ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (ডিআইবি) রেজিস্ট্রেশন করবেন যেভাবে
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে Diploma in Islamic Banking (DIB) তে ফরম ফিল আপ বা রেজিষ্ট্রেশন করতে হয়।
* প্রথমেই এই লিংকে ক্লিক করুন
* এরপর যে পেজ আসবে-
* এই পেজের ডান দিকে তীর চিহ্নিত New Registration এ ক্লিক করুন।
* তারপর আর একটি পেজ আসবে-
* এই পেজটি ফিল আপ করুন। এখানে যা যা লাগবে তা হলো-
১. ইউজার নেম (ইমেইল)
২. পাসওয়ার্ড
৩. নাম
৪. পিতার নাম
৫. পদবি
৬. শিক্ষাগত যোগ্যতা
৭. লিঙ্গ
৮. আপনার প্রতিষ্ঠানের নাম (লিষ্টে থাকলে সিলেক্ট করুন, না থাকলে নিচের ঘরে লিখে দিন)।
৯. অফিসিয়াল আইডি
১০. মোবাইল নম্বর
১১. অফিসের ঠিকানা
১২. স্থায়ী ঠিকানা
১৩. জেলা
১৪. জন্ম তারিখ
১৫. সিক্রেট ইমেজ
* সকল তথ্য সঠিক থাকলে সাবমিট দিন।
* বাম সাইড থেকে Login এ ক্লিক করুন, একটি পেজ আসবে।
* এই পেজে User Name, Password ও Secret Image দিয়ে লগিন করুন।
* এরপর একটি Instructions আসবে।
* Instructions টা ভালো করে নিন।
* আপনি প্রথমবার পরীক্ষার্থী হলে বাম সাইড থেকে DIB Application তারপর Application for New Candidate এ ক্লিক করুন।
* প্রথমবার আপনাকে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা সহ প্রত্যেক বিষয়ের জন্য ৩০০ টাকা দিতে হবে। ডান সাইডে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে চান টিক দিয়ে সিলেক্ট করুন, এরপর পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করে এম ক্যাশ ট্রানজেকশন আইডি দিয়ে অ্যাপ্লাই করুন।
* এরপর কনফার্মেশন মেসেজ পাবেন।
* এরপর বাম সাইড থেকে DIB Application তারপর Print Application এ ক্লিক করে প্রিন্ট করুন।
* সবশেষে আপনার ও আপনার প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর করে IBTRA তে পাঠিয়ে দিন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
* ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং ম্যানুয়াল পেতে ক্লিক করুন এখানে
* এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
আজ এ পর্যন্ত। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।
* ভিডিও টিউটোরিয়াল