ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৫৬ ক্যাশ সংক্রান্ত ২
ব্যাংকারদের প্রমোশন VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Cash সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৫৬তম পর্বে।
১৷ প্রশ্ন: মি: শাখায় কি কাজ করেন?
উ: স্যার, Cash Remittance এ কাজ করি৷
২৷ প্রশ্ন: বলেনতো Note কয় প্রকার?
উ: স্যার, Note চার প্রকার৷
৩৷ প্রশ্ন: চার প্রকার Note এর নাম বলতে পারবেন?
উ: জি স্যার পারব, Note গুলি হলো:
১. Non-issuable Note
২. Mutilated Note
৩. Claims Note
৪. Re-issuable Note.
৪৷ প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তবে Non-issuable Note কোনগুলি?
উ: স্যার, Non-issuable Note এর কিছু বৈশিষ্ট্য আছে যেমন:
(i) অত্যাধিক ময়লাযুক্ত নোট
(ii) অল্প মরিচা চিহ্নিত নোট
(iii) নোটের উপর অত্যাধিক লেখা, একাধিক সিল, স্বাক্ষর বা দাগ থাকা
(iv) অল্প রং লাগানো নোট
(v) সামান্য ছেড়া/ ক্ষুদ্র ছিদ্রযুক্ত।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
৫৷ প্রশ্ন: বুঝলাম, তাহলে Mutilated Note কোনগুলি?
উ: স্যার, Mutilated Note গুলি হলো:
(i) ছেঁড়া/ টেপযুক্ত নোট
(ii) দুই খন্ডে খন্ডিত নোট
(iii) বড় ছিদ্রযুক্ত নোট
(iv) নোটের কোন অংশ অনুপস্থিত
(v) তেলযুক্ত নোট।
৬৷ প্রশ্ন: আচ্ছা, তবে বড় ছিদ্র, ক্ষুদ্র ছিদ্র কিভাবে বুঝা যাবে?
উ: স্যার, যদি ছিদ্রটা কোন নোটের মোট আয়তনের ১০% এর কম হয় তবে সেটা বড় ছিদ্র এবং যদি ছিদ্র এর কারণে নোটের কোন নিরাপত্তা বৈশিষ্ট্য নষ্ট না হয় তবে সেটা ক্ষুদ্র ছিদ্র হিসাবে গন্য করা হবে৷
৭৷ প্রশ্ন: তবে Claims Note কোন গুলি?
উ: Claims Note বা দাবিযোগ্য নোট হলো:
(i) দুইয়ের অধিক খন্ডে খন্ডিত
(ii) নোটের ১০% এর বেশি অংশ না থাকা
(iii) আগুনে পোড়া নোট
(iv) অত্যাধিক নরম বা অত্যাধিক মরিচাযুক্ত নোট
(v) নোটে বেশি রং লাগানো।
৮৷ প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তবে বেশি রং নাকি কম রং লাগানো কিভাবে বুঝব?
উ: স্যার, যদি নোটে এমনভাবে রং লাগানো হয় যাতে আসল নোটের বৈশিষ্ট্য যাচাই করতে সমস্যা হয় তবে সেটাকে বেশি রং লাগানো হিসাবে বিবেচিত হবে৷
৯৷ প্রশ্ন: আসল নোটের বৈশিষ্ট্য কি কি?
উ: আসল নোটের বৈশিষ্ট্য হলো:
(i) ইস্যুকারীর অথরিটির নাম
(ii) ইস্যুকারীর স্বাক্ষর
(iii) বাঘের মাথা, শাপলা, মসজিদের, জাতির জনকের ছবি অথবা নোটের পরিমানের জলছাপ থাকা, ইত্যাদি৷
১০৷ প্রশ্ন: আচ্ছা বলেনতো Built-up Note কোন গুলি?
উ: স্যার, যে নোট একাধিক নোটের অংশ জোড়া দিয়ে বানানো হয় সে নোটকে Built-up Note বলে৷
১১৷ প্রশ্ন: Built-up Note কি গ্রহন করা যাবে?
উ: না স্যার, এ ধরনের নোট রাখা দন্ডনীয় অপরাধ, যার কাছে পাওয়া যাবে তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করতে হবে৷
১২৷ প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তাহলে Re-issuable Note কোনগুলি?
উ: স্যার Non-issuable, Mutilated ও Claims Note ছাড়া যে সকল নোট পুন:প্রচলনযোগ্য সেগুলি হলো Re-issueable Note.
১৩৷ প্রশ্ন: আপনাদের শাখায় গ্রাহকদের নিকট থেকে ছেঁড়া, ফাটা এবং ময়লাযুক্ত নোট গ্রহন কর হয়?
উ: জি স্যার, গ্রহন করা হয়৷
১৪৷ প্রশ্ন: কোন নোটের মূল্য সাথে সাথে কাউন্টারেই প্রদান করতে হবে?
উ: সামান্য রং লাগা, ক্ষুদ্র ছিদ্রযুক্ত, সামান্য ছেঁড়া নোটের অথবা একাধিক খন্ডে খন্ডিত নয় এমন নোটের বিনিময় মূল্য সাথে সাথে কাউন্টারে পরিশোধ করতে হবে৷
১৫৷ প্রশ্ন: যদি কেউ কোন টাকা ইচ্ছাকৃত কোন কিছু দিয়ে কেটে দিখন্ডিত করে অথবা ইচ্ছাকৃত ছিড়ে থাকে তবে সে নোট কি ব্যাংক গ্রহন করবে?
উ: না স্যার, এরুপ নোট গ্রহন করা যাবে না৷
১৬৷ প্রশ্ন: যদি কোন নোট দুইয়ের অধিক খন্ডে খন্ডিত হয়, বেশি রং লাগানো, পোড়া তথা Claims Note হয় সে ক্ষেত্রে কি করতে হবে?
উ: স্যার, Claims Note এর বিনিময় মূল্য সাথে সাথে প্রদান করা হয় না, এ ক্ষেত্রে গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ নোটের মূল্য লিখে গ্রহন করতে হবে এবং তা বাংলাদেশ ব্যাংকের নিকট পাঠিয়ে দিতে হবে৷ নোটের মূল্য প্রদানযোগ্য কিনা তা ৮ সপ্তাহের মধ্যে জানা যায়৷
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল।
Carry on thanks.
Welcome.