বিবিধ

কিভাবে Wordpress এ পোষ্ট Create করবেন?

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ আসসালামু আলাইকুম। সবাইকে ব্যাংকিং নিউজ বাংলাদেশ এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে Wordpress এ পোস্ট ক্রিয়েট করতে হয়। কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়।

প্রথমেই আপনার ইউজার নেম অথবা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করুন;
● এরপর নিউ পোস্ট অপশনে ক্লিক করুন;
● তারপর টপ প্যানেল থেকে New ⇨ Post এ ক্লিক করুন;
● অথবা বাম সাইডের এডমিন প্যানেল থেকে Posts ⇨ Add New তে ক্লিক করুন;
● এরপর একটি পোষ্ট বক্স আসবে;

● এখানে বলে নেই যে, ওয়ার্ডপ্রেস এর পোস্ট create এর সময় সাধারনত দুইটি পদ্ধতিতে পোষ্ট লেখা যায় একটি হচ্ছে Text মোড যা সাধারণত Normal বা Encoding দিয়ে লেখা হয়;
● আর অন্যটি Visual মোড যা থেকে পোস্ট করা সহজ; কারণ Visual মোডে লেখা Bold, Italic, Underline, Justify ইত্যাদি সহজেই করা যায়;
● এখানে প্রথমেই Enter title here এ আপনার লেখার টাইটেলটি দিবেন;
● তারপর পোস্ট বক্স এ আপনার লেখাটি পেস্ট করুন অথবা পোস্ট বক্স এ আপনার লেখাটি লিখুন;

● তারপর ডান সাইটে Category থেকে আপনার লেখা সংশ্লিষ্ট যে কোন একটি ক্যাটাগরি সিলেক্ট করুন;
● তারপর ডান সাইটে Tag থেকে আপনার লেখা সংশ্লিষ্ট যে কোন কয়েকটি Tag টাইপ করুন, Tag গুলো কমা দিয়ে সেপারেট করুন;
● এরপর SEO Title Box এ আপনার লেখার টাইটেলটি দিবেন;
● এরপর ডিসক্রিপশন এর ঘরে আপনার লেখা সংশ্লিষ্ট একটি সংক্ষিপ্ত ডিসক্রিপশন দিন;
● তারপর Keyword এর ঘরে Tag গুলো এখানেও দিয়ে দিন;

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

● এরপর ডান সাইডে ফিচার ইমেজ এ ক্লিক করুন আপনার লেখা সংশ্লিষ্ট একটি ইমেজ যদি এখানে থাকে তাহলে আপনি এখান থেকে খুজে বের করে এড করতে পারেন অথবা আপনি যদি নতুন ইমেজ এড করতে চান তাহলে আপনার ফাইল থেকে Select Files এ ক্লিক করে ইমেজ আপলোড করতে পারেন;
● এরপর আপনার লেখাটি ডান সাইডে অবস্থিত Save Draft এ ক্লিক করে ড্রাফট হিসেবে সেভ করুন বা Publish এ ক্লিক করে লেখাটি পাবলিশ করুন।
● এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখুন বা কমেন্ট করুন।


ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button