সাম্প্রতিক ব্যাংক নিউজ

ঢাকা ব্যাংকের ই-ঋণ সেবা চালু

ঢাকা ব্যাংক এন্ড টু এন্ড ডিজিটাল লোন অ্যাপ ‘ঢাকা ব্যাংক ই-ঋণ’ চালু করেছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক এবং টেকনোলজি পার্টনার ক্যাশ অ্যালায়েন্সের চেয়ারম্যান সৈয়দ আলী জোহের রিজভী ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

ই-ঋণ অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারবেন এবং একটি ব্যাংকিং কার্যদিবসে আবেদন করার ২ ঘণ্টার মধ্যে ঋণটি তাঁর অ্যাকাউন্টে বিতরণ করা হবে। গ্রাহক ব্যাংকে কোনো নথি জমা না দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঋণের জন্য আবেদন করতে পারবেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান দীপক হাজারীলাল সালুজা, পরিচালক লুৎফে মাওলা আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button