ওয়ান ব্যাংক জব সার্কুলার

ওয়ান ব্যাংক পিএলসি (ONE Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের ৩য় প্রজন্মের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় ১৯৯৯ সালের মে মাসে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক নিবন্ধিত ব্যাংকিং কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু করে। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত। বর্তমানে ব্যাংকটি রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এসএমই বাংকিং, এটিএম (কার্ড) ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।

বর্তমানে ব্যাংকটির সারাদেশে ১১১টি শাখা, ৪১টি উপ-শাখা, ৭টি ইসলামী ব্যাংকিং উইন্ডো ও ১৭২টি এটিএম বুথ রয়েছে। ওয়ান ব্যাংক পিএলসি এটিএম সুবিধা ও ই-ব্যাংকিং চালুর ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। ব্যাংক ব্যবসায় যাবতীয় ঝুঁকি ব্যবস্থাপনার দিকে ব্যাংকটির দৃষ্টি বিশেষভাবে নিবন্ধ এবং সম্ভাব্য অস্পষ্টতা কিংবা অস্বচ্ছতার ক্ষেত্রেও মূল্যমানের উপর যথাযথ প্রতিফলনে ও হিসাবায়নে ব্যাংকটি বিশেষভাবে যত্নবান। অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকটি মূলত ট্রেডিং ব্যবস্থায় পুঁজি সরবরাহে গুরুত্ব দিয়ে থাকে। পুঁজি সরবরাহ এবং দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান উভয় ক্ষেত্রেই ব্যাংকটি অর্থায়ন করে থাকে। এই ক্যাটেগরিতে ওয়ান ব্যাংক পিএলসি-তে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ (জব সার্কুলার) তুলে ধরা হয়েছে।

Back to top button