এইচএসবিসিব্যাংক রাউটিং

এইচএসবিসি বাংলাদেশ এর রাউটিং নম্বরসমূহ

ব্যাংক রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে-বামে মুদ্রিত থাকে। এইচএসবিসি বাংলাদেশ এর মোট ৫টি জেলায় ১২টি শাখা রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি।

জেলাশাখার নামরাউটিং নম্বর
ChattagramChattagram Branch115151965
ChattagramGEC Branch115152951
DhakaBanani Branch115260430
DhakaBaridhara Branch115260522
DhakaDhaka Main Branch115261121
DhakaDhanmondi Branch115261189
DhakaGulshan Branch115261721
DhakaMotijheel Branch115274242
DhakaUttara Branch115264636
MymensinghMymensingh Branch115611755
NarayanganjNarayanganj Branch115671887
SylhetSylhet Branch115913558

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button