প্রফেশনাল কোর্স

সার্টিফাইড শারীয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (CSAA)

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ AAOIFI (The Accounting and Auditing Organization for Islamic Financial Institutions)-এর এডুকেশন পার্টনার হিসেবে AAOIFI প্রণীত CERTIFIED SHARI’AH ADVISER AND AUDITOR (CSAA) কোর্স বাংলাদেশে পরিচালনা করছে।

ভর্তির যোগ্যতা
● স্নাতক/ সমমান (ক্বওমী ডিগ্রিসহ)।

ফেলোশিপ/ কোর্সের বৈশিষ্ট্য
● ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে শরীয়াহ্ অ্যাডভাইজার ও অডিটর হওয়ার সুযোগ।
● কোর্সটি সম্পন্ন করার পর বাংলাদেশের সকল ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিশ্বের ৭৫টি দেশে ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শরীয়াহ্ অ্যাডভাইজার ও অডিটর হওয়ার সুযোগ।
● ইসলামিক ব্যাংকিং প্রফেশনাল, রেগুলেটর, শরীয়াহ্ স্কলার, FCA ও CIPA ফেলোগণের তত্ত্বাবধানে স্টাডি।
● CA, ACCA, CPA (US) & CIPA ডিগ্রির ন্যায় নামের শেষে CSAA যোগ করা যাবে।
● পরীক্ষার সময়: মার্চ, জুলাই ও ডিসেম্বর।
● শিক্ষার মাধ্যম: ইংরেজি বা আরবি।
● পরীক্ষা পদ্ধতি: MCQ & True/ False.
● স্টাডি, রেজিস্ট্রেশন ও এক্সাম ভেন্যু: CSB Training Institute.

রেজিস্ট্রেশন ফি
● সরাসরি AAOIFI-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি: ১,২০০ ইউএস ডলার।
● সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি: ৩৬০ ইউএস ডলার বা ৩২,০০০/ এবং কোচিং ফি ১৩,০০০/- সহ মোট ৪৫,০০০ টাকা।
● সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
*** সর্বশেষ ব্যাচে ৭০% ছাড়ে রেজিস্ট্রেশন চলছে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

AAOIFI
AAOIFI (The Accounting and Auditing Organization for Islamic Financial Institutions) একটি কর্পোরেট, ইসলামী, আন্তর্জাতিক, স্বায়ত্তশাসিত ও অলাভজনক বাহরাইনভিত্তিক সংস্থা। যার প্রধান কাজ হলো: ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স-এর স্ট্যান্ডার্ড (মানদণ্ড) প্রণয়ন করা। এ সকল মানদণ্ড বিশ্বের লিডিং ইসলামিক ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো অনুসরণ করছে। বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং গাইডলাইনে AAOIFI-এর স্ট্যান্ডার্ড অনুসরণের কথা বলা হয়েছে।

যোগাযোগের ঠিকানা
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অফ বাংলাদেশ
ওরিয়েন্টাল ট্রেড সেন্টার (লেভেল-৮ ও ৯), ৬৯/১ পুরানা পল্টন লাইন, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৭৫৩-৫৬২৬০৭
ইমেইল: [email protected]; [email protected]
ওয়েবসাইট: www.csbib.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button