সর্বোচ্চ ১,২০,০০,০০০ টাকা।

মেয়াদ:
• ন্যূনতম ২৫ বছর;
• কোনো কম্পাউন্ড ক্যালকুলেশন নেই।

* সিটি মানারাহ ইসলামী ব্যাংকিং এর বিনিয়োগ রেট জানতে ক্লিক করুন এখানে

বিস্তারিত তথ্যের জন্য, সিটি মানারাহ ইসলামী ব্যাংকিং শাখায় ৪৭১১৬৬৯৫, ৪৭১১০৭১০, ৪৭১১৬৩৩৫ এ যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button