এজেন্ট ব্যাংকিং

৩৬৫ দিনই খোলা এজেন্ট ব্যাংকিং সেবা

সমাজের প্রান্তিক জনগোষ্ঠী ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকার জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা প্রতিনিয়ত নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য কাজ করে যাচ্ছি।

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের নিমিত্তে দেশজুড়ে আমাদের রয়েছে ৩ হাজার ৭৭১টি আউটলেট। এমনকি ছুটির দিনগুলোতেও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করা সম্ভব, যা শাখাভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় সম্ভব হয় না।

এ ছাড়া আমাদের রয়েছে ১৯৪টি শাখা, ৭৭টি এজেন্ট ব্যাংকিং অফিস এবং ৯৫০টির বেশি ফাস্ট ট্র্যাক, যেখান থেকে এজেন্ট ব্যাংকিং সার্ভিস প্রদান করা হয়। ২০১৯ সাল শেষে এজেন্ট আউটলেটের সংখ্যা ৩ হাজার ৭৭১টি। গ্রাহকসংখ্যা ২০ লাখের বেশি। আমানতের পরিমাণ ১ হাজার ৬০০ কোটির বেশি।

লেখক: আহাম্মেদ আসলাম আল ফেরদৌস, প্রধান, এজেন্ট ব্যাংকিং বিভাগ, ডাচ্‌–বাংলা ব্যাংক

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button