ব্যাংকিং প্রফেশনাল এক্সাম

‘ব্যাংকিং ডিপ্লোমা’ পরীক্ষার প্রাসঙ্গিকতা ও গ্রহণেযোগ্যতা

অমিতাভ বড়ুয়াঃ আর্থিক খাতে আধুনিক যুগের চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য শিক্ষণ, প্রশিক্ষণ প্রভৃতির মাধ্যমে মানব সম্পদের পেশাগত উন্নয়ন এর উদ্দেশ্যে ১৯৭৩ সালে Societies Registration Act, 1860 এর অধীনে প্রতিষ্ঠিত The Institute of Bankers, Bangladesh (IBB) এর Vision Statement এ বলা হয়েছে আর্থিক খাতের কর্মীদের আন্তর্জাতিক মানে উন্নীত করণের কথা।

এক মহত উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও চরম ব্যর্থতায় পর্যবসিত এ প্রতিষ্ঠানটি কিভাবে কিভাবে যেন দশকের পর দশক টিকে আছে। সম্প্রতি IBB এর উল্লেখযোগ্য একমাত্র কার্যক্রম ‘ব্যাংকিং ডিপ্লোমা’ পরীক্ষার প্রাসঙ্গিকতা ও গ্রহণেযোগ্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন উত্থাপিত হওয়ায় ব্যাংকারদের মধ্যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ প্রকাশ পেতে শুরু করেছে।

আরও দেখুন:
◾ ৯২তম (গ্রীষ্মকালীন) ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, জুলাই-আগস্ট ২০২১
◾ সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
◾ ৯২তম (গ্রীষ্মকালীন) ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সময়সূচী, জুলাই-আগস্ট ২০২১
◾ আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে
◾ আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা মার্কশিট উত্তোলন করবেন যেভাবে

আর্থিক খাত সংশ্লিষ্ট সকলেই অবগত আছেন যে ‘ব্যাংকিং ডিপ্লোমা’ পরীক্ষা সম্পূর্ণভাবে সৃজনশীলতা বা innovation বিবর্জিত একটি মান্ধাতার আমলের প্রক্রিয়ায় নেওয়া পরীক্ষা যা এই পরীক্ষার সার্টিফিকেট প্রার্থীদের জন্য বিরাট একটি বোঝাস্বরূপ। ডিপ্লোমা নামে খ্যাত হলেও এখানে কোন শিক্ষণ, প্রশিক্ষণ এর ব্যাপার নেই, আছে পরীক্ষা পদ্ধতির ত্রুটির ওপর নির্ভরশীল হয়ে কিছু প্রাইভেট কোচিং ও পুস্তকের বাণিজ্য।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আর্থিকখাতে প্রায় সকল ব্যাকগ্রাউন্ড থেকে আসা কর্মীদের কাছ থেকে মূলত ব্যবসায় শিক্ষা পটভূমির বিষয়গুলোর ওপর পরীক্ষা নেয়া পরীক্ষার্থীদের জন্য প্রকট বৈষম্যমূলক। উপরন্তু, বিশ্ববিদ্যালয় হতে MBA পাশ করা একজন ব্যাংক কর্মকর্তা যখন “ব্যাংকিং ডিপ্লোমা” পাশ করতে গলদঘর্ম হন তখন পরীক্ষা পদ্ধতি নিয়ে উপহাস করা থামানো যায় না।

এছাড়া, সারা দেশজুড়ে নির্ধারণকৃত স্বল্প সংখ্যক পরীক্ষা কেন্দ্রের কারণে সকল কর্মীদের অংশগ্রহণের সুবিধা একই নয়। বিশেষত, গ্রামীণ শাখাগুলোতে কর্মরত মহিলা কর্মীদের ছুটির দিনে দূরান্তে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করাটাই প্রকারান্তে শাস্তিস্বরূপ। সমালোচনা করতে গেলে বিচ্ছিন্নভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা, তীব্রমাত্রায় পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বণের প্রবণতা, উত্তরপত্র মূল্যায়নের মান, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত কেন্দ্রগুলোয় পরীক্ষায় পাশের হারে ধারাবাহিক ভিন্নতা প্রভৃতিসহ বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত হওয়ার দু:খজনক প্রসঙ্গগুলো টেনে আনতে হয়।

যাহোক, সময় এসেছে সবকিছু ঢেলে নতুন করে সাজাবার। IBB যদি প্রাসংগিক এবং অপরিহার্য হয়ে থাকে তবে আর্থিকখাতের কর্মীদের সত্যিকার অথে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে হলে IBB কে পুরাতন ধ্যানধারণা ঝেড়ে নতুন নতুন কার্যক্রম শুরু করতে হবে। উদাহরণস্বরূপ, আমাদের দেশের ব্যাংকাররা প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে CDCS, CeMAP, CITF প্রভৃতি আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে। প্রতিনিয়ত পরিবতনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে এসব পরীক্ষার মেয়াদও সংক্ষিপ্ত।

অথচ, দেশের আভ্যন্তরীণভাবে যোগ্যতা মূল্যায়নের জন্য এসব পরীক্ষা কম খরচে আমরা দেশেই গ্রহণ করতে পারি। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এর পাশাপাশি এসব পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানচর্চা বৃদ্ধি পাবে। IBB হতে পারে এসব কর্মকান্ড পরিচালনার জন্য আদর্শ প্রতিষ্ঠান। আন্তর্জাতিকভাবে পরিচালিত অনেক প্রতিষ্ঠান আছে যারা শুধু পরীক্ষাই নেয় এবং সংশ্লিষ্ট পরীক্ষা নিয়েই তারা ব্যাপক গবেষণা পরিচালনা করে।

তাদের পরীক্ষার ফলাফল খুব কমই প্রশ্নবিদ্ধ হয় এবং আন্তর্জাতিকভাবে সর্বজনস্বীকৃত। একমাত্র পরীক্ষার মান বিভিন্ন বছর এবং বিভিন্ন দেশ সাপেক্ষে একই বলেই IELTS, TOEFL প্রভৃতি পরীক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ একপ্রকার অপরিহার্য বলে স্বীকৃত, তথাপি অনেক ধরণের ব্যতিক্রমও রয়েছে। সেস্থলে, এত প্রশ্নবিদ্ধ পরীক্ষা সত্ত্বেও চাকুরীতে প্রমোশনের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার অপরিহার্যতা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের সাথে প্রহসন বা ব্ল্যাকমেইলিং ছাড়া কিছুই নয়।

The Institute of Bankers, Bangladesh (IBB) এর জন্য ‍শুভকামনা রইল। গৌরবোজ্জ্বল, পুনরুজ্জীবিত IBB এর অপেক্ষায় আমরা সবাই তাকিয়ে।

লেখকঃ অমিতাভ বড়ুয়া, সিনিয়র অফিসার, রূপালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে বিভিন্ন লেখা সমূহ
ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে বিভিন্ন লেখা সমূহ পড়তে নিম্নের লিংক গুলোতে ক্লিক করুন-

পরীক্ষার রাজ্যে আরও একটি অপেক্ষার প্রহর

পরীক্ষার রাজ্যে আরও একটি অপেক্ষার প্রহর

অনজন কুমার রায়ঃ পরীক্ষায় না বসার ইচ্ছাটাই বেশি ছিল বলে আগেও পরীক্ষা নামক সৃজনশীলতা (সৃজনশীলতা এ জন্যেই বলেছি যে, বিজ্ঞানের ...
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসা উচিৎ

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসা উচিৎ

আল ইমরানঃ ব্যাংকারদের জন্য ব্যাংকিং ডিপ্লোমা খুব গুরুত্ববহন করে। আমাদের প্রমোশনের জন্য JAIBB এর সার্টিফিকেটে ৩ পয়েন্ট এবং DAIBB সার্টিফিকেটে ...
ব্যাংকিং ডিপ্লোমা বর্তমানে ব্যাংকারদের জন্য কতটুকু কার্যকরী

ব্যাংকিং ডিপ্লোমা বর্তমানে ব্যাংকারদের জন্য কতটুকু কার্যকরী

মুহাম্মদ আমিনুল ইসলামঃ বাংলাদেশ ব্যাংক গত ১৩ অক্টোবর দেশে বিদ্যমান ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তাদের পদোন্নতির নীতিমালায় ব্যাংকিং ডিপ্লোমা, ১ম পর্ব ...
ব্যাংকিং ডিপ্লোমা প্রস্তুতি নিবেন যেভাবে

ব্যাংকিং ডিপ্লোমা প্রস্তুতি নিবেন যেভাবে

নাজমুল হুদাঃ ব্যাংকিং ডিপ্লোমা প্রস্তুতি নিবেন যেভাবে- যে বিষয়েই স্নাতক সম্পন্ন করেন না কেন ব্যাংকিং ক্যারিয়ারে কাঙ্ক্ষিত পদোন্নতি, আর্থিক প্রণোদনা বা ...
Banking Diploma vs Promotion

Banking Diploma vs Promotion

GM Sorwar Biswas: The subject of the banking diploma is that the man rode away on horse back, and after ...
প্রমোশনে ব্যাংকিং ডিপ্লোমার শর্ত বাতিলের আলোচনা

প্রমোশনে ব্যাংকিং ডিপ্লোমার শর্ত বাতিলের আলোচনা

ব্যাংকের কর্মীদের প্রমোশনে শর্ত হিসেবে ব্যাংকিং ডিপ্লোমা পাসের বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে। এতে দক্ষ ব্যাংককর্মীদের প্রমোশনের জন্য ডিপ্লোমা পাসের ...
ব্যাংকিং ডিপ্লোমার ১০ টিপস: যেভাবে নেবেন প্রস্তুতি

ব্যাংকিং ডিপ্লোমার ১০ টিপস: যেভাবে নেবেন প্রস্তুতি

মিজানুর রহমানঃ ব্যাংকিং ডিপ্লোমা একটি প্রফেশনাল কোর্স। ব্যাংকিং সেক্টরকে যারা ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, তাদের জন্য ব্যাংকিং ডিপ্লোমা পাস করা অত্যন্ত ...
ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে কিছু কথা

ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে কিছু কথা

একজন ব্যাংকারের একাউন্টিং, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন ল এন্ড প্রাকটিস অব ব্যাংকিং ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। যা আপনার ...
আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সময় পরিবর্তন করা হোক

আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সময় পরিবর্তন করা হোক

জুন এবং ডিসেম্বর হলো ব্যাংক ক্লোজিং এর মাস। প্রায় প্রত্যেক ব্যাংকারেরই এই মাসগুলোতে অনেক দেরী করে অফিস থেকে বের হতে ...
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিছু কথা

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিছু কথা

বাংলাদেশের ভয়াবহ এক ব্যাধির নাম প্রশ্নপত্র ফাঁস। শুনলাম গতকাল শুক্রবার ব্যাংক কর্মকর্তাদের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। বৃহস্পতিবারই এই ...
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা নিয়ে ব্যাংকারদের মন্তব্য সমূহ

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা নিয়ে ব্যাংকারদের মন্তব্য সমূহ

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রশ্ন ফাঁস ও এর পরীক্ষা পদ্ধতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় চলছে। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার পদ্ধতির পরিবর্তন ...
ব্যাংকিং ডিপ্লোমা কি ব্যাংকারদের পেশাগত মান বাড়াচ্ছে?

ব্যাংকিং ডিপ্লোমা কি ব্যাংকারদের পেশাগত মান বাড়াচ্ছে?

পেশাগত এক্সাম এমন হতে হবে যেটার সিলেবাস ও প্রশ্ন হবে বাস্তব সম্মত, পরিক্ষক থাকবে চাপমুক্ত (কত % পাস করাতে হবে, ...
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন করা হোক

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন করা হোক

যে ব্যাংকার দক্ষ তিনি ব্যক্তি হিসেবেই নি:সন্দেহে দক্ষ মানুষ। ব্যাংকিং ডিপ্লোমা পাশ করে কেউ নতুন করে দক্ষ হবে না বা ...
ব্যাংকিং ক্যারিয়ারে এগিয়ে রাখবে ব্যাংকিং ডিপ্লোমা

ব্যাংকিং ক্যারিয়ারে এগিয়ে রাখবে ব্যাংকিং ডিপ্লোমা

Banking Diploma ব্যাংকারদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। যা ব্যাংকারদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যাংকারদের প্রমোশনে এর ...
লাগামহীন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা

লাগামহীন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা

জন্মই আমার আজন্ম পাপ! ব্যাংকারদের জন্য এই কথা পুরোপুরি সঠিক। কারণ এই ব্যাংকাররা - ১. বাংলাদেশের সব থেকে প্রতিযোগিতাপূর্ণ চাকুরীর ...
ব্যাংকিং ডিপ্লোমা আর পাশ হয়না

ব্যাংকিং ডিপ্লোমা আর পাশ হয়না

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা নিয়ে শেষ পর্যন্ত কিছু না লিখে পাড়লাম না! ২০১০ সালে ব্যাংক এ জয়েন করার পর কিছু বুঝে ...
ব্যাংকিং ডিপ্লোমা (রম্য ছড়া)

ব্যাংকিং ডিপ্লোমা (রম্য ছড়া)

ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) ব্যাংকারদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। যা ব্যাংকারদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যাংকারদের ...
ডিপ্লোমা তুই কই?

ডিপ্লোমা তুই কই?

ডিপ্লোমা তুই কই? তুই যে আমার সোনার হরিণ প্রমোশনের মই। তুই যে সোনা-মুক্তো-মানিক হীরার চেয়ে দামি তোরে পেতে পাগল হয়ে ...
ব্যাংকিং ডিপ্লোমার মাধ্যমে ব্যাংকারদের যোগ্যতা যাচাই কতটুকু?

ব্যাংকিং ডিপ্লোমার মাধ্যমে ব্যাংকারদের যোগ্যতা যাচাই কতটুকু?

দূর দূরান্ত হতে ছুটে আসছে ব্যাংকারগন। কেউ ভোর রাতে, কেউ ভোরবেলা রওনা হয়েছেন। অধিকাংশ ব্যাংকার সকালের নাস্তা সারছেন ফুটপাতে। বিস্কুট/কেক/কলা/চা ...
ব্যাংকসমূহের সিনিয়র ম্যানেজমেন্ট এর দৃষ্টি আকর্ষণ

ব্যাংকসমূহের সিনিয়র ম্যানেজমেন্ট এর দৃষ্টি আকর্ষণ

ব্যাংকসমূহের সিনিয়র ম্যানেজমেন্ট এর দৃষ্টি আকর্ষণ করে বলছি- আপনারা কখনো ভেবে দেখেছেন কি? আপনাদের প্রতিষ্ঠানের এই ছেলে-মেয়েগুলো তাদের শিক্ষাজীবনে কত ...
ব্যাংকিং ডিপ্লোমা বিষয়ক কতিপয় জিজ্ঞাসা

ব্যাংকিং ডিপ্লোমা বিষয়ক কতিপয় জিজ্ঞাসা

Banking Diploma ব্যাংকারদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। যা ব্যাংকারদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যাংকারদের প্রমোশনে এর ...
ব্যাংকিং ডিপ্লোমা একটি আবেদন আর কিছু প্রস্তাবনা

ব্যাংকিং ডিপ্লোমা একটি আবেদন আর কিছু প্রস্তাবনা

ইনষ্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর পরীক্ষক হিসাবে খাতা দেখার সময় সংশ্লিষ্ট চাকুরীজীবি পরীক্ষার্থী তার খাতার লেখালিখির শেষ ভাগে এ ...
আইবিবিকে ঢেলে সাজানো হোক

আইবিবিকে ঢেলে সাজানো হোক

আমরা জানি JAIBB এবং DAIBB ব্যাংকারদের একমাত্র প্রতিষ্ঠানিক সনদ। এ হিসাবে এটা আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। আমরা নিজস্ব প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ...
আইবিবি এর ব্যাংকিং ডিপ্লোমা ও কিছু প্রস্তাবনা

আইবিবি এর ব্যাংকিং ডিপ্লোমা ও কিছু প্রস্তাবনা

গত কিছু দিন আগে আইবিবি এর ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার রেজাল্ট দিল, যারা পাশ করলেন, তদের অভিনন্দন, যারা পাশ করেননি, তাদের ...
আইবিবির সার্টিফিকেট উত্তোলন সংক্রান্ত ঘোষণা

আইবিবির সার্টিফিকেট উত্তোলন সংক্রান্ত ঘোষণা

দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রভিশনাল সার্টিফিকেট/ মার্কশীট/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট ইত্যাদি উত্তোলন সংক্রান্ত বিজ্ঞপ্তি ...
ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা নম্বর বাধ্যতামূলক

ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা নম্বর বাধ্যতামূলক

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার জন্য নির্দিষ্ট নম্বর রাখা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো কর্মকর্তা ডিপ্লোমা কোর্স করলে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button