আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (Al-Arafah Islami Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াহভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। ব্যাংকটিতে “ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ এক্সিকিউটিভ অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ এক্সিকিউটিভ অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/ এমবিএম/ গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, আন্তর্জাতিক ব্যবসা, অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
✓ এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
✓ স্নাতক এবং স্নাতকোত্তরে জিপিএ ৪ স্কেলে জিপিএ ৩.০০ থাকতে হবে।
✓ শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য।
✓ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ২০ এপ্রিল, ২০২৪ তারিখে বয়স ৩০ বছরের বেশি না হওয়া।
✓ চমৎকার যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ ইংরেজী এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে (মৌখিক এবং লিখিত)।
✓ কম্পিউটারের বেসিক অপারেশন জ্ঞান ও আইসিটি স্কিল থাকতে হবে, বিশেষত এমএস অফিস, ই-মেইল ইত্যাদি।
✓ কঠোর পরিশ্রমী এবং চাপ নিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
✓ চমৎকার অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানের যোগ্যতা থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও ভাতা প্যাকেজ সহ ০১ (এক) বছরের জন্য প্রবেশন সময়সীমা অতিক্রম করবেন।
✓ প্রবেশন সময়সীমা শেষ হওয়ার পরে তিনি “সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/ এক্সিকিউটিভ অফিসার” হিসেবে গণ্য হবেন।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে বেতন-ভাতা ও সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই ব্যাংক যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। জীবনবৃত্তান্তের সাথে অবশ্যই একটি ছবি দিতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ২০ এপ্রিল, ২০২৪।
সোর্সঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি
About Al-Arafah Islami Bank PLC:
With the objective of achieving success here & hereafter by pursuing the way directed by Allah and the path shown by His Rasul (SM), Al-Arafah Islami Bank PLC. was established (registered) as a private limited company on 18 June, 1995. The inaugural ceremony took place on 27 September, 1995. The authorized capital of the Bank is Tk.15000.00 million and the paid up capital is Tk. 10649.02 million as on 31.12.2021.
Renowned Islamic Scholars and pious businessmen of the country are the sponsors of the Bank. 100% of paid up capital is being owned by indigenous shareholders. The equity of the bank stood at Tk. 2348.32 crore as on 31 December, 2018, the manpower was 4247 as on 31 December, 2021 and the number of shareholders was 19146 as on 31 December, 2021.
It has achieved a continuous profit and declared a good dividend over the years. High quality customer service through the integration of modern technology and new products is the tool of the bank to achieve success. The bank has a diverse array of carefully tailored products and services to satisfy customer needs. The Bank is committed to contribute significantly to the national economy. It has made a positive contribution towards the socio economic development of the country with 211 branches of which 25 is AD throughout the country.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
বাংলাদেশের ইসলামী ব্যাংক সমূহের অন্যতম একটি ব্যাংক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (Al-Arafah Islami Bank PLC)। এটি সম্পূর্ণরূপে ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক এবং ইসলামী নীতি ও বিধি-বিধান অনুসরণ করে। ব্যাংকটি ১৮ জুন, ১৯৯৫ সালে বেসরকারী ও কমার্শিয়াল ব্যাংক হিসেবে নিবন্ধিত হয় এবং ২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে তার প্রথম শাখা উদ্বোধন করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যাংকিং ব্যবসা ইসলামী আইন ও নীতি অনুযায়ী সুদমুক্ত পদ্ধতিতে সম্পাদিত হয় এবং এই উদ্দেশ্যে এর একটি ‘শরীয়াহ কাউন্সিল’ রয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক হালাল দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ে লাভ-ক্ষতির ভিত্তিতে তহবিল বিনিয়োগ করে। ব্যাংক মুদারাবা আমানত তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়ের একটি নির্ধারিত অংশ আমানতকারীদের মধ্যে বণ্টন করে। ব্যাংকের বিনিয়োগসমূহ নিয়মিত ও নিবিড়ভাবে তদারকি করা হয় যাতে কোনো বিনিয়োগ বা এর অংশবিশেষ মেয়াদোত্তীর্ণ ও লোকসানি ঋণে পর্যবসিত না হয়।
ব্যাংকটির অনুমোদিত মূলধন ১৫,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন হলো ১০,৬৪৯.০২ মিলিয়ন টাকা (২০২১)। দেশের বিখ্যাত ইসলামিক পণ্ডিত ও ধার্মিক ব্যবসায়ীগন এই ব্যাংকের পৃষ্ঠপোষক। বর্তমানে ব্যাংকটির ইকুইটি ২,৩৪৮.৩২ কোটি টাকা (২০১৮), ৪,২৪৭ জন কর্মী ও ১৯,১৪৬ জন শেয়ার হোল্ডার রয়েছে (২০২১)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের চাহিদা অনুযায়ী ইসলামী শরিয়াহ ভিত্তিক বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা যেমন- জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম সেবা, এজেন্ট ব্যাংকিং সেবা, এটিএম/ সিআরএম সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।
বর্তমানে ব্যাংকটির সারা দেশ জুড়ে ২২১টি শাখা, ২৫টি এডি শাখা এবং ২০১টি এটিএম বুথ রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের অগ্রদূত হওয়া এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির জন্য উল্লেখযোগ্য অবদান রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো-
ক) এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড
খ) এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।