ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিফিনটেক

ইন্ডিয়ান ভিসা ফি প্রদান করুন ইসলামী ব্যাংক সেলফিনের মাধ্যমে

এম এস আকন্দঃ ইন্ডিয়ান ভিসা ফি প্রদান করুন ইসলামী ব্যাংক সেলফিনের মাধ্যমে- সেলফিন (CellFin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি)-এর ডিজিটাল ওয়ালেট সার্ভিস (ভার্চুয়াল ওয়ালেট সেবা)। ব্যাংক অ্যাকাউন্ট/ হিসাব ছাড়াই শুধুমাত্র এনআইডি কার্ড/ জাতীয় পরিচয়পত্র দিয়ে সেলফিন অ্যাকাউন্ট/ হিসাব খোলা যায়। খুব সহজে ও সুবিধাজনক উপায়ে ঘরে বসে ২৪/৭ ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি প্রদানের জন্য ইসলামী ব্যাংকের সার্বজনীন ডিজিটাল চ্যানেল “সেলফিন (CellFin)” হলো সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর ডিজিটাল ব্যাংকিং চ্যানেল সেলফিন (CellFin)-এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে। ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, পর্যটক, চিকিৎসার জন্য ভ্রমনকারী, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা/ কর্মচারী ও জনসাধারণসহ সকলেই এ সুবিধা খুব সহজেই গ্রহণ করতে পারবেন। সেলফিন (CellFin) অ্যাপ-এ লগ ইন করে বিল পেমেন্ট অপশনে গিয়ে ‘ইন্ডিয়ান ভিসা ফি’ মেনুতে প্রবেশ করে প্রয়োজনীয় ডাটা ইনপুট দিয়ে সহজে ও দ্রুততম সময়ে ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি পেমেন্ট করা যাবে।

আরও দেখুন:
◾ ইসলামী ব্যাংক সেলফিন
◾ ইসলামী ব্যাংক সেলফিন (ভিডিও)
◾ ইসলামী ব্যাংকের স্মার্ট ডিজিটাল ব্যাংকিং অ্যাপ
◾ সেলফিনের মাধ্যমে ঘরে বসে আইবিবিএল অ্যাকাউন্ট খুলুন

কারা এই সুবিধা পাবেন
নিম্নোক্ত ব্যক্তি/ প্রতিনিধি/ প্রতিষ্ঠান সমূহ ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি প্রদানের সুবিধা গ্রহন করতে পারবেন-
ক) বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী;
খ) সকল ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠন;
গ) ইসলামী ব্যাংকের শাখায় ডলার এন্ডোর্সমেন্ট সুবিধা গ্রহনকারী গ্রাহক;
ঘ) দেশের সকল ট্রাভেল এজেন্সি;
ঙ) ইন্ডিয়া ভ্রমন করতে ইচ্ছুক সকল পর্যটক, অসুস্থ রোগী, রোগীর সহযোগী।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

সেলফিনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা ফি প্রদান প্রক্রিয়া
সেলফিন (CellFin)-এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি প্রদান প্রক্রিয়া নিম্নে তুলে ধরা হলো-
১. সেলফিন (CellFin)-এ মোবাইল নম্বর ও পিন দিয়ে লগইন করুন;
২. বিল পেমেন্ট অপশনে ক্লিক করুন;
৩. ইন্ডিয়ান ভিসা ফি অপশনে ক্লিক করুন;
৪. IVAC সেন্টার নির্বাচন করুন, ওয়েব ফাইল নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস ইনপুট দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

বিস্তারিত জানতে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি – আইবিবিপিএলসি (Islami Bank Bangladesh PLC – IBBPLC), হেড অফিস: ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ উপ-শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট-এ যোগাযোগ করুন
জিপিও বক্স নম্বর: ২৩৩
✆ কল সেন্টার: ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ)
মোবাইল: +৮৮-০১৭১১-৪৩৫৬৩৮, +৮৮-০১৭১১-৪৩৫৬৩৯
পিএবিএক্স: (+৮৮-০২) ২২৩৩৮৩০৪০, ২২৩৩৮৪৮১৬
টেলিফোন: (+৮৮-০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
টেলেক্স: 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬৪৫৩২, +৮৮-০২-৯৫৬৮৬৩৪
সুইফট: IBBLBDDH
কেবল: ISLAMIBANK
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.islamibankbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button