ব্যাংক গ্রাহকব্যাংকিং

ব্যাংক গ্রাহকের মৃত্যুতে উত্তরাধিকারী ও নমিনী কর্তৃক টাকা উত্তোলনের নিয়ম

ব্যাংকের গ্রাহকের মৃত্যুতে বিপাকে পড়তে হয় উত্তরাধিকারীর পরিবারের সকলকে। ব্যাংক হিসাবে টাকা থাকলেও তা তোলার সঠিক প্রক্রিয়া না জানায় ভোগান্তিতে পড়তে হয় পরিবারের সবাইকে। কিন্তু কিছু কৌশল জানা থাকলে মৃত্য ব্যক্তির উত্তরাধিকারী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনে জটিলতা থাকে না। মৃত ব্যক্তির উত্তরাধিকারী ও নমিনী কর্তৃক হিসাবের টাকা-পয়সা উত্তোলনের করনীয় বিষয়গুলো সকলের জন্য তুলে ধরা হলো-

মৃত ব্যক্তির হিসাব থেকে উত্তরা‌ধিকারী কর্তৃক টাকা উত্তোলন
নিম্নে মৃত ব্যক্তির উত্তরা‌ধিকারী কর্তৃক হিসা‌বের টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তা‌লিকা তুলে ধরা হলো-
১) পৌরসভা/হাসপাতাল কর্তৃক হিসাবধারীর ডেথ সার্টিফিকেট;
২) কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়া‌রি‌সদের তা‌লিকা (সাকসেশান সার্টিফিকেট);
৩) স্টা‌ম্পের উপরে Indemnity ও Surety Bond দেওয়া;
৪) ১ম শ্রেনীর ম্য‌া‌জিস্ট্রেট আদাল‌তে হলফনামা;
৫) সকল ওয়া‌রি‌সের সত্যা‌য়িত ছ‌বি;

৬) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক পরিচিতি পত্র ও স্বাক্ষর সত্যায়ন;
৭) সকল ওয়া‌রিস কর্তৃক একজন‌কে টাকা উত্তোল‌নের জন্য ক্ষমতা প্রদান;
৮) ২০০ টাকা মুল্যের এডহেসিভ (বিশেষ আঠালো যুক্ত) স্টাম্প;
৯) নমিনী কতৃক দরখাস্ত। এই দরখাস্তটি হাতে লিখিত হতে হবে;
১০) নমিনীর ০২ কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি (চেয়ারম্যান/মেয়র কর্তৃক সত্যায়িত);
১১) ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক টাকা উত্তোল‌নের জন্য আবেদন কর‌লে ব্যাংক টাকা দেওয়ার জন্য অফিস নোট তৈরী ক‌রে টাকা প্রদা‌নের ব্যবস্থা কর‌বে।

মৃত ব্যক্তির হিসাব থেকে নমিনী কর্তৃক টাকা উত্তোলন
যখন কোন হিসাবের মালিক মারা যায়, তখন তার নমিনী নিম্নরূপ নিয়ম-কানুন পালন সাপেক্ষে উক্ত হিসেবে টাকা উত্তোলন করতে পারবেন।
১) ওয়ারিশান সনদ পত্রের দরকার নেই,
২) নমিনী টাকা উত্তোলনের জন্য আবেদন করবেন,
৩) মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেট উপস্থাপন করবেন,
৪) নমিনীর দুই কপি সত্যায়িত ছবি,

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

৫) নমিনীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
৬) ব্যাংকের দুজন গ্রাহক বা এলাকার চেয়ারম্যান বা ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক নমিনীকে সত্তায়ন কর‌তে হ‌বে।
৭) ব্যাংকের দুজন গ্রাহকের সাথে যৌথভাবে নমিনী কর্তৃক ইনডেমনিটি প্রদান।
উপরোক্ত নিয়ম কানুন পরিপালন সাপেক্ষে ব্যাংক শাখা নমিনীকে অর্থ প্রদান করতে পারবে।

  • আপনাদের সুবিধার জন্য একটি নমুনা আবেদন ফরম দেয়া হলো। নমুনা ফরম পেতে ক্লিক করুন এখানে

আরও দেখুন:
ব্যাংকে রেখে যাওয়া মৃত ব্যক্তির আমানত কে পাবে?
মৃত ব্যক্তির হিসাবে গচ্ছিত টাকা কে পাবে নমিনী নাকি ওয়ারিশ?
মৃত ব্যক্তির টাকা কে বা কারা পাবেন?
উত্তরাধিকার সনদ কী? উত্তরাধিকার সনদ কীভাবে নেবেন?
ওয়ারিশ সনদ কেন দরকার এবং কিভাবে তুলতে হয়?

৩৬ মন্তব্য

      1. নমিনীর কি দায় পড়ছে এত কষ্ট করে অন্যজনকে বন্টন করতে? তাছাড়া নমিনী জানেও না যে তাকে হিসাবধারী নমিনী করে গেছেন। যদি জানত তাহলে নমিনী রাখতে নিষেধ করতেন হয়ত।

  1. যদি গ্রাহক দেশের বাইরে মৃত্যুবরন করে এবং তাহাকে ওখান থেকে আনা সম্ভব না হলে করনীয় কি, ডেথ সার্টিফিকেট তো দেশের বাইরের। ধরুন আমেরিকা, তাহলে ডেথ সার্টিফিকেটের উপর হাই কমিশন এর এটেস্ট করা লাগবে কিনা একটু জানাবেন??

  2. নমিনির যদি ঐ ব্যাংকে একাউন্ট না থাকে তা হলে বা সে ক্ষেত্রে নমিনির সঙ্গে চুড়ান্ত লেনদেন কি ভাবে শেষ হয়?

  3. প্রভিডেন্ট ফান্ড, বিমা ও গ্রাচুইটির টাকা উত্তোলনের ক্ষমতা মাকে দেওয়া হয়েছে, কিন্তু তার একাউন্ট নেই সেই ব্যাংকে/ সে সাইন করতেও পারেনা, তাহলে টাকা টা কিভাবে পাবে? (সোনালি ব্যাংক)

  4. নমিনি দেয়া থাকলেও হিসাবধারীর মৃত্যুজনিত কারণে আইনগত উত্তরাধিকারীগণ কর্তৃক টাকা উত্তোলনের বিধান আছে কিনা জানাবেন। আর নমিনি পরিবর্তন করতে চাইলে কীভাবে করা যাবে জানালে উপকৃত হবো।

    1. আইনগত উত্তরাধিকারীগণ কর্তৃক টাকা উত্তোলনের বিধান আছে এবং তা নমিনির মাধ্যমে উঠাতে হবে। আর নমিনি পরিবর্তন করতে চাইলে ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে।

  5. গ্রাহক ১ বছর মেয়াদী ১টি স্থায়ী আমানত করল। ১ বছর পর গ্রাহকের স্থায়ী আমানতটি স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের জন্য নবায়িত হতে থাকল। গ্রাহক FDR করার ৪ মাস পরেই মারা গিয়েছেন এবং নমিনি গ্রাহকের মৃত্যুর ১৩ মাস পর ব্যাংকে Payment এর জন্য গেলে নমিনি ১ বছর পূর্ণ হয়ে পরবতী ৩ (স্বয়ক্রিয় নবায়ন) জন্য কর FDR rate পাবে?

    1. নিম্নের লেখাটি দেখুন, ক্লিয়ার বুঝতে পারবেন-
      ব্যাংক হিসাবে নমিনী ও মৃত ব্যক্তির আমানত বা ঋণ হিসাবে সুদারোপ- https://www.bankingnewsbd.com/bank-account-nominee-and-deceased-persons-deposit-or-loan-account-interest/

  6. বাবা একজন একাউন্ট হোল্ডার ছিলেন । তিনি মারা গেছে। মারা যাওয়ার আগে আমার আম্মাকে নমিনি করে দিয়ে গেছে। এখন আমি টাকাটা কিভাবে উত্তোলন করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button