ইবিএল আরএফসিডি অ্যাকাউন্ট

ইবিএল আরএফসিডি নিবাসী বাংলাদেশীদের জন্য একটি আমানত অ্যাকাউন্ট যা বিদেশ থেকে দেশে ফেরার পর খোলা যাবে। শুধুমাত্র নিবাসী বাংলাদেশীরা এই অ্যাকাউন্ট খুলতে পারে।
নির্বাচিত হইবার যোগ্যতা
• বাংলাদেশে বসবাসকারী ব্যক্তি বিদেশ থেকে দেশে ফেরার সাথে সাথে আরএফসিডি অ্যাকাউন্ট খুলতে পারে।
• বয়স নূন্যতম ১৮ বছর।
• নূন্যতম প্রাথমিক আমানত ৫০০ ইউএসডি/৩৫০ জিবিপি/৫০০ ইউরো।
প্রয়োজনীয় কাগজপত্র
• সম্পূর্ণ আবেদন ফর্ম পূরণ।
• আমানতকারীর কাছ থেকে ফেরতের তারিখ এবং বৈদেশিক মুদ্রার পরিমাণ উল্লেখ করে একটি লিখিত ঘোষণা।
• আমানত পরিমাণ ৫,০০০ ডলারের বেশি হলে FMJ ফর্ম পূরণ।
• পাসপোর্টে অভিবাসন আগমন স্ট্যাম্পের সাথে বাংলাদেশী পাসপোর্টের অনুলিপি ও স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টেশন।
হিসাবের মূল বৈশিষ্ট্য
• ইউএসডি, জিবিপি, ইউরো হিসেবে হিসাব খোলা যায়।
• আকর্ষণীয় সুদের হার।
• বাংলাদেশী মুদ্রায় অ্যাকাউন্ট থেকে নগদ উত্তোলন সুবিধা।
• গ্লোবাল ভিসা ডেবিট কার্ড সুবিধা।
• ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
• এই অ্যাকাউন্টে জমাকৃত বিদেশী মুদ্রা টাকায় অবাধে রূপান্তরযোগ্য।
• ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশী মুদ্রা সহজেই বিদেশে পাঠানো যায়।
• কোনও অভ্যন্তরীণ রেমিট্যান্স এই ধরনের অ্যাকাউন্টে অনুমোদিত নয়।
• বাংলাদেশে ফিরে আসার পরে যে কোনও সময়ে এই অ্যাকাউন্টে ৫,০০০ মার্কিন ডলার বা তার সমতুল্য জমা দেয়া যাবে।
• ৫,০০০ মার্কিন ডলারের বেশি বা তার সমতুল্য FMJ ফর্মে কাস্টমস কর্তৃপক্ষের ঘোষণার সাথে ৩০ দিনের মধ্যে এই অ্যাকাউন্টে জমা দিতে হবে।
• ইওডি ব্যালেন্স ১,০০০ ডলার বা ৫০০ জিবিপি এর উপরে থাকলে সুদ পাওয়া যাবে।
• কোন লেজার ফি নেই।
• কার্ড ব্যবহার/ফি/নিয়মাবলী ইবিএল কার্ডের শর্তাবলী অনুযায়ী হবে। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ info@ebl.com.bd