সিটি ব্যাংক স্টুডেন্ট ফাইল
উচ্চশিক্ষার জন্য বিদেশে যে কোনও ছাত্র বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে তার ভর্তি/অফারের জন্য সিটি ব্যাংকের শাখায় কিছু কাগজাদি জমা দিতে হবে। সিটি ব্যাংক, সকল কাজগাদি জমা নিয়ে সেই বিশেষ ছাত্রের নামে একটি সিটি স্টুডেন্ট ফাইল খোলে। এর বিশেষ কিছু সুবিধা রয়েছে।
Documents Required (প্রয়োজনীয় কাগজাদি)
• ভর্তির সমর্থনে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক জারি করা চিঠি;
• মার্কিন প্রতিষ্ঠানের জন্য I-20;
• টিউশন ফি এবং থাকার খরচ বিবরণী;
• রিফান্ড নীতি;
• বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট;
• নমিনীর বিবরণ;
• মূল পাসপোর্ট;
• ছাত্রের ছবি।
Eligibility (নির্বাচিত হইবার যোগ্যতা)
• যেকোনও বাংলাদেশী পাসপোর্ট ধারক ছাত্র সিটি স্টুডেন্ট ফাইলের জন্য আবেদন করতে পারবেন;
• সিটি ব্যাংকের সাথে একটি হিসাব থাকতে হবে।
Features (বৈশিষ্ট্য)
• এক দিনে প্রক্রিয়াকরণ;
• দ্রুত এবং নির্ভরযোগ্য;
• কোন লুকানো খরচ নেই;
• বৃহত্তর শাখা নেটওয়ার্ক;
• বনানীতে ডেডিকেটেড স্টুডেন্ট সার্ভিস সেন্টার।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Opening charge (খোলা চার্জ)
• স্টুডেন্ট ফাইল খোলা চার্জ- ৬,৩২৫ টাকা (ভ্যাট সহ);
• স্টুডেন্ট ফাইল নবায়ন চার্জ- ৫,৭৫০ টাকা। (ভ্যাট সহ)।
* ১ বছর পরে নবায়ন করা যেতে পারে।