বাংলাদেশ ব্যাংক সার্কুলার

ব্যাংকের এন্ট্রি লেভেলে বেতন-ভাতা সংক্রান্ত নতুন সার্কুলার

ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন বেঁধে দিয়ে নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না এই সার্কুলারে পরিবর্তন এনে কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি সার্কুলার জারি করেছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি, ২০২২) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (বিআরপিডি সার্কুলার লেটার নং-৫) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও দেখুন:
◾ ব্যাংকারদের সর্বনিম্ন বেতন-ভাতা: কার কথা থাকবে?

উক্ত সার্কুলারে, ২০ জানুয়ারি ২০২২ এবং ২৫ জানুয়ারি ২০২২ তারিখে জারিকৃত যথাক্রমে বিআরপিডি সার্কুলার নং ০২ এবং বিআরপিডি সার্কুলার লেটার নং ০৪ এর প্রতি ব্যাংকগুলোকে দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিআরপিডি সার্কুলার নং ০২/২০২২ এর ৫ ক্রমিকের মাধ্যমে এ মর্মে নির্দেশনা প্রদান করা হয় যে, নতুন নির্ধারিত বেতন-ভাতাদি ০১ মার্চ ২০২২ তারিখ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত এ সার্কুলারে বর্ণিত নির্দেশনা বলবৎ থাকবে।

এমতাবস্থায়, বর্তমান কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে ব্যাংকগুলোর সার্বিক আর্থিক সক্ষমতা পর্যালোচনায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নিম্নরূপ দিক-নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংকঃ

১। ২০১৩ সালে লাইসেন্স প্রাপ্ত ৪র্থ প্রজন্মের তফসিলি ব্যাংকসমূহ ও তৎপরবর্তীতে স্থাপিত তফসিলি ব্যাংকসমূহ, বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এর এন্ট্রি লেভেলের জেনারেল সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন-ভাতাদি বাবদ ৩৯,০০০/- টাকা এবং ক্যাশ সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন-ভাতাদি বাবদ ৩৬,০০০/- টাকা প্রদানের লক্ষ্যে মূল বেতন ও ভাতাদি নির্ধারণ করতে হবে। উক্ত নতুন নির্ধারিত বেতন-ভাতাদির মধ্যে মূল বেতন এপ্রিল ২০২২ হতে প্রদেয় হবে এবং অবশিষ্ট ভাতাদি এপ্রিল ২০২৩ হতে প্রদেয় হবে। তবে, সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ চাইলে এপ্রিল ২০২২ হতেই সকল বেতন-ভাতাদি প্রদান করতে পারবে। এছাড়া, নতুনভাবে নির্ধারিত বেতন-ভাতাদি কার্যকর করার পর একইপদে পূর্ব হতে কর্মরত কর্মকর্তাগণের বেতন-ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি/ সমন্বয় করে পে-ফিক্সেশন করতে হবে;

২। সার্কুলারের ৩.১ ক্রমিকে উল্লিখিত ব্যাংকসমূহ ব্যতীত অন্যান্য সকল ব্যাংকের এন্ট্রি লেভেলের জেনারেল সাইডে কর্মরত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন-ভাতাদি বাবদ ৩৯,০০০/- টাকা এবং ক্যাশ সাইডে কর্মরত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন-ভাতাদি বাবদ ৩৬,০০০/- টাকা প্রদানের লক্ষ্যে মূল বেতন ও ভাতাদি নির্ধারণ করতে হবে যা এপ্রিল ২০২২ হতে প্রদেয় হবে। নতুন নির্ধারিত বেতন-ভাতাদি কার্যকর করার পর একইপদে পূর্ব হতে কর্মরত কর্মকর্তাগণের বেতন-ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি/ সমন্বয় করে পে ফিক্সেশন করতে হবে;

৩। সার্কুলারের ৩.১ ক্রমিকে উল্লিখিত ব্যাংকসমূহে শিক্ষানবিস হিসাবে কর্মরত এন্ট্রি লেভেলের জেনারেল সাইডে কর্মরত কর্মকর্তাগণের জন্য সাকুল্য বেতন হিসাবে ন্যূনতম ২৮,০০০/- টাকা এবং ক্যাশ সাইডে কর্মরত কর্মকর্তাগণের জন্য সাকুল্য বেতন হিসাবে ন্যূনতম ২৬,০০০/- টাকা নির্ধারণ করতে হবে। নতুন নির্ধারিত বেতন এবং বর্তমানে প্রাপ্ত সাকুল্য বেতনের সাথে যে পার্থক্য হবে তার ন্যূনতম ৫০% এপ্রিল ২০২২ হতে প্রদেয় হবে। অবশিষ্ট ৫০% এপ্রিল ২০২৩ হতে প্রদেয় হবে। তবে, সংশ্লিষ্ট ব্যাংক কতৃর্প ক্ষ চাইলে এপ্রিল ২০২২ হতেই সকল বেতন-ভাতাদি প্রদান করতে পারবে। এছাড়া, সার্কুলারের ৩.২ ক্রমিকে বর্ণিত ব্যাংকসমূহ কর্তৃক জেনারেল সাইড এবং ক্যাশ সাইডের শিক্ষানবিস কর্মকর্তাগণের জন্য নতুন নির্ধারিত সাকুল্য বেতন যথাক্রমে ২৮,০০০/- টাকা এবং ২৬,০০০/- টাকা এপ্রিল ২০২২ হতে প্রদেয় হবে;

৪। সার্কুলার নং ০২/২০২২ এর ৩.৭ ক্রমিকে বর্ণিত মেসেঞ্জার/পরিচ্ছন্নতাকর্মী/নিরাপত্তাকর্মী/অফিস সহায়ক (support staff) অথবা সমজাতীয় পদে/সর্বনিম্ন যে কোনো পদে নিয়মিত বা চুক্তিভিত্তিক বা দৈনিক ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীগণের বেতন-ভাতাদি নির্ধারণের ক্ষেত্রে সকল বিভাগীয় শহরসহ নারায়নগঞ্জ ও গাজীপুর শহর এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন-ভাতাদি হবে ২৪,০০০/- টাকা, অন্যান্য জেলা শহরে কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন-ভাতাদি হবে ২১,০০০/- টাকা এবং দেশের অন্যান্য উপজেলা/অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন-ভাতাদি হবে ১৮,০০০/- টাকা;

৫। সার্কুলারের ৩.১ ক্রমিকে উল্লিখিত ব্যাংকের ক্ষেত্রে সার্কুলারের ৩.৪ ক্রমিকে বর্ণিত কর্মচারীদের জন্য নতুন নির্ধারিত বেতন এবং বর্তমানে প্রাপ্ত সাকুল্য বেতনের সাথে যে পার্থক্য হবে তার ন্যূনতম ৫০% এপ্রিল ২০২২ হতে প্রদেয় হবে। অবশিষ্ট ৫০% এপ্রিল ২০২৩ হতে প্রদেয় হবে। তবে, সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ চাইলে এপ্রিল ২০২২ হতেই সকল বেতন-ভাতাদি প্রদান করতে পারবে। এতদ্ব্যতীত, অন্যান্য সকল ব্যাংকের ক্ষেত্রে আলোচ্য কর্মচারীদের জন্য নতুন নির্ধারিত বেতন-ভাতাদি এপ্রিল ২০২২ হতে প্রদেয় হবে;

৬। আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীগণের বেতন-ভাতাদি সার্কুলারের ৩.৪ ক্রমিকে বর্ণিত কর্মচারীগণের বেতন-ভাতাদির সাথে সামঞ্জস্য রেখে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনে সংশ্লিষ্ট আউটসোর্সিং কোম্পানীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এছাড়া উক্ত সার্কুলারে বলা হয়েছে, বিআরপিডি সার্কুলার নং ০২/২০২২ এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button