ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (AIBB)ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (JAIBB)

৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী-২০২৪

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী- দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৪ আগামী ০৪, ১১ ও ১৮ মে, ২০২৪ তারিখে বিভাগীয় সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাদের সুবিধার্থে যেকোন বিভাগে পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্র নির্বাচন করতে পারবেন তবে পরবর্তীতে বদলীজনিত কারন ছাড়া কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না।

৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফরম Online এর মাধ্যমে Submission করতে হবে। নিম্নে ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা মে, ২০২৪-এর সময়সূচী তুলে ধরা হলো (JAIBB ও AIBB উভয়ের জন্য)। 

98th Banking Professional Examination, 2024 (JAIBB)
Date Time Subject
04.05.2024 (Saturday)9.00 AM – 12.00 PMMonetary and Financial System (MAFS)
2.00 PM – 05.00 PMBusiness Communication in Financial Institutions (BCFI)
11.05.2024 (Saturday)9.00 AM – 12.00 PMGovernance in Financial Institutions (GFI)
2.00 PM – 05.00 PMLaws and Practice of General Banking (LPGB)
18.05.2024 (Saturday)9.00 AM – 12.00 PMPrinciples of Economics (POE)
2.00 PM – 05.00 PMOrganization and Management (OM)

আরও দেখুন:
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে
আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা মার্কশিট উত্তোলন করবেন যেভাবে 

98th Banking Professional Examination, 2024 (AIBB)
Date Time Subject
04.05.2024 (Saturday)9.00 AM – 12.00 PMRisk Management in Financial Institutions (RMFI)
2.00 PM – 05.00 PMCredit Operations and Management (COM)
11.05.2024 (Saturday)9.00 AM – 12.00 PMTrade Finance and Foreign Exchange (TFFE)
2.00 PM – 05.00 PMInformation and Communication Technology in Financial Institutions (ICTFI)
18.05.2024 (Saturday)9.00 AM – 12.00 PMTreasury Management in Financial Institutions (TMFI)
2.00 PM – 05.00 PMAccounting for Financial Institutions (AFI)
Financial Crime and Compliance (FCC)
Agriculture & Microfinance (AM)
Management Accounting (MA)
Marketing and Branding in Financial Services (MBFS)
Sustainable Finance (SF)
Shariah-Based Banking (SBB)
Investment Banking (IB)

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button