ইনভেস্টমেন্ট রিস্ক গ্রেডিং (IRG)
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ যখন কোন প্রতিষ্ঠান ব্যাংকের নিকট Investment চায় তখন সে প্রতিষ্ঠানের জন্য যে সকল Risk থাকে সে Risk গুলিকে বিবেচনা করে company কে Marks দেওয়া হয় যার পূর্ণমান হলো -১০০।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবস্থা বিশ্লেষন করলে বিভিন্ন ধরনের Marks পেতে পারে এ Marks এর উপর ভিত্তি করে Investment কে ৮ ভাগে ভাগ করা যায়। যেমন-
১) ১০০ Marks পায় তাহলে Superior
২) ৮৫ থেকে ৯৯ Marks পায় তবে Good
৩) ৭৫ থেকে ৮৪ Marks পায় তবে Acceptable
৪) ৬৫ থেকে ৭৪ Marks পায় তবে watchlist
৫) ৫৫ থেকে ৬৪ Marks পায় তবে SM
৬) ৪৫ থেকে ৫৪ Marks পায় তবে Sub Standard
৭) ৩৫ থেকে ৪৪ Marks পায় তবে Doubtful.
৮) ৩৫ এর নীচে Marks পায় তবে Bad & Loss
Component of Risk: Main বা Mother Component গুলি হলো-
১) Financial Risk সর্বনিম্ন হলে =50
২) Business Risk সর্বনিম্ন হলে =18
৩) Management Risk সর্বনিম্ন হলে =12
৪) Relation Risk সর্বনিম্ন হলে =10
৫) Security Risk সর্বনিম্ন হলে =10
সর্বমোট Score হবে =100
যদি সব কিছু বিবেচনায় Risk সর্বনিম্ন হয় তাহলে Score হবে 100 এবং Investment এর Grade হবে Superior। এ ক্ষেত্রে 100% Cash Security, Government Guarantee অথবা International Bank Guarantee থাকতে হবে। কিন্তু যদি প্রতিষ্ঠানটি সকল Risk বিবেচনায় সর্বনিম্ন না হয়, তাহলে দ্বিতীয় Grade পাবে বা Good হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Parameter of Risk Grading: Parameter গুলি হলো ২০টি। যেমন-
Financial Risk এর Parameter ৪টি: Score
১) Leverage Ratio 0.25x এর নীচে হলে =১৫
২) Liquidity Ratio 2.74x এর বেশী হলে =১৫
৩) Profitability 25% এর বেশী হলে =১৫
৪) Coverage Ratio 2x এর বেশী হলে =৫
সর্বমোট Score হবে =50
Business Risk এর Parameter ৬টি: Score
১) Size of Business ৬০ কোটি হলে =5
২) Age of Business ১০ এর বেশী হলে =3
৩) Business outlook Favourable হলে =3
৪) Industry Growth, Strong হলে =3
৫) Market Competition এ প্রভাবশালী =2
৬) Entry Exit Barrier, Difficult হলে =2
সর্বমোট Score হবে =18
Management Risk এর Parameter ৩টি: Score
১) Experience ১০ বছরের বেশী হলে =5
২) Ready Succession থাকলে =4
৩) Team Work, Very Good হলে =3
সর্বমোট Score হবে =12
আরও দেখুন:
◾ ব্যাংক লোনের ১০টি বৈশিষ্ট্য
◾ এসএমই (SME) কী? এসএমই এর গুরুত্ব
◾ ঋণ বা লোন বা বিনিয়োগ ডকুমেন্টেশন
◾ ক্রেডিট রেটিং কি? ক্রেডিট রেটিং এর সুবিধা সমুহ
Security Risk এর Parameter ৩টি: Score
১) Security Primary সম্পূর্ণ Cash হলে =4
২) Collateral, Registered Mortgage on Municipal Corporation হলে =4
৩) Support বা Guarantee With high net worth =2
সর্বমোট Score হবে =10
Relationship Risk এর Parameter ৪টি: Score
১) Account Conduct ৩ বছরের বেশী= 5
২) Utilization of Limit ৬০% এর বেশী =2
৩) Fully Compliance হলে =2
৪) Personal Deposit উল্লেখযোগ্য হলে =1
সর্বমোট Score হবে =10
উপরের Parameter নেওয়া হয়েছে সর্বনিম্ন Risk বিবেচনা করে, যার বিপরীতে সর্বোচ্চ Marks পাবে।
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল।