ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)ব্যাংকিং প্রফেশনাল এক্সাম

ডিপ্লোমা তুই কই?

ডিপ্লোমা তুই কই?
তুই যে আমার সোনার হরিণ
প্রমোশনের মই।
তুই যে সোনা-মুক্তো-মানিক
হীরার চেয়ে দামি
তোরে পেতে পাগল হয়ে
সিন্ধু সেঁচি আমি|

তাও যে আমি পাই না তোরে কাছে
যুগ যুগ তাও ঘুরে বেড়াই
তোরই পাছে পাছে।
তোরে ছাড়া সবাই মোরে
বলদ-গাধা কয়
তোর পাছে তাই ঘুরে ঘুরে
করছি জীবন ক্ষয়।

তোরে পেলে আমি নাকি হব সফলকাম
তুই নেই তাই, নেই রে আমার
একটি পয়সা দাম|
তোরে ছাড়া করি আমি
যতই পরিশ্রম
সে সবকিছু বন্ধু নয় রে
মস্তবড় যম।

ডিপ্লোমা তুই জ্বালা
তোরে ছাড়া এ জীবনের
প্রমোশনে তালা।
তোরে নিয়ে ব্যাংক পাড়ায় আজ
যতো হইচই
আমিও খুঁজি পাগল হয়ে
ডিপ্লোমা তুই কই?

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

কার্টেসিঃ বেলাল হোসেন ফকির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button