ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪৬ ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা সংক্রান্ত

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হবে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪৬তম পর্বে।

১। ব্যাংক কাকে বলে?
উত্তর: ব্যাংক হলো মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা রাখে এবং এদের ঋণদান করে।
২। চেইন ব্যাংকিং কি?
উত্তর: প্রতিযোগিতা এড়ানোর লক্ষ্যে একাধিক ব্যাংক যখন নিজেদের পৃথক সত্ত্বা বজায় রেখে যৌথ মালিকানার অধীনে সংগঠন গড়ে তোলে তখন তাকে চেইন ব্যাংকিং বলে।
৩। তারল্য কি?
উত্তর: ব্যাংকে আমানতকারীদের তাৎক্ষনিক চাহিদা মেটানোর জন্য যে অর্থ নগদ আকারে রেখে দেয় তাকে তারল্য বলে।

৪। শাখা ব্যাংকিং কি?
উত্তর: যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের দ্বারা বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হলে তাকে শাখা ব্যাংকিং বলে।
৫। একক ব্যাংকিং কি?
উত্তর: একটি মাত্র অফিসের মাধ্যমে যে ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংকিং বলে।
৬। বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও কি?
উত্তর: কোন বিনিয়োগকারী তার মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে আনুপাতিক হারে বিনিয়োগ করে যে আয় পায় তাকে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও বলে।

৭। প্রকৃত আমানত কি?
উত্তর: কোনো ব্যাংক তার নিজস্ব মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে।
৮। ঋণপত্র কি?
উত্তর: ঋণপত্র হচ্ছে ঋণ প্রদানকারী ও ঋণ গ্রহণকারীর মধ্যে এমন একটি চুক্তিপত্র যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে।
৯। ব্যাংকিং কি?
উত্তর: ব্যাংকের সকল কার্যক্রমকে ব্যাংকিং বলে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

১০। আর্থিক মধ্যস্থতা কি?
উত্তর: বর্তমানকালে বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, ঋণ সংস্থা, বীমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান সঞ্চয়কারীদের কাছ থেকে তহবিল বিনিয়োগকারীদের কাছে স্থানান্তর করে। এই প্রক্রিয়াকে আর্থিক মধ্যস্থতা বলে।
১১। সুদের হার কি?
উত্তর: ঋণ গ্রহণের জন্য প্রদত্ত অর্থের শতকরা হারকে সুদের হার বলে।
১২। স্মার্টকার্ড কি?
উত্তর: যে কার্ডের মাধ্যমে যে কোন সময় টাকা ছাড়াই লেনদেন বা কেনাবেচা করা যায় তাকে স্মার্টকার্ড বলে।

১৩। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দাও?
উত্তর: স্বল্পমেয়াদী ঋণের দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
১৪। ব্যাংক হার কি?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলীভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে।
১৫। ঋণ নীতি কি?
উত্তর: ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং এই আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে আবার ঋণ হিসাবে মঞ্জুর করে এজন্য ব্যাংককে ঋণ মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে হয়। এরূপ নীতিকে ঋণ নীতি বলা হয়।

১৬। নিকাশ ঘর কি?
উত্তর: বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা মেটানোর জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকে নিকাশ ঘর বলে।
১৭। আর্থিক নীতি কি?
উত্তর: একটি দেশের মুদ্রার যোগান ও ঋণ নিয়ন্ত্রণ নীতিকে আর্থিক নীতি বলে।
১৮। খোলাবাজার নীতি কি?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য খোলাবাজারে হুন্ডি, শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে খোলাবাজার নীতি বলে।

১৯। বাট্টাহার কি?
উত্তর: যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক সদস্য ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে তাকে বাট্টাহার বলে।
২০। মুদ্রাপাচার কি?
উত্তর: দেশ থেকে বিদেশে অথবা, বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা স্থানান্তর করলে তাকে মুদ্রা পাচার বলে।
২১। ব্যাংক হার নীতি কি?
উত্তর: যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলকে ঋণ প্রদান করে থাকে তাকে ব্যাংক হার নীতি বলে।

২২। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝ?
উত্তর: যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে অন্যান্য ব্যাংক বাবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
২৩। MIS এর পুর্ণরূপ কি?
উত্তর: MIS এর পুর্ণরূপ Management Information System.
২৪। উন্নয়ন ব্যাংক কি?
উত্তর: উন্নয়ন ব্যাংক বলতে বিশেষায়িত সরকারী এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানকে বুঝায় যারা মূলত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গঠন এবং প্রসারের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করে।

২৫। বাংলাদেশের ৩টি উন্নয়ন ব্যাংকের নাম কি?
উত্তর: বাংলাদেশের ৩টি উন্নয়ন ব্যাংকের নাম হলোঃ বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক ইত্যাদি।
২৬। কমিটমেন্ট চার্জ কি?
উত্তর: ঋণের যে অংশ অবন্টন অবস্থায় থাকে তার জন্য উন্নয়ন ব্যাংক ঋণ গ্রহীতার নিকট থেকে যে চার্জ আদায় করে তাকে কমিটমেন্ট চার্জ বলে।
২৭। বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা কি?
উত্তর: বিশেষ অর্থনৈতিক খাতে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক বাবস্থা পরিচালিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বাবস্থা বলে।

২৮। ক্ষুদ্র ঋণ কি?
উত্তর: ক্ষুদ্র ঋণ বলতে বুঝায় সামান্য ধার যা সাধারণত ব্যাংকের বা অন্যান্য সংস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করা হয়।
২৯। মূলধন বাজার কি?
উত্তর: যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে।
৩০। স্টক এক্সচেঞ্জ বলতে কি বুঝ?
উত্তর: স্টক এক্সচেঞ্জ বলতে এমন এক স্থানকে বুঝায় যেখানে জয়েন্ট স্টক কোম্পানি, সরকারী এবং আধা-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণপত্রের ক্রয়-বিক্রয় হয়।

৩১। অর্থ বাজার কি?
উত্তর: যে বাজারে স্বল্পকালীন সময়ের জন্য ঋণ আদান প্রদান করা হয় তাকে অর্থ বাজার বলে।
৩২। কর্পোরেট বন্ড বলতে কি বুঝ?
উত্তর: কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কর্পোরেট বন্ড বলে।
৩৩। শেয়ার বাজার কি?
উত্তর: যে সুসংহত বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে শেয়ার বাজার বলে।

৩৪। বাট্টাকরণ কাকে বলে?
উত্তর: ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য কত তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।
৩৫। অফশৌর ব্যাংকিং কি?
উত্তর: আন্তর্জাতিক ব্যাংকিং এর অফশৌর কেন্দ্রে যে সেবামূলক ব্যাংকিং গড়ে ওঠে তাকে অফশৌর ব্যাংকিং বলে।
৩৬। বাংলাদেশে অফশৌর ব্যাংকিং দুটি এর সুবিধা বলুন?
উত্তর: বাংলাদেশে অফশৌর ব্যাংকিং দুটি এর সুবিধা হলোঃ ১) সুদবিহীন বিদেশী মূলধনের প্রবাহ সৃষ্টি করা; ২) স্থানীয় মূলধন তীব্র শিল্প স্থাপন ও উন্নয়ন।

৩৭। আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম যখন দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার কার্যক্রম প্রসারিত করে তখন তাকে আন্তর্জাতিক ব্যাংকিং বলে।
৩৮। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর: ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড।
৩৯। ব্যাংক অফ ইংল্যান্ড এর কয়টি বিভাগ রয়েছে?
উত্তর: ব্যাংক অফ ইংল্যান্ড এর ছয়টি বিভাগ রয়েছে। যথাঃ ১) ক্যাশিয়ার বিভাগ; ২) হিসাব রক্ষক বিভাগ; ৩) কেন্দ্রীয় ব্যাংকিং এর তথ্য বিভাগ; ৪) সংস্থাপন বিভাগ; ৫) সেক্রেটারির বিভাগ; ৬) নিরীক্ষা বিভাগ।

৪০। দূরপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ব্যাংক কোনটি?
উত্তর: দূরপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ব্যাংকের নাম হলো ব্যাংক অফ জাপান।
৪১। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
উত্তর: বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডঃ ফজলে কবির (১১ তম)।
৪২। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ ব্যাংক।

৪৩। SDR কি?
উত্তর: SDR হলো কতিপয় দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক ম্যান যা আন্তর্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের শেষের দিকে চালু করে।
৪৪। ইউরো ডলার কি?
উত্তর: ইউরোপীও ইউনিয়নভুক্ত দেশগুলো একত্রিত হয়ে যে একক মুদ্রা চালু করেছে তাকে ইউরো ডলার বলে।
৪৫। SDR এর পুর্ণরূপ কি?
উত্তর: SDR এর পুর্ণরূপ Special Drawing Rights.

৪৬। IMF এর পুর্ণরূপ কি?
উত্তর: IMF এর পুর্ণরূপ International Monitory fund.
৪৭। মার্ক আপ নীতি কি?
উত্তর: কোন প্রতিষ্ঠান যখন অন্য প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ নীতির উপর ভিত্তি করে নিজস্ব সেবার মূল্য নির্ধারণ করে তখন তাকে মার্ক আপ নীতি বলে।
৪৮। CIB এর পুর্ণরূপ কি?
উত্তর: CIB এর পুর্ণরূপ Credit Information Bureau.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)

Leave a Reply to Md.Nur-A-Alam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button