ফিনটেকমিডল্যান্ড ব্যাংক লিমিটেড

মিডল্যান্ড ব্যাংক ঝটপট অ্যাকাউন্ট

ব্যাংকের শাখায় না এমে অ্যাকাউন্ট খুলুন ঝটপট !!! মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইট অথবা এমডিবি মোবাইল অ্যাপ (মিডল্যান্ড অনলাইন) এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ফটো ম্যাচিং করে যে কোন সময় যে কোন স্থানে অ্যাকাউন্ট খুলুন ঝটপট। এমডিবি ঝটপট- এ অ্যাকাউন্ট খুলুন খুব সহজেই এবং উপভোগ করুনঃ সেল্ফ রেজিস্ট্রেশন সুবিধার মাধ্যমে মুহূর্তেই মোবাইল অ্যাপ (মিডল্যান্ড অনলাইন) রেজিস্ট্রেশন- এর সুবিধা।

“মিডল্যান্ড অনলাইন” অ্যাপের সাথে জীবন অনেক সহজ। আর লাইনে অপেক্ষা করতে হবে না বা ব্যাংকে গিয়ে ফর্ম পূরণ করতে হবে না, শুধু আপনার ফোন হাতে নিয়ে “মিডল্যান্ড অনলাইন” অ্যাপ ডাউনলোড করুন অথবা ওয়েবসাইট ভিজিট করে মিডল্যান্ড ই-সেভার সেভিংস অ্যাকাউন্ট খুলুন।

মিডল্যান্ড ব্যাংক ঝটপট এর সুবিধা
মিডল্যান্ড ব্যাংক ঝটপট অ্যাকাউন্ট এর সুবিধা সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ সেল্ফ রেজিস্ট্রেশন সুবিধার মাধ্যমে মুহূর্তেই মোবাইল অ্যাপ (মিডল্যান্ড অনলাইন) রেজিস্ট্রেশন- এর সুবিধা।
✓ তাৎক্ষণিক টাকা লেনদেনের সুবিধা।
✓ প্রথম বছর ডেবিট কার্ড- এর চার্জ ফ্রি।
✓ প্রথম চেক বই ফ্রি।

মিডল্যান্ড ব্যাংক ঝটপট এর গ্রহণযোগ্যতা
✓ বৈধ NID (ন্যাশনাল আইডি কার্ড) সহ যেকোন বাংলাদেশী নাগরিক ঝটপট হিসাব খোলার জন্য বিবেচিত হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

মিডল্যান্ড ব্যাংক ঝটপট রেজিস্ট্রেশন পদ্ধতি
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ঝটপট রেজিস্ট্রেশন পদ্ধতি নিম্নে তুলে ধরা হলো-
✓ গুগল প্লে স্টোর/ অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘মিডল্যান্ড অনলাইন’ (মোবাইল অ্যাপ) ডাউনলোড করে ইনস্টল করুন অথবা মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।
✓ তালিকা থেকে একটি আমানত পণ্য নির্বাচন করুন:
– MDB ই-সেভার (প্রচলিত সেভিংস অ্যাকাউন্ট);
– এমডিবি সালাম ই-সেভার (ইসলামী মুদারাবা অ্যাকাউন্ট)।
✓ এমডিবির সাথে আপনার একটি অ্যাকাউন্ট আছে বা নেই তার ঘোষণা দিন।
✓ সম্ভাব্য মাসিক লেনদেনের পরিমাণ নির্ধারন করুন:
– ১,০০,০০০ টাকা বা তার কম;
– ১,০০,০০০ টাকার বেশি।
✓ আপনার মোবাইল ফোনে পাঠানো OTP (এককালীন পাসওয়ার্ড) ব্যবহার করে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস তালিকাভুক্ত করুন। এই নম্বর এবং ইমেইল নিয়মিত যোগাযোগ এবং MDB ইন্টারনেট ব্যাংকিং “মিডল্যান্ড অনলাইন” সক্রিয়করণের জন্য ব্যবহার হবে।
✓ আপনার NID কার্ডের ছবি তুলুন (সামনে এবং পিছনে উভয় দিকে) এবং আপলোড করুন।
✓ যাচাই হয়ে গেলে সেলফি নিন এবং আপনার ফটোর সাথে ম্যাচ করতে আপলোড করুন৷
✓ অতিরিক্ত তথ্য যেমন- বাবার নাম, মায়ের নাম, যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস এবং পেশা উল্লেখ করতে হবে।
✓ ১২-সংখ্যার ই-টিআইএন আপলোড করুন (যদি থাকে)।
✓ FATCA সম্পর্কিত তথ্য প্রদান করুন।
✓ নমিনির তথ্য প্রদান করুন এবং নমিনির ছবি আপলোড করুন।
✓ নমিনির এনআইডি কার্ড/ পাসপোর্ট/ জন্ম সনদ আপলোড করুন (চেয়ারম্যানের সার্টিফিকেট।- যাচাইকৃত)।
✓ অর্থের উৎস সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করুন (যেমন- বেতনভোগী ব্যক্তির জন্য স্যালারি সার্টিফিকেট এবং ব্যবসায়ীর জন্য ট্রেড লাইসেন্স) আপনি যদি আপনার সম্ভাব্য মাসিক লেনদেনের সীমা ১,০০,০০০ টাকার বেশি সিলেক্ট করেন।
✓ নমুনা স্বাক্ষর আপলোড করুন (NID-এর অনুরূপ স্বাক্ষর প্রাথমিকভাবে গ্রহনীয়)।
✓ প্রয়োজনীয় সকল তথ্য আপলোড করার পরে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
✓ আপনি অ্যাকাউন্ট নম্বর সহ একটি নিশ্চিতকরণ SMS এবং ইমেইল পাবেন।
✓ ঝটপট অ্যাকাউন্ট ওপেন করতে ক্লিক করুন- এখানে

আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.midlandbankbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button