এজেন্ট ব্যাংকিংমার্কেন্টাইল ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক ‘এজেন্ট ব্যাংকিং’

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। বেসরকারী ব্যাংকিং জগতে যে কয়টি ব্যাংক রয়েছে তন্মধ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড অন্যতম। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ১৯৯৯ সালের ২ জুন থেকে এর কার্যক্রম আরম্ভ করে। বর্তমানে রাজধানীসহ সারা দেশে ব্যাংকের ১৪৮টি শাখা এবং নিজস্ব ১৭৩টি এটিএম বুথসহ সুবিশাল নেটওয়ার্ক রয়েছে। সারাদেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর জন্য মার্কেন্টাইল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৫ আগস্ট, ২০১৯ অনুমতি পায়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য দেশের বিচ্ছিন্ন এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীকে একটি বৈধ এজেপি চুক্তির মাধ্যমে নিয়োগকৃত এজেন্ট দ্বারা ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চালু করেছে এজেন্ট ব্যাংকিং।

ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করছে। এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা আঙ্গুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে সহজেই বিভিন্ন ব্যাংক হিসাব ও সঞ্চয় প্রকল্প খোলা, অর্থ জমা ও উত্তোলন, স্থানান্তর ও রেমিটেন্সসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল জমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের বেতন-ভাতা গ্রহণ, মার্চেন্ট পেমেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি প্রদানসহ অন্যান্য সেবাসমূহ পাওয়া যাবে।

এমবিএল এজেন্ট ব্যাংকিং কি?
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে প্রতিটি লেনদেন “বায়োমেট্রিক মেশিন” ব্যবহার করে গ্রাহকের আঙ্গুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে পরিচালনা করা হয়।

এমবিএল এজেন্ট ব্যাংকিং কতটুকু নিরাপদ?
মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং ১০০% নিরাপদ, কারণ এতে গ্রাহকের স্বাক্ষরের পাশাপাশি আঙ্গুলের ছাপ থাকবে। “বায়োমেট্রিক মেশিন” কর্তৃক গ্রাহকের আঙ্গুলের ছাপের সঠিকতা নির্ধারণের পরেই কেবল একাউন্ট এ লেনদেন করা যাবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এমবিএল এজেন্ট ব্যাংকিং এর সেবা
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে নিম্নোক্ত সেবা সমূহ পাওয়া যায়-
✓ চলতি হিসাব খোলা
✓ সঞ্চয়ী হিসাব খোলা
✓ স্টুডেন্ট হিসাব খোলা
✓ চেক বই প্রদান
✓ এটিএম কার্ড সেবা
✓ নগদ টাকা জমাদান/ উত্তোলন
✓ অন্য একাউন্ট-এ টাকা স্থানান্তর
✓ ডিপোজিট প্লাস স্কীম (DPS)
✓ ফিক্সড ডিপোজিট (FDR)
✓ একাউন্ট ব্যালেন্স জানা
✓ বিদেশ হতে বৈধ পথে প্রেরিত অর্থ গ্রহন
✓ ইউটিলিটি বিল প্রদান
✓ প্রিমিয়াম সংগ্রহ এবং
✓ অন্যান্য ব্যাংকিং সেবা।

এমবিএল এজেন্ট ব্যাংকিং একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✓ পুরণকৃত KYC বা একাউন্ট খোলার ফরম (যা মনোনীত এজেন্ট ব্যাংকিং আউটলেট এ পাওয়া যাবে)।
✓ গ্রাহকের ২ কপি ও নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
✓ গ্রাহক ও নমিনিরি জাতীয় পরিচয়পত্র অথবা অন্য যে কোন ছবি সম্বলিত গ্রহণযোগ্য পরিচয়পত্র। (ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট)
✓ প্রতিষ্ঠানের হিসাব খোলার জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি।

এমবিএল এজেন্ট ব্যাংকিং একাউন্ট খুলতে কত টাকা প্রয়োজন?
মাত্র ১০/- (দশ) টাকা জমা দিয়ে একজন গ্রাহক মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর আওতায় বায়োমেট্রিক একাউন্ট খুলতে পারবেন।

গ্রাহক কি এমবিএল এজেন্ট ব্যাংকিং একাউন্টে জমাকৃত টাকার উপর মুনাফা পাবেন?
মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক তাঁর বায়োমেট্রিক সঞ্চয়ী একাউন্টে জমাকৃত টাকার উপর ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্যতম সেরা রেটে মুনাফা পাবেন।

এমবিএল এজেন্ট ব্যাংকিং ডিপোজিট প্লাস স্কীম (DPS) কি?
মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কীম (DPS) হচ্ছে দীর্ঘমেয়াদী সময়ের জন্য টাকা জমানোর একটি অনন্য ব্যবস্থা। গ্রাহক টাকা ২৫০/- থেকে শুরু করে টাকা ৫০০০/- এর গুণিতক যে কোন অংকের উপর ৩, ৫, ৮ ও ১০ বছর মেয়াদী বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কীম (DPS) খুলতে পারবেন। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গ্রাহকের বায়োমেট্রিক একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে কেটে বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কীম (DPS) এ জমা হয়ে যাবে। তাছাড়া মেয়াদ শেষে রয়েছে আকর্ষনীয় মুনাফা। একটি বায়োমেট্রিক একাউন্টের বিপরীতে একাধিক DPS একাউন্ট খোলা যাবে।

এমবিএল এজেন্ট ব্যাংকিং ফিক্সড ডিপোজিট কি?
মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে সর্বনিম্ন ১০,০০০/- টাকা বা তার বেশী পরিমাণ টাকার জন্য ৩ মাস, ৬ মাস বা ১২ মাস মেয়াদী ফিক্সড ডিপোজিট বা FDR করা যায়। বায়োমেট্রিক FDR করার জন্য গ্রাহক তাঁর বায়োমেট্রিক সঞ্চয়ী হিসাবে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে একটি ফরম পূরণ করবেন। বায়োমেট্রিক সঞ্চয়ী হিসাব থেকে টাকা নিয়ে তার FDR টি খোলা হবে। মেয়াদান্তে মুনাফাসহ সমুদয় টাকা গ্রাহকের বায়োমেট্রিক সঞ্চয়ী হিসাবে প্রদান করা হবে। একই বায়োমেট্রিক একাউন্টের বিপরীতে একাধিক FDR করা যায়।

এমবিএল এজেন্ট ব্যাংকিং একাউন্ট ফি ও সার্ভিস চার্জ:
বিবরণগ্রাহক চার্জ
একাউন্ট খোলাফ্রি
এজেন্ট ব্যাংকিং আউটলেট এ টাকা জমাদান (নিজ)ফ্রি
এজেন্ট ব্যাংকিং আউটলেট এ টাকা উত্তোলন (নিজ)ফ্রি
এজেন্ট ব্যাংকিং আউটলেট এ টাকা জমাদান (অন্য).২৫% (সর্বনিম্ন ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
এজেন্ট ব্যাংকিং আউটলেট এ টাকা উত্তোলন (অন্য).২৫% (সর্বনিম্ন ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
MBL শাখায় এজেন্ট ব্যাংকিং এ টাকা জমাদানফ্রি
MBL শাখায় এজেন্ট ব্যাংকিং এ টাকা উত্তোলনফ্রি
নিজ এজেন্ট পয়েন্ট থেকে অন্য এজেন্ট পয়েন্টে ফান্ড ট্রান্সফার.২৫% (সর্বনিম্ন ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
ATM Card বাৎসরিক ফি২০০ টাকা
ATM Card পুনঃ প্রদান ফি২০০ টাকা

এমবিএল এজেন্ট আউটলেট-এ লেনদেন সম্পর্কিত নির্দেশনা
নিম্নে মার্কেন্টাইল ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আউটলেট-এ লেনদেন সম্পর্কিত নির্দেশনাগুলো তুলে ধরা হলো-

টাকা জমা দেওয়ার সময় নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলুনঃ
✓ টাকা জমা দেয়ার পর প্রিন্টেড স্লিপ গ্রহন করুন।
✓ প্রিন্টেড স্লিপে জমাদানকৃত টাকার পরিমান ও একাউন্ট নম্বর মিলিয়ে নিন।
✓ নিজ একাউন্টে জমার ক্ষেত্রে আপনার মোবাইলে এস এম এস নিশ্চিত হয়ে কাউন্টার ত্যাগ করুন।

টাকা উত্তোলনের সময় নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলুনঃ
✓ আপনার আঙ্গুলের ছাপ দেওয়ার পূর্বে মেশিনের স্ক্রিনে টাকার পরিমান ঠিক আছে কি-না তা দেখে নিন।
✓ টাকা গ্রহন করে তা শুনে নিন।
✓ প্রিন্টেড স্লিপ গ্রহন করুন।
✓ প্রিন্টেড স্লিপে উত্তোলনকৃত টাকার পরিমান ও একাউন্ট নম্বর মিলিয়ে নিন।
✓ মোবাইল SMS নিশ্চিত হয়ে কাউন্টার ত্যাগ করুন।
*যে কোন প্রয়োজনে ফোন করুন- ১৬২২৫

✓ এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে ক্লিক করুন এখানে
✓ এজেন্ট ব্যাংকিং আউটলেট দেখতে ক্লিক করুন এখানে

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং বিভাগ
হেড অফিস: ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোন: ৮৮-০২-৯৫৫৯৩৩৩, ৯৫৫৩৮৯২
মোবাইল: ০১৭১১৫৩৫১৬০
ফ্যাক্স: ৮৮-০২-৯৫৬১২১৩

আরও দেখুন:
মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’

বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: [email protected], [email protected]
ওয়েবসাইট: www.mblbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button