ইস্টার্ন ব্যাংক পিএলসিকার্ড সার্ভিসক্রেডিট কার্ড

ইবিএল ভিসা বাংলাদেশ এয়ার ফোর্স প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড

ইবিএল ভিসা বাংলাদেশ এয়ার ফোর্স প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডটি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের জন্য একটি বিশেষ ধরনের ক্রেডিট কার্ড।

নির্বাচিত হইবার যোগ্যতা
• বাংলাদেশ এয়ার ফোর্স কার্ডের আবেদন করতে আবেদনকারীকে একজন কর্মকর্তা (পাইলট অফিসার) বা তার উপরের পদের হতে হবে।
• বয়স: আনসিকিউরড কার্ডের জন্য- ২১ থেকে ৬০ বছর এবং সিকিউরড কার্ডের জন্য- ১৮ থেকে ৭০ বছর।
• নূন্যতম আয়: সর্বনিম্ন ক্রেডিট সীমা ১,৫০,০০০ টাকা পেতে সহায়ক আয়।

ইবিএল ভিসা বাংলাদেশ এয়ার ফোর্স প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড এর সুবিধা
• সাধারণ রিভলভিং লোন সুবিধা;
• ১৮টি লেনদেন করে লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড;
• গ্রোসারি স্টোরে ৫% ক্যাশ ব্যাক;
• আড়ং এ ১০% ক্যাশ ব্যাক;
• ২টি পর্যন্ত সাপ্লিমেন্টারী কার্ড ফ্রি;
• আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী স্কাই লাউঞ্চ সুবিধা;
• ইবিএল ওয়ান্ট২বাই;
• ঝুঁকি এসিউর‍্যান্স প্রোগ্রাম;
• গ্রেট ডিসকাউন্ট;
• ইবিএল জিপ সুবিধা; ইবিএল জিপ সুবিধা দেখতে ক্লিক করুন এখানে;
• ইবিএল HiPO সুবিধা;
• কার্ড হারিয়ে গেলে দ্রুত নতুন কার্ড ইস্যু;
• ২৪X৭ কন্ট্যাক্ট সেন্টার;
• সুবিধাজনক পেমেন্ট অপশন-
» শাখা বা ইবিএল ড্রপবক্সে ক্যাশ পেমেন্ট;
» ইবিএল অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধা;
» ইবিএল স্কাইবাকিং/ আই-ব্যাংকিং এর মাধ্যমে প্রদান;
• টার্মস এন্ড কন্ডিশন জানতে ক্লিক করুন এখানে;
• ইবিএল ভিসা বাংলাদেশ এয়ার ফোর্স প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

এছাড়া আরো যে সকল সুবিধা পাওয়া যায়-
১. ফ্রী SMS এলার্ট।
২. ফ্রী Priority Pass সুবিধা।
৩. সারা দেশে ৩০০০+ Discount পার্টনার এবং ইএমআই সুবিধা।
৪. ফ্রী ইন্টারনেট ব্যাংকিং এবং E-Statement সুবিধা।
৫. হযরত শাহ্‌জালাল এবং শাহ্‌-আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী স্কাই লাউঞ্চ সুবিধা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রয়োজনীয় কাগজপত্র
• পূরণকৃত আবেদন ফরম;
• বৈধ পাসপোর্ট;
• জাতীয় ভোটার আইডি কার্ডের কপি;
• টিআইএন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন জমা স্লিপ কপি;
• পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি;
• আবেদনকারী কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত নমিনীর ছবি;
• সম্পূর্ণ সিআইবি ফর্ম;
• সর্বশেষ বেতনের সার্টিফিকেট/ পে স্লিপ;
• সর্বশেষ তিন মাসের ব্যাংক বিবরণী (যাদের বেতন নগদে দেয়া হয় তাদের সর্বশেষ ৬ মাসের ব্যাংক বিবরণী)।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button