ব্যাংকিং

কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের মুরুব্বী

কেন্দ্রীয় ব্যাংক যেকোনো দেশের একক ও সর্বপ্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান, যা মুদ্রাবাজারে অভিভাবক হিসেবে এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার পরিমাণ ও ঋণের যথাযথ মূল্যায়নের মাধ্যমে মুদ্রা ও ঋণের বাজার নিয়ন্ত্রণ করে দেশের মুদ্রাবাজার ও মূল্যস্তর স্থিতিশীল রাখে।

এ ছাড়া মুদ্রাবাজারের সদস্য ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে গড়ে ওঠা ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে আদেশ-নির্দেশ ও পরামর্শ দিয়ে থাকে। তাদের আর্থিক সংকটের সময় ও কেন্দ্রীয় ব্যাংক অর্থের সংস্থান করে। ওপরের আলোচনা হতে স্পষ্টত বলা যায় যে মুদ্রাবাজারে একচ্ছত্র অধিপতি ও মুরব্বি হলো কেন্দ্রীয় ব্যাংক।

নিম্নোক্ত কারণসমূহের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে-
১. কেন্দ্রীয় ব্যাংক দেশে নোট ও মুদ্রার প্রচলন করে;
২. কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার সরবরাহ ও মুদ্রার মান বজায় রাখে;
৩. ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রা সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখে;
৪. বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে;
৫. কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণের মাধ্যমে দেশী মুদ্রার মান রক্ষা করে থাকে;
৬. মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে;
৭. তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে;
৮. দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে;
৯. দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে;
১০. দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে; ও
১১. মুদ্রা বাজার সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button