এটিএম সার্ভিসজনতা ব্যাংক পিএলসি

জনতা ব্যাংক এটিএম সার্ভিস

অটোমেটেড টেলার মেশিন বা অটোমেটিক টেলার মেশিন (এটিএম), অটোমেটেড ব্যাংকিং মেশিন নামে পরিচিত। এটি একটি ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস যা কোন ব্যাংক টেলার বা ক্যাশিয়ার ছাড়াই কোন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক লেনদেন বিশেষ করে নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম। আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য জনতা ব্যাংক লিমিটেড গ্রাহককে ডেবিট এবং ক্রেডিট কার্ড সহ এটিএম সুবিধা সরবরাহ করছে।

জনতা ব্যাংক এটিএম কার্ডের বৈশিষ্ট্য
এনপিএসবি (National Payment Switch Bangladesh) এর সাথে সংযুক্ত।
বাংলাদেশের বৃহত্তম নেটওয়ার্কের আওতায় চলছে।
কার্ডধারীরা বাংলাদেশের মধ্যে যে কোনও এটিএম এবং পস (Point of Sales) এ ব্যবহার করতে পারবেন।
মোবাইল ফোন রিচার্জ এবং অনলাইন ট্যাক্স প্রদানের সুবিধা পাওয়া যায়।
সর্বনিম্ন ফি এবং চার্জ (বাৎসরিক চার্জ ৫০০ টাকা + ভ্যাট ১৫%)।
এসএমএস সতর্কতা সুবিধা পাওয়া যায়।
কোনও গোপন চার্জ নেই।

    • জনতা ব্যাংকের এটিএম লোকেশন জানতে ক্লিক করুন এখানে

❏ বিস্তারিত জানতে
জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
সুইফট কোডঃ JANBBDDH
ইমেইলঃ [email protected]; [email protected]
ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button