ব্যাংক জব সার্কুলারস্ট্যান্ডার্ড ব্যাংক জব সার্কুলার

স্ট্যান্ডার্ড ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) পদে নিয়োগ

বাংলাদেশের বেসরকারি খাতের ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (Standard Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)” পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আগামী ৭ জানুয়ারি, ২০২২ এর মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!

শিক্ষাগত যোগ্যতাঃ
✓ স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
✓ এসএসসি ও এইচএসসি-তে জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ কম্পিউটার দক্ষতা ও ইংরেজিতে ভাল কমান্ড থাকতে হবে।
✓ ৩০ নভেম্বর, ২০২১ তারিখে হিসাবে বয়স ৩০ বছরের বেশি না হওয়া (মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর)।

বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ নির্বাচিত প্রার্থীদের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) হিসেবে নিয়োগ দেয়া হবে।
✓ প্রবেশন পিরিয়ড তথা প্রথম বছর মাসিক বেতন হবে ২৭,০০০ টাকা।
✓ প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পন্ন করার পরে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) হিসেবে ব্যাংকের সকল সুযোগ সুবিধা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
✓ নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের তারিখ থেকে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের জন্য ব্যাংকে সেবাদানের জন্য সিউরিটি বন্ড সই করতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে
✓ স্ট্যান্ডার্ড ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
✓ স্ট্যান্ডার্ড ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।

আবেদনের শেষ তারিখঃ
✓ ০৭ জানুয়ারি, ২০২২।

আরও দেখুন:
◾ বেছে নিন ব্যাংকিং পেশা
◾ ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
◾ প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
◾ এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে

সোর্সঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড

About Standard Bank:
Since its inception in 1999 Standard Bank Limited has been operating as one of the leading third generation private commercial banks in the country with 138 branches. Standard Bank took a paradigm shift and has transformed into a full-fledged Shari’ah Based Islami Bank from January 01, 2021 with a vision to become one of the leading Islami Banks with a work environment that promotes diversity, embraces change and provides leadership opportunities to every team member.

SBL can be your right choice, if you are looking for a career that will give you ample scope to develop and unlock your potential. At SBL employees are valued as Individuals and recognized for contributions they make. To enrich and expand our winning team, Standard Bank Limited plan to recruit “Trainee Assistant Officer (General)” who strive to seek challenge, forward looking, proactive, self-motivated with positive attitude and pleasing personality. Standard Bank Limited welcome you to join this exciting journey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button