ওয়ান ব্যাংক জব সার্কুলার

ওয়ান ব্যাংক এসএমই বিজনেস (SO-SPO) নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ান ব্যাংক এসএমই বিজনেস ডেভেলপমেন্ট (SO-SPO) নিয়োগ বিজ্ঞপ্তি- বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি ব্যাংক হলো ওয়ান ব্যাংক পিএলসি (One Bank PLC)। ব্যাংকটির এসএমই বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে ‘সিনিয়র অফিসার – সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৭ মার্চ, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ সিনিয়র অফিসার – সিনিয়র প্রিন্সিপাল অফিসার
✓ বিভাগ: এসএমই বিজনেস ডেভেলপমেন্ট।
✓ পদ সংখ্যা: ০২টি৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ বিজনেস ডিসিপ্লিন/ মার্কেটিং এ ডিগ্রি ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
✓ সংশ্লিষ্ট ক্ষেত্রে (এসএমই ব্যাংকিং) ৫ বছরের ব্যাংকিং এর অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ চমৎকার আলোচনা এবং বিক্রয় দক্ষতা থাকতে হবে।
✓ এসএমই প্রোডাক্টস এর ভাল জ্ঞান থাকতে হবে।
✓ আইনি যাচাই, ঋণ ডকুমেন্টেশন এবং বন্ধকী পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
✓ ভাল মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ চাপের মধ্যে কাজ করতে সক্ষম হতে হবে।
✓ বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ইতিবাচক মনোভাব থাকতে হবে।
✓ শক্তিশালী আন্তঃব্যক্তিক দক্ষতা এবং দলীয় কাজে দক্ষ হতে হবে।
✓ সক্রিয়, প্রতিশ্রুতিবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে।
✓ শারীরিক সুস্থতা এবং মাঠ পর্যায়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে।
✓ আন্তরিক মনোভাবের সাথে কঠোর পরিশ্রমী হতে হবে।
✓ সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে।
✓ দৃঢ় নৈতিকতা এবং নির্ভরযোগ্যতা থাকতে হবে।
✓ টীম প্লেয়ার হিসেবে কাজ করতে সক্ষম হতে হবে।

বেতন-ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যে কোনো ধরনের প্ররোচনা স্বয়ংক্রিয়ভাবে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৭ মার্চ, ২০২৪।

সোর্সঃ বিডি জবস

About ONE Bank PLC:
ONE Bank PLC (OBPLC) is a 3rd generation public limited commercial bank in the private sector of Bangladesh. It was incorporated in May, 1999 with the registrar of Joint Stock Companies under the Companies Act. 1994. The Bank is pledge-bound to serve the customers and the community with utmost dedication. The prime focus is on efficiency, transparency, precision and motivation with the spirit and conviction to excel as ONE Bank in both value and image. The name `ONE Bank` is derived from the insight and long nourished feelings of the promoters to reach out to the people of all walks of life and progress together towards prosperity in a spirit of oneness. ONE Bank is dedicated in the business line of taking deposits from the public through its various saving schemes and lending the fund in different sectors at a margin. Proper risk assessment and compliance is meticulously followed in selection of asset and liability portfolio.

The bank financing is concentrated in both working capital financing and long term financing. In the industrial sector, the major concentration of the bank is in the textile and RMG sector. With the increased exposure to RMG, the bank has increased its non-funded business substantially. Bank has taken initiative to increase exposure in SME for broadening the access of small entrepreneurs to bank credit. With state of the art technology, ONE Bank PLC has real time on-line banking facility and has launched Visa debit and credit card, ATM facility, E-Banking, Mobile banking etc. A full-fledged Disaster Recovery (DR) centre has been established in Sirajgonj to ensure business continuity of the bank. ONE Bank PLC has introduced a Centralized Loan Administration and Trade Processing centre at Dhaka and Chattogram zone.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

ওয়ান ব্যাংক পিএলসি (ONE Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের ৩য় প্রজন্মের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় ১৯৯৯ সালের মে মাসে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক নিবন্ধিত ব্যাংকিং কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু করে। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত। বর্তমানে ব্যাংকটি রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এসএমই বাংকিং, এটিএম (কার্ড) ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।

বর্তমানে ব্যাংকটির সারাদেশে ১১১টি শাখা, ৪১টি উপ-শাখা, ৭টি ইসলামী ব্যাংকিং উইন্ডো ও ১৭২টি এটিএম বুথ রয়েছে। ওয়ান ব্যাংক পিএলসি এটিএম সুবিধা ও ই-ব্যাংকিং চালুর ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। ব্যাংক ব্যবসায় যাবতীয় ঝুঁকি ব্যবস্থাপনার দিকে ব্যাংকটির দৃষ্টি বিশেষভাবে নিবন্ধ এবং সম্ভাব্য অস্পষ্টতা কিংবা অস্বচ্ছতার ক্ষেত্রেও মূল্যমানের উপর যথাযথ প্রতিফলনে ও হিসাবায়নে ব্যাংকটি বিশেষভাবে যত্নবান। অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকটি মূলত ট্রেডিং ব্যবস্থায় পুঁজি সরবরাহে গুরুত্ব দিয়ে থাকে। পুঁজি সরবরাহ এবং দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান উভয় ক্ষেত্রেই ব্যাংকটি অর্থায়ন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button