প্রাইমারি শেয়ার মার্কেট এবং সেকেন্ডারি শেয়ার মার্কেটের পার্থক্য কি?
আজকের বিষয় প্রাইমারি শেয়ার মার্কেট এবং সেকেন্ডারি শেয়ার মার্কেটের পার্থক্য কী? দেশের শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে আপনি দুইভাবে করতে পারেন। এক প্রাইমারি শেয়ার বাজার বা প্রাথমিক শেয়ার বাজারের মাধ্যমে এবং দুই সেকেন্ডারি শেয়ার বাজারের মাধ্যমে। নিম্নে প্রাইমারি শেয়ার মার্কেট এবং সেকেন্ডারি শেয়ার মার্কেটের পার্থক্য তুলে ধরা হলো-
❏ প্রথমত, একটি প্রাইমারী মার্কেটে ফ্রেশ শেয়ার ইস্যু করা হয় এবং একটি সেকেন্ডারি মার্কেটে বিদ্যমান শেয়ার ট্রেড করা হয়।
❏ দ্বিতীয়ত, ইস্যু করা শেয়ার থেকে প্রাপ্ত অর্থ প্রাইমারী শেয়ার মার্কেটের কাছে যায়। অন্যদিকে, সেকেন্ডারি শেয়ার মার্কেটে ক্রেতা শেয়ার ক্রয় করে এবং বিক্রেতারা অর্থ উপার্জন করে। সেকেন্ডারি মার্কেটে কোম্পানি কোন অর্থ পায় না।
❏ তৃতীয়ত, প্রাথমিক বাজারে একই দামে সিকিউরিটিজ জারি করা হয় এবং সেকেন্ডারি মার্কেটে বাজার দরে সিকিউরিটিজগুলি বিনিময় করা হয়।