জনতা ব্যাংক পিএলসি

জনতা ব্যাংক পিএলসি (Janata Bank PLC) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। স্বাধীনতার পরে ১৯৭২ সালের ব্যাংক জাতীয়করণ অধ্যাদেশ (রাষ্ট্রপতির আদেশ-২৬) অনুযায়ী তৎকালীন ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড (দি নোয়াখালী- ১৯৪৯ সালে দেউলিয়া ঘোষিত)-এর এ দেশীয় শাখা সমুহের সম্পদ নিয়ে জনতা ব্যাংক গঠিত হয়। ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে জনতা ব্যাংক ভবনে অবস্থিত। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৩০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ২৩,১৪০ মিলিয়ন টাকা। ২০০৪-০৫ সালে গৃহীত Enterprise Growth and Bank Modernization Project (EGBMP) শীর্ষক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সংস্কার কর্মসূচির ভিত্তিতে এবং বিদ্যমান কোম্পানি আইন মোতাবেক ‘জনতা ব্যাংক পিএলসি’ গঠন করা হয়। ১৫ নভেম্বর, ২০০৭ তারিখ থেকে জনতা ব্যাংক পিএলসি-এর কার্যক্রম শুরু হয়। ২০২৩ পর্যন্ত ব্যাংকটির ৪টি বিদেশী শাখাসহ সর্বমোট ৯২৬টি শাখা ও ৮০টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকটিতে বর্তমানে ১২,৬১৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকের সকল শাখার কার্যক্রম কম্পিউটারভুক্ত ও অন-লাইন ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ২০০০ সাল থেকে ব্যাংকের গ্রাহকরা Ready Cash Card (Debit Card)-এর সাহায্যে Shopping & Utility Bill Payment-এর সুবিধা ভোগ করে আসছে। বর্তমানে ব্যাংকে ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড দুটোই চালু আছে, গ্রাহকরা মোট ১৪১টি বুথ সহস্রাধিক POS (Point Of Sales)-এ ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড সেবা পাচ্ছে। ২০০০ সাল হতে www.janatabank-bd.com নামে জনতা ব্যাংকের নিজস্ব ওয়েব সাইট চালু করা হয়েছে। গ্রাহকদের উন্নততর সেবা প্রদান করার লক্ষ্যে ২০০১ সাল থেকে জনতা ব্যাংক ওয়েবসাইটে ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জনতা ভবন কর্পোরেট শাখার মাধ্যমে পরিচালিত হয়। জনতা ব্যাংক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনস্থ “The Banker Awards” এবং ২০০৪ ও ২০০৫ সালে “Asian Banking Award” অর্জনে করে। ২০০৫ সালে জনতা ব্যাংক “International Trade Fair Award” ট্রফি লাভ করে। নিউইয়ার্কভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিং গ্লোবাল ফিন্যান্স’ (Global Finance) ২০০৬, ২০০৭, ২০০৮ এবং ২০০৯ সালে জনতা ব্যাংককে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে নির্বাচিত করে। সিঙ্গাপুরের ‘The Asian Banker’ ২০০৮ সালে জনতা ব্যাংককে “Best Retail Bank Bangladesh” হিসেবে মনোনীত করে। সামগ্রিক কার্যকলাপ মূল্যায়নের ওপর “বিজনেস এশিয়া (Business Asia)” জনতা ব্যাংককে “বিজনেস এশিয়া মোস্ট রেসপেক্টেড কোম্পানি অ্যাওয়ার্ডস-২০১২” প্রদান করে।

Back to top button