প্রবাসী কল্যাণ ব্যাংক জবব্যাংক জব সার্কুলারব্যাংকার্স সিলেকশন জব

প্রবাসী কল্যাণ ব্যাংকে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত প্রবাসী কল্যাণ ব্যাংক এ নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ব্যাংকটিতে ৫টি পদে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২১ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১) ক. পদের নামঃ উপ-মহাব্যবস্থাপক/ ভাইস প্রেসিডেন্ট
i) বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ (গেড্র -৩) এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
ii) শূন্য পদ (কম/ বেশি): ৮টি।
iii) সর্বোচ্চ বয়স সীমা (২৫/০৩/২০২০ তারিখে): ৫০ বছর।
iv) শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) তপশিলি ব্যাংকে এজিএম পদে বৈদেশিক বিনিময়/ ট্রেজারী/ আইটি/ সিস্টেম অভিট/ অর্থ ও হিসাব বিষয়ে নূন্যতম ৩ (তিন) বছরের চাকুরীসহ ব্যাংক কর্মকর্তা হিসেবে ৯ম বা তদুর্ধ গ্রেডে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ) শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযােগ্য হবে না।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
ব্যাংক জব ক্যারিয়ার টিপস
ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!

খ. পদের নামঃ সহকারী-মহাব্যবস্থাপক/ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট
i) বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ৫০,০০০-৭১,২০০ (গেড্র -৪) এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
ii) শূন্য পদ (কম/ বেশি): ২০টি।
iii) সর্বোচ্চ বয়স সীমা (২৫/০৩/২০২০ তারিখে): ৪৭ বছর।
iv) শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) তপশিলি ব্যাংকে এসপিও পদে বৈদেশিক বিনিময়/ ট্রেজারী/ আইটি/ সিস্টেম অভিট/ অর্থ ও হিসাব বিষয়ে নূন্যতম ৩ (তিন) বছরের চাকুরীসহ ব্যাংক কর্মকর্তা হিসেবে ৯ম বা তদুর্ধ গ্রেডে ১২ (বার) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ) শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য হবে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

গ. পদের নামঃ সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ এসিঃ ভাইস প্রেসিডেন্ট
i) বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ৪৩,০০০-৬৯,৮৫০ (গেড্র -৫) এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
ii) শূন্য পদ (কম/ বেশি): ৩২টি।
iii) সর্বোচ্চ বয়স সীমা (২৫/০৩/২০২০ তারিখে): ৪৫ বছর।
iv) শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক ) তপশিলি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার/ সমমানের পদে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের চাকুরীর অভিজ্ঞতাসহ ব্যাংক কর্মকর্তা হিসেবে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় মিভাগ/ শ্রেণী গ্রহণযােগ্য হবে না।

ঘ. পদের নামঃ সিস্টেম এনালিস্ট
i) বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ৪৩,০০০-৬৯,৮৫০ (গেড্র -৫) এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
ii) শূন্য পদ (কম/ বেশি): ২টি।
iii) সর্বোচ্চ বয়স সীমা (২৫/০৩/২০২০ তারিখে): ৪০ বছর।
iv) শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
খ) কোনো সরকারি/ স্বায়ত্বশাসিত/ আধাস্বায়ত্বশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারি সিস্টেম এনালিস্ট/ প্রােগ্রামার/ কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকুরী অভিজ্ঞতা থাকতে হবে।

ঙ. পদের নামঃ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার(হার্ড/ নেট)
i) বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ৩৫,৫০০-৬৭,০১০ (গেড্র -৬) এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
ii) শূন্য পদ (কম/ বেশি): ২টি।
iii) সর্বোচ্চ বয়স সীমা (২৫/০৩/২০২০ তারিখে): ৩৫ বছর।
iv) শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
খ) কোনো সরকারি/ স্বায়ত্বশাসিত/ আধাস্বায়ত্বশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারি মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার/ সহকারী প্রোগ্রামার/ সিনিয়র কম্পিউটার অপারেটর হিসাবে অন্যূন ৪ (চার) বৎসরের চাকুরী অভিজ্ঞতা থাকতে হবে।

২) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুসরণ করা হবে।

৩) Job ID: Job ID No উপ-মহাব্যবস্থাপক/ ভাইস প্রেসিডেট: ১০১৪১, সহকারী মহাব্যবস্থাপক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট: ১০১৪২, সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ এসিঃ ভাইস প্রেসিডেন্ট: ১০১৪৩, সিস্টেম এনালিস্ট: ১০১৪৪ ও মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ড/ নেট): ১০১৪৫ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার হতে হবে।

৪) আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ২৬/০৯/২০২১ তারিখ, রাত ১১.৫৯ টা।

৫) Verify Payment (prepaid পদ্ধতি) এবং Tracking Page সংগ্রহের শেষ তান্ত্রিক ও সময়: ২৮/০৯/২০২১ তারিখ, রাত ১১.৫৯ টা।

৬) আবেদন ফি: অফেরতযােগ্য টাকা ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে কি প্রদান করতে হবে।

আবেদনের নিয়মঃ
✓ আগ্রহীরা প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন এখানে

আরও দেখুন:
বেছে নিন ব্যাংকিং পেশা
ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে

সূত্রঃ বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button