ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪৮ Spread সংক্রান্ত

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হবে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Spread সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪৮তম পর্বে।

‌১৷ প্রশ্ন: ‌মি. Spread কি?
উত্তর: ব্যাংকের বি‌নি‌য়োগের বিপরী‌তে নেওয়া লা‌ভের ও আমানতের বিপরী‌তে দেওয়া লা‌ভের হারের ব্যবধানকে Spread ব‌লে৷
২৷ প্রশ্ন: বুঝলাম, ত‌বে আমানত ও বি‌নি‌য়ো‌গের বিপরী‌তে বি‌ভিন্ন Product এর লা‌ভের হার বি‌ভিন্ন থা‌কে তাহ‌লে কোন Product এর পার্থক্য‌কে ধ‌রে কাজ কর‌বেন?
উত্তর: শুধু কোন একটা Product কে মূল্যায়ন ক‌রে এটা নির্নয় করা হয় না বরং সকল Product কে Weight ক‌রে যে Weighted Average Rate পাওয়া যা‌বে তার পার্থক্য‌কে Spread Rate ‌হিসা‌বে গন্য করা হ‌বে।

৩৷ প্রশ্ন: বুঝলাম, ত‌বে Weighted Average Rate কিভা‌বে বের করা যায়?
উত্তর: Weighted Average Rate on Deposit বের করার নিয়ম হ‌লো-

Product NameAmountRatePai Profit
ABCD(B×C)
MSS 300 7% 21
MTR 300 7% 21
SND 200 4% 8
MHS 200 6% 12
MSA 500 5% 25
Total 1500 87

Weighted Average Deposit Rate হ‌বে (87÷1500×100)= 5.8%

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
Product NameAmountRatePai Profit
ABCD(B×C)
HPSM 200 12% 24
Murabaha 300 9% 27
Bia Muazzal 200 10% 20
Murabaha (WEIS)200 10% 20
Murabaha TR 500 9% 45
Total 1400 136

Weighted Average Investment Rate হ‌বে (136÷1400×100)= 9.71%
সুতারং Spread Rate হ‌বে (9.71%- 5.80%)= 3.91%

৪৷ প্রশ্ন: Weighted Average Investment হিসাব করার সময় কি সব প্রকার Investment Product এর ম‌ধ্যে আস‌বে?
উত্তর: জি না, যেমন Consumer Items, Credit Card এর Profit এর ম‌ধ্যে আস‌বে না।
৫৷ প্রশ্ন: SME খা‌তে বি‌নি‌য়োগ এর লাভ কি হিসা‌বে আস‌বে?
উত্তর: জি স্যার আস‌বে, সম্প্র‌তি Bangladesh Bank যে Circular দি‌য়ে‌ছে তা‌তে ‌হিসা‌বে আনার ব্যাপা‌রে নি‌র্দেশনা র‌য়ে‌ছে৷
৬৷ প্রশ্ন: বর্তমান Spread Rate কত রাখ‌তে নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে?
উত্তর: বর্তমা‌নে Spread ৪% (চার) রাখার ব্যাপা‌রে নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।
৭: প্রশ্ন: Spread ৪% সংক্রান্ত Circular টা বল‌তে পার‌বেন?
উত্তর: জি পারব, BRPD Circular Letter No- 11, Dated: 12/ 06/2018.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button