বাংলাদেশ ব্যাংক সার্কুলার

কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে ক্রেডিট গ্যারান্টি স্কীম

কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (CMS) উদ্যোগ খাতে ক্রেডিট গ্যারান্টি স্কীমের নীতিমালা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক আজ একটি সার্কুলার জারি করেছে।

আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট, ২০২১) বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (এসএমইএসপিডি সার্কুলার নং-০৭) জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উক্ত সার্কুলারে, এসএমইএসপিডি সার্কুলার নং-০৫, তারিখ: মে ০৯, ২০২১ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। উক্ত সার্কুলারের মাধ্যমে Manual of Credit Guarantee Scheme এর অনুচ্ছেদ নং-৫.৩.১ এ বর্ণিত নির্দেশনার আওতায় কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগ (CMSE) খাতের নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ/ বিনিয়োগ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে PFI-সমূহকে তাদের পোর্টফোলিও গ্যারান্টি লিমিট (PGL) এর ন্যূনতম ৫% (পাঁচ শতাংশ) সংরক্ষিত রাখতে নির্দশনা প্রদান
করা হয়।

এসএমইএসপিডি সার্কুলার নং-২/২০১৯ এর ৩ নং অনুচ্ছেদের নির্দেশনানুযায়ী ২০২৪ সাল অন্তে সিএমএসএমই খাতের নীট ঋণ ও অগ্রিম স্থিতির নূন্যতম ১৫% (পনের শতাংশ) নারী উদ্যোক্তাদেরকে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

২০২৪ সাল অন্তে নারী উদ্যোক্তা পর্যায়ে প্রদেয় ঋণ/ বিনিয়োগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে সিএমএস খাতে নারী উদ্যোক্তাদেরকে জামানতবিহীন ঋণ/ বিনিয়োগ বিতরণ বৃদ্ধির আবশ্যকতা রয়েছে। ঋণ/ বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদগণের সহায়ক জামানত প্রদানে সক্ষমতা অপেক্ষাকৃত কম থাকায় ক্রেডিট গ্যারান্টি স্কীমের আওতায় তাঁদেরকে ঋণ/ বিনিয়োগ প্রদান করা হলে উপরে বর্ণিত কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভবপর হবে।

বর্ণিত বিষয়াবলী বিবেচনায়, এখন হতে সিএমএস খাতে নারী উদ্যোক্তাদেরকে জামানতবিহীন ঋণ/ বিনিয়োগ প্রদান বৃদ্ধির লক্ষ্যে PFI-সমূহকে তাদের পোর্টফোলিও গ্যারান্টি লিমিট (PGL) এর ন্যূনতম ১০% (দশ শতাংশ) সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হলো।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

উক্ত সার্কুলারে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

আরও দেখুন:
◾ করোনায় জনতা ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল
◾ করোনায় সােশ্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল
◾ অর্থনৈতিক লেনদেনে ধোঁকা ও প্রতারণা
◾ নিম্ন সুদহার নীতি আর উচ্চ সুদহার ঝুঁকির চক্রে ব্যাংক
◾ বিধ্বংসী পুঁজিবাদের বিকল্প কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button