জেনারেল ব্যাংকিং

বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য সমূহ

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক দেশের শিল্প বাণিজ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম অবদান রেখে চলেছে। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য বা ফিচারসমূহ তুলে ধরা হলো-

ক) Organization (সংগঠন)
বাণিজ্যিক ব্যাংক অংশীদারি, যৌথমূলধনী কিংবা সমবায় হিসেবে সংঘটিত হতে পারে।

আরও দেখুন:
◾ ব্যাংক কি বা ব্যাংক কাকে বলে?
◾ বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা
ব্যাংকিং কি বা ব্যাংকিং কাকে বলে?

খ) Loan Business (ঋণের ব্যবসা)
বাণিজ্যিক ব্যাংকগুলোর সাধারণত ঋণের ব্যবসা করে থাকে। অর্থাৎ অর্থের কারবারই এর প্রধান বৈশিষ্ট্য। যদিও ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে তা সম্পূর্ণ উল্টো। এসব ব্যাংক পণ্যের ব্যবসা করে থাকে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

গ) Gain Profit (মুনাফা অর্জন)
মুনাফা অর্জনের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। তবে ইসলামী ব্যাংকগুলো শুধু মুনাফা অর্জনের জন্যই কাজ করে না। সমাজের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য ইসলামী ব্যাংকসমূহ অনেক কাজ করে থাকে।

ঘ) Receiving Deposit (আমানত গ্রহণ)
জনগণের নিকট হতে আমানত গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকের প্রধান ব্যাংকিং কার্যক্রম। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে এই আমানত সংগ্রহ করে।

ঙ) Debt Creation (ঋণ সৃষ্টি)
আমানত দ্বারা ঋণ ও বিনিয়োগ সৃষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। ব্যাংক গ্রাহককে বিভিন্ন ধরনের ঋণ ও বিনিয়োগ দিয়ে থাকে।

চ) Exchange Medium (বিনিময় মাধ্যম)
চেক ইস্যু করে অর্থ লেনদেনের ব্যবস্থা করে থাকে বাণিজ্যিক ব্যাংক

ছ) Short-term Loans (স্বল্পমেয়াদি ঋণ)
মুদ্রা বাজারে স্বল্প মেয়াদের জন্য ঋণ বিতরণ করা বাণিজ্যিক ব্যাংকের একটি অসাধারণ বৈশিষ্ট্য।

জ) Take Risk (ঝুঁকি গ্রহণ)
ঋণের ক্ষেত্রে ঝুঁকি নিয়ে মুনাফা অর্জন করার প্রয়াস পায় বাণিজ্যিক ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button