এইচএসবিসি

এইচএসবিসি বাংলাদেশ (HSBC)

এইচএসবিসি হোল্ডিং পিএলসি বা এইচএসবিসি হল একটি বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের লন্ডনে এর সদর দফতর অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ব্যাংক। ১৯৯১ সালে দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন থেকে নতুন একটি হোল্ডিং কোম্পানি গঠিত হয়ে এইচএসবিসি- তে রূপ নেয়। এর পূর্বোক্তোন কোম্পানি দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন হংকং এবং সাংহাইতে ৩ মার্চ, ১৮৬৫ সালে সর্বপ্রথম এর শাখা খোলে।

আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা সহ প্রায় ৭৪টি দেশে এইচএসবিসির প্রায় ৬২০০টি অফিস রয়েছে। সারা বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন। ৩১ ডিসেম্বর ২০১৮ এর পরিসংখ্যান অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৫৫৮ বিলিয়ন মার্কিন ডলার যার প্রায় অর্ধেক সম্পদ রয়েছে ইউরোপে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রয়েছে চার ভাগের এক ভাগ এবং এশিয়া প্যাসিফিক ও আমেরিকায় রয়েছে বাকী চার ভাগের এক ভাগ। এইচএসবিসি মূলত চারটি প্রধান ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ ব্যাংকিং, গ্লোবাল ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত ব্যাংকিং। ব্যাংকটি বিশ্বের অন্যতম বৃহৎ দুটি শেয়ার বাজার হংকং এবং লন্ডন স্টক মার্কেটে নিবন্ধিত। সারা বিশ্বজুড়ে ১২৯টি দেশে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার সংখ্যা ২,০০,০০০ জন। এটি রয়েল ডাচ শেল কোম্পানির পরে লন্ডন স্টক এক্সচেঞ্জে সর্ববৃহৎ কোম্পানি। এর কর্মী সংখ্যা ২,৩৮,০০০ (২০১৮)।

এক নজরে

নামThe Hongkong and Shanghai Banking Corporation (HSBC)
দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)
লোগোএইচএসবিসি
লিগ্যাল স্টাটাসপাবলিক লিমিটেড কোম্পানী
প্রতিষ্ঠাকাল১৮৩৬
ধরনপ্রাইভেট ব্যাংক
ক্যাটাগরিকমার্শিয়াল ব্যাংক
উৎপত্তিবিদেশী ব্যাংক
কোড১১
ঠিকানালেভেল ৪, শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, ১৮৬ বীর উত্তম মীর সওকাত আলী রোড, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা১২০৮
টেলিফোন+৮৮০ ৯৬৬ ৬৩৩ ১০০০, +৮৮০ ৯৬১ ২৭৭ ১০০০, +৮৮০ ২ ৮৮১৪৪৬০
কল সেন্টার১৬২৪০
ইমেইল[email protected]
ওয়েবসাইটwww.hsbc.com.bd
সুইফটHSBCBDDH

এইচএসবিসি বাংলাদেশ
হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। বিশ্বের স্থানীয় ব্যাংক হিসেবে সমধিক পরিচিত। হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড ১৯৯৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম তাদের শাখা খোলে। এইচএসবিসি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) লাইসেন্স থাকায় ব্যাংকটি যোগ্য কাস্টমারকে বিদেশি মুদ্রায়ও অর্থায়ন করতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, আদমজী, মংলা ও কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ব্যাংকটির কার্যক্রম রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ব্যাংকটির সর্বমোট ১১টি শাখা, ২৯টি এটিএম বুথ এবং ৭টি কাস্টমার সার্ভিস সেন্টার চালু রয়েছে। ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যক্তি ব্যাংকিং সার্ভিস ছাড়াও চলতি ও সঞ্চয়ী হিসাব, ব্যক্তি ঋণ, মেয়াদি জমা, ট্রাভেলস চেক এবং অন্তর্গামী ও বহির্গামী রেমিট্যান্স সেবাও প্রদান করে থাকে। প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যাংকটির প্রশাসনিক ও পরিচালনার দায়িত্বে রয়েছে। তাঁকে সহায়তা করেন ২০৬ জন কর্মকর্তা এবং ৬২৪ জন কর্মচারী।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এইচএসবিসি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট ও ব্যক্তিখাতের সাথে আর্থিক লেনদেন, সেবা ও ব্যবসায় সম্পৃক্ত। ব্যাংকটির ট্রেজারি ও পুঁজি বাজারের ব্যবসায় বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বড় বড় কর্পোরেশন ও কোম্পানি, আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ এইচএসবিসির মাধ্যমে পুঁজিবাজারে অংশ নিয়ে থাকে। এইচএসবিসি অর্থায়ন, সম্পদ ব্যবস্থাপনা, ইকুইটি সিকিউরিটিজ, বেসরকারি ব্যাংকিং, ট্রাস্টি, প্রাইভেট ইকুইটি, ট্রেজারি ও পুঁজিবাজারে অংশগ্রহণ সম্পর্কে উপদেশক ও তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে থাকে। ইসলামী আর্থিক সেবা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এইচএসবিসি ১৯৯৮ সালে আমানাহ কর্মসূচি হাতে নেয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এই কার্যক্রমের কেন্দ্রীয় দপ্তর ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সউদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং ব্রুনাইতে আঞ্চলিক কার্যক্রম রয়েছে। এইচএসবিসি বাংলাদেশ কার্যালয়ে আমানাহ চলতি হিসাব ও আমদানি অর্থায়ন পর্যায়ে কর্মসূচি চালু আছে।

এইচএসবিসি বাংলাদেশের স্থানীয় সংস্কৃতি ও মানব সম্পদ উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকে। সামাজিক দায়বদ্ধতার আওতায় এইচএসবিসি বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, অক্ষম ও দুর্দশাগ্রস্থদের সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ কার্যক্রমে সরাসরি সহায়তা করে থাকে। উদীয়মান তরুণ লেখক ও কবিদের জন্য পুরস্কারসহ তরুণ শিল্পোদ্যোক্তা পুরস্কার প্রবর্তন, প্রথম আলো পত্রিকার সাথে দেশব্যাপী যৌথভাবে বাংলা ভাষা ভিত্তিক প্রতিযোগতা মূলক অনুষ্ঠান, অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চাকুরির ব্যবস্থা ও চক্ষুশিবির পরিচালনা এইচএসবিসি ব্যাংকের উল্লেখযোগ্য কার্যক্রম।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

সার্ভিস

এইচএসবিসি কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। নিম্নে এইচএসবিসি এর সেবাসমূহ তুলে ধরা হলো-

এইচএসবিসি লোন ইন্টারেস্ট রেট

এইচএসবিসি লোন ইন্টারেস্ট রেট

এইচএসবিসি গ্রাহকদেরকে বিভিন্ন খাতে লোন দিয়ে থাকে। নিম্নে এইচএসবিসি লোন ইন্টারেস্ট রেট তুলে ধরা হলো- এইচএসবিসি লোন ইন্টারেস্ট রেট জানতে ...
এইচএসবিসি ডিপোজিট ইন্টারেস্ট রেট

এইচএসবিসি ডিপোজিট ইন্টারেস্ট রেট

এইচএসবিসি গ্রাহকদেরকে ভাল ডিপোজিট ইন্টারেস্ট রেট দিয়ে থাকে। নিম্নে এইচএসবিসি ডিপোজিট ইন্টারেস্ট রেট তুলে ধরা হলো- এইচএসবিসি ডিপোজিট ইন্টারেস্ট রেট ...
এইচএসবিসি ইন্টারনেট ব্যাংকিং

এইচএসবিসি ইন্টারনেট ব্যাংকিং

এইচএসবিসি ইন্টারনেট ব্যাংকিং এমন একটি সেবা যা আপনার আর্থিক পরিচালনাকে আনন্দদায়ক করে তোলে, আপনাকে অনলাইনে আপনার বেশিরভাগ ব্যাংকিংয়ের চাহিদা পূরণ ...
এইচএসবিসি কন্ট্যাক্ট সেন্টার

এইচএসবিসি কন্ট্যাক্ট সেন্টার

আপনার ব্যাংকিং সমস্যার সমাধান একটি কল এর মাধ্যমে। উন্নততর গ্রাহকের অভিজ্ঞতা সরবরাহ করতে এইচএসবিসি তাদের কন্ট্যাক্ট সেন্টার সর্বশেষ প্রযুক্তির সাথে ...
এইচএসবিসি ফোন ব্যাংকিং

এইচএসবিসি ফোন ব্যাংকিং

ফোন ব্যাংকিং হলাে ব্যাংকের একটি আধুনিক ব্যাংকিং সেবা, যার মাধ্যমে গ্রাহকরা যে কোন ফোন থেকে ব্যাংকের কোন শাখায় না গিয়েই ...

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

শাখা

বাংলাদেশে এইচএসবিসি এর সিলেক্ট সেন্টারসহ ১৬টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। এইচএসবিসি এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা বিভাগ ও জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখাগুলোর নামের তালিকা সাজিয়েছি।

০১. প্রধান কার্যালয়
ঠিকানাঃ এ্যাংকর টাওয়ার, ১০৪, বীর উত্তম সি.আর দত্ত রোড, ঢাকা – ১২০৫।
টেলিফোনঃ ০২ ৯৬৬০৫৩৬-৪৩

০২. আগ্রাবাদ অফিস
এটলাস র‍্যাংগস প্লাজা (নিচতলা), ৭ শেখ মুজিব রোড, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম
টেলিফোনঃ +৮৮০ ৯৬১২৭৭১৮৫৭

০৩. চট্টগ্রাম অফিস
ঠিকানাঃ ওসমান কোর্ট, ৭০, আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম – ৪১০০।
টেলিফোনঃ ০৩১ ৭১০০০৮, ৭১১১৫৪, ৭২৪৪০৬

০৪. জিইসি অফিস, চট্টগ্রাম
ঠিকানাঃ হোসনা কালাম কমপ্লেক্স, প্লট # ৩৪-৩৯, সি,ডি,এ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম – ৪০০০।
টেলিফোনঃ +৮৮০ ৯৬৬৬৩৩১০০০, ০৩১ ২৫৫১৫০১-৪
ফ্যাক্সঃ +৮৮০ ৩১ ২৫৫১৫০৬

০৫. আমানাহ অফিস
ঠিকানাঃ আইকে টাওয়ার (নীচতলা), প্লট # সিইএন – এ (২), নর্থ এভিনিউ গুলশান – ২, ঢাকা – ১২১২।
টেলিফোনঃ

০৬. বনানী অফিস
ঠিকানাঃ বাড়ি # ১৫৫, রোড # ১৩/বি (সড়ক নং # ১১ তে), ব্লক # ই, বনানী মডেল টাউন,ঢাকা – ১২১৩।
টেলিফোনঃ ০২ ৮৮৫৬৭৯৪, ৮৮৫২২৩৫, ৯৮৫৮২৬৮

০৭. বারিধারা শাখা
আই কে টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, প্লট সিইএন এ (২), নর্থ অ্যাভিনিউ, গুলশান ২, ঢাকা – ১২১২।
টেলিফোনঃ +৮৮০ ৯৬১২৭৭২৭২৭, ০২ ৮৮২১৯৫৩, ৮৮২১২৫৯
ফ্যাক্সঃ +৮৮০ ২ ৮৮২২৫৫৮

০৮. ধানমন্ডি অফিস
ঠিকানাঃ বাড়ি # ৩৫২ (পুরাতন), রোড # ২৭ (পুরাতন),ধানমন্ডি, ঢাকা – ১২০৫।
টেলিফোনঃ +৮৮০ ৯৬১২৭৭২৬০০, ০২ ৯১৪৩৪২০, ৯১৪৩৪২৭

০৯. গুলশান অফিস
ঠিকানাঃ বাড়ি # এসডব্লিউজি -২, (কর্ণার রোড # ৫), গুলশান এভিনিউ ঢাকা – ১২১২।
টেলিফোনঃ +৮৮০ ৯৬৬৬৩৩১০০০, +৮৮০ ২ ৯৮৯০১২৩, ০২ ৯৮৫৯১৩৪

১০. লালবাগ অফিস
ঠিকানাঃ ২০৩, ওয়াটার ওয়ার্কস রোড, লালবাগ, ঢাকা – ১২১১।
টেলিফোনঃ ০২ ৭৩৪২১০৭

১১. মিরপুর অফিস
ঠিকানাঃ হাইপেরিয়ান হাউজ (১ম তলা), প্লট # ৬১/১ ও ৬১/২, রোড # ৪, ব্লক # বি, সেকশন # ১২, মিরপুর, ঢাকা – ১২১৬।
টেলিফোনঃ

১২. মতিঝিল অফিস
ঠিকানাঃ আলহাজ টাওয়ার, ৮২, মতিঝিল বা/এ, ঢাকা – ১০০০।
টেলিফোনঃ +৮৮০ ৯৬১২৭৭২৭৬৩, ০২ ৯৫৫৪৩৬৭, ৯৫৬৫২৮১, ৯৫৬৯৬৬৮

১৩. উত্তরা অফিস
ঠিকানাঃ এন আর কমপ্লেক্স, প্লট # ৪/এ, রোড # ৫, সেক্টর # ৪, উত্তরা মডেল টাউন, ঢাকা – ১২০৩।
টেলিফোনঃ +৮৮০ ৯৬১২৭৭২৬৩১, ০২ ৮৯৩২৯৩৫-৬, ৮৯৫৯৬৩৯

১৪. ময়মনসিংহ অফিস
ঠিকানাঃ মোমেন টাওয়ার, ৬৫ মুক্তিযোদ্ধা সরণি সড়ক, ময়মনসিংহ
টেলিফোনঃ ০৯১ ৫১৫১৯

১৫. নারায়ণগঞ্জ অফিস
ঠিকানাঃ ৫০, এস এম মালেহ রোড, টানবাজার, নারায়ণগঞ্জ – ১৪০০।
টেলিফোনঃ ০২ ৭৬৪৮৩০০-৩০৭, ৭৬৪৮৩০৮

১৬. সিলেট অফিস
ঠিকানাঃ প্লট # ০১, চৌহাট্টা জিন্দাবাজার মেইন রোড, সিলেট।
টেলিফোনঃ ০৮২১ ৭২৪৫১১-১৯

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

ATM বুথ

এইচএসবিসি এর ৬টি জেলায় ২৭টি ATM বুথ রয়েছে। আপনি নীচে তালিকা থেকে সরাসরি আপনার কাছাকাছি বুথটি বেছে নিতে পারেন। এইচএসবিসি এর ATM Booth এর নাম, অবস্থান সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ ATM Booth এর ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে ATM Booth গুলোর নামের তালিকা সাজিয়েছি।

বুথের নামঠিকানা
AgrabadOsman Court, 70 Agrabad C/A, Chittagong 4100
Chittagong EPZZone Service Complex, Eastern Wing, CEPZ, Bandar, Chittagong
Jamal Khan RoadEquity Millennium, 59 Jamal Khan Road, Chittagong
GECHosna Kalam Complex, Plot 3439, CDA Avenue, East Nasirabad, Chittagong 4000
Karnafuli EPZZone Services Building, Ground Floor, KEPZ, North Patenga, Chittagong
Comilla EPZComilla Export Processing Zone, Comilla
BananiHouse 155, Road 13/B, Block E, Banani Model Town, Dhaka 1213
BanasreePlot C/33, Road 1, Block C, Banasree, Dhaka
BaridharaIK Tower, Plot CEN A(2), North Avenue, Gulshan 2, Dhaka 1212
BashundharaBashundhara Convention Center-II, Plot 56/A, Block C, Bashundhara R/A, Dhaka 1229
DhanmondiHouse No. 352, Road 27(Old) Dhanmondi, Dhaka 1205
Dhanmondi 4Mumtaz Plaza, House No 07. Road No 04, Ground floor, Dhanmondi R/A, Dhaka
Satmasjid Road744 Satmasjid Road, Dhanmondi, Dhaka 1205
GulshanHouse No SWG-2, Gulshan Avenue, Dhaka 1212
Gulshan 2The Westin Dhaka, Plot 1, Road 45, Gulshan 2, Dhaka 1212
Karwan BazarAnchor Tower, 108 Bir Uttam CR Dutta Road, Dhaka 1205
Sonargaon HotelPan Pacific Sonargaon, 107 Kazi Nazrul Islam Avenue, Dhaka 1215
Lalbagh203 Water Works Road, Lalbagh, Dhaka, 1211
MotijheelCity Centre, 103 Motijheel C/A, Dhaka 1000
Dhaka EPZDhaka Export Processing Zone, Adjacent to SFB No. 01, Ganakbari, Savar, Dhaka
ShantinagarTwin Towers Concord, Chamelibagh, Shantinagar, Dhaka 1217
TejgaonShanta Western Tower, 186 Bir Uttam Mir Shawkat Ali Road, Tejgaon-Gulshan Link Road, Tejgaon I/A Dhaka 1208
UttaraAtlanta Centre, Plot 1, Road 1/A, Sector 4, Uttara, Dhaka 1230
MymensinghMomen Tower, 65 Muktijoddha Sarani Sarak, Mymensingh
Adamjee EPZAdamjee Export Processing Zone, Adamjee Nagar, Siddirganj, Narayanganj
Tanbazar50 SM Maleh Road, Tanbazar, Narayanganj 1400
ChowhattaPlot 1, Chowhatta, Zindabazar Main Road, Sylhet

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

রাউটিং নম্বর

ব্যাংক রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে-বামে মুদ্রিত থাকে। এইচএসবিসি বাংলাদেশ এর মোট ৫টি জেলায় ১২টি শাখা রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি।

জেলাশাখার নামরাউটিং নম্বর
ChattagramChattagram Branch115151965
ChattagramGEC Branch115152951
DhakaBanani Branch115260430
DhakaBaridhara Branch115260522
DhakaDhaka Main Branch115261121
DhakaDhanmondi Branch115261189
DhakaGulshan Branch115261721
DhakaMotijheel Branch115274242
DhakaUttara Branch115264636
MymensinghMymensingh Branch115611755
NarayanganjNarayanganj Branch115671887
SylhetSylhet Branch115913558

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

কার্ড

এইচএসবিসি বাংলাদেশ তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের কার্ড সেবা দিয়ে থাকে। নিম্নে এইচএসবিসি বাংলাদেশ এর কার্ডসমূহ তুলে ধরা হলো-

এইচএসবিসি ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড

এইচএসবিসি ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড

এইচএসবিসির ভিসা ডেবিট কার্ডটিতে একদম নতুন ডিজাইন আনা হয়েছে যাতে সিংহের সিম্বল রয়েছে, যা প্রায় এক শতাব্দী ধরে ব্যাংকের প্রতীকী ...
এইচএসবিসি ভিসা লোকাল ডেবিট কার্ড

এইচএসবিসি ভিসা লোকাল ডেবিট কার্ড

এইচএসবিসির ভিসা ডেবিট কার্ডটিতে একদম নতুন ডিজাইন আনা হয়েছে যাতে সিংহের সিম্বল রয়েছে, যা প্রায় এক শতাব্দী ধরে ব্যাংকের প্রতীকী ...

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

হিসাব

এইচএসবিসি তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের হিসাব খুলে থাকে। যেমন- চলতি, সঞ্চয়ী, ফিক্সড ডিপোজিট ইত্যাদি। নিম্নে এইচএসবিসি এর হিসাবসমূহ তুলে ধরা হলো-

এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট

এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট

এইচএসবিসি চলতি হিসাবের মাধ্যমে আপনার প্রতিদিনের আর্থিক লেনদেন পরিচালনা করা সহজ। আপনার বিল পরিশোধের জন্য আপনাকে আশপাশে ছুটে যাওয়ার দরকার ...
এইচএসবিসি সেভিংস অ্যাকাউন্ট

এইচএসবিসি সেভিংস অ্যাকাউন্ট

সঞ্চয়ী অ্যাকাউন্টটি আপনার অর্থ সম্পর্কিত বিষয়গুলো কার্যকরভাবে পরিচালনা করার জন্য একটি সুরক্ষিতএবং অ্যাক্সেসযোগ্য হিসাব। এই হিসাবে ন্যূনতম ব্যালেন্স ১,০০,০০০ টাকা ...
এইচএসবিসি আমানাহ সেভিংস অ্যাকাউন্ট

এইচএসবিসি আমানাহ সেভিংস অ্যাকাউন্ট

এইচএসবিসি আমানাহ সেভিংস অ্যাকাউন্টটি মুদারাবা (শরিয়াহ) মুলনীতির ভিত্তিতে তৈরি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার হিসাবে ন্যূনতম ব্যালেন্স বজায় রেখে আমানাহ সেভিংস ...
এইচএসবিসি সেভিংস এক্সট্রা

এইচএসবিসি সেভিংস এক্সট্রা

আপনার অর্থ পরিচালনা করুন। এইচএসবিসি আপনার অর্থের মূল্য বোঝে এবং তাই আপনার অর্থ পরিচালনার প্রয়োজনীয়তাগুলি পূরণ করার চেষ্টা করে। এই ...
এইচএসবিসি সেভিংস প্লাস

এইচএসবিসি সেভিংস প্লাস

এইচএসবিসি সেভিংস প্লাস এমন একটি একাউন্ট যা থেকে গ্রাহকেরা মাসিক হারে মুনাফা পেতে পারেন। এটিএম কার্ডের মাধ্যমেও এই এ্যাকাউন্টের টাকা ...
এইচএসবিসি মান্থলি ইন্টারেস্ট বেয়ারিং টাইম ডিপোজিট

এইচএসবিসি মান্থলি ইন্টারেস্ট বেয়ারিং টাইম ডিপোজিট

টাইম ডিপোজিট হিসাব একটি ফিক্সড ডিপোজিট (এফডিআর) একাউন্ট যা থেকে গ্রাহকেরা মাসিক হারে মুনাফা পেতে পারেন। নির্দিষ্ট হারে মুনাফা নির্ণয় ...
এইচএসবিসি টার্ম ডিপোজিট

এইচএসবিসি টার্ম ডিপোজিট

আপনি যদি আপনার অর্থ বাড়ানোর জন্য একটি সহজ, নিরাপদ এবং সুবিধাজনক উপায়ের সন্ধান করেন তবে আর দেরি করার দরকার নেই। ...
এইচএসবিসি স্মার্ট সেভারস প্লান

এইচএসবিসি স্মার্ট সেভারস প্লান

এই এ্যাকাউন্টটি প্রচলিত এসডিপিএস এর মত। এখানে গ্রাহক ৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা অথবা ৫,০০,০০০ টাকা জমা দিয়ে হিসাব ...
এইচএসবিসি এডুকেশন সেভিংস প্লান

এইচএসবিসি এডুকেশন সেভিংস প্লান

এইচএসবিসি শিক্ষা সঞ্চয় পরিকল্পনা সেই ব্যক্তিদের জন্য যারা তাদের বাচ্চাদের বা তাদের নিজের ভবিষ্যতের শিক্ষাগত ব্যয়কে সহায়তা করতে সক্ষম হওয়ার ...
এইচএসবিসি আমানাহ টার্ম ইনভেস্টমেন্ট

এইচএসবিসি আমানাহ টার্ম ইনভেস্টমেন্ট

এইচএসবিসি আমানাহ মুদারাবাহ প্রিন্সিপ্যাল এর ভিত্তিতে আমানাহ টার্ম বিনিয়োগের সুযোগ দিয়ে থাকে। এটি মুনাফার অর্থ প্রদানের একটি মেয়াদী বিনিয়োগের অ্যাকাউন্টের ...

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

লোন

এইচএসবিসি তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের লোন বা ঋণ সুবিধা দিয়ে থাকে। নিম্নে এইচএসবিসি এর লোন বা ঋণ সুবিধা সমূহ তুলে ধরা হলো-

এইচএসবিসি কার লোন

এইচএসবিসি কার লোন

প্রায় সবারই একটা স্বপ্ন থাকে নিজের একটি গাড়ি থাকবে। এইচএসবিসি ব্যাংক এই স্বপ্ন পূরণে আর্থিক সহযোগীতার জন্য দিচ্ছে কার লোন। ...
এইচএসবিসি হোম লোন

এইচএসবিসি হোম লোন

একটি সুন্দর ঘরের স্বপ্ন সবারই থাকে। আর স্বপ্নকে বাস্তবে রূপদান করতে এইচএসবিসি নিয়ে এসেছে হোম লোন। ঘর তৈরীর জন্য কিংবা ...
এইচএসবিসি ক্রেডিট লাইফ

এইচএসবিসি ক্রেডিট লাইফ

ক্রেডিট লাইফ একটি ক্রেডিট বীমা বান্ডল যা অনিরাপদ ব্যক্তিগত ঋণের সাথে দেওয়া হয়। ক্রেডিট লাইফ মৃত্যু বা স্থায়ী অক্ষমতার বিপরীতে ...
এইচএসবিসি হোম ইক্যুইটি লোন

এইচএসবিসি হোম ইক্যুইটি লোন

এপার্টমেন্ট, অফিস ইত্যাদির বর্ধিতকরণ, সাজানো কিংবা বাড়ি বা দোকান তৈরী, সন্তানের শিক্ষা ব্যয়সহ বেশ কিছু খাতে হোম ইকুইটি লোন দেওয়া ...
এইচএসবিসি পারসোনাল লোন

এইচএসবিসি পারসোনাল লোন

যেকোন উদ্দেশ্যে ঋণ। বিদেশে ছুটি কাটাতে আপনার কি যথেষ্ট অর্থ আছে? নাকি নিজের বাড়ি সংস্কার করবেন? কম্পিউটার কিনবেন? এইচএসবিসির ব্যক্তিগত ...
এইচএসবিসি পারসোনাল সিকিউরড ক্রেডিট

এইচএসবিসি পারসোনাল সিকিউরড ক্রেডিট

অপ্রত্যাশিত পরিস্থিতি মেটাতে যদি আপনার তাত্ক্ষণিকভাবে অর্থের প্রয়োজন হয় তবে এইচএসবিসিতে যোগাযোগ করুন। আপনার জন্য সময় এইচএসবিসি আমানতের বিপরীতে সুরক্ষিত ...
এইচএসবিসি পারসোনাল সিকিউরড লোন

এইচএসবিসি পারসোনাল সিকিউরড লোন

অপ্রত্যাশিত পরিস্থিতি মেটাতে যদি আপনার তাত্ক্ষণিকভাবে অর্থের প্রয়োজন হয় তবে এইচএসবিসিতে যোগাযোগ করুন। আপনার জন্য সময় এইচএসবিসি আমানতের বিপরীতে ব্যক্তিগত ...
এইচএসবিসি আমানাহ হোম ফাইনান্স

এইচএসবিসি আমানাহ হোম ফাইনান্স

একটি সুন্দর ঘরের স্বপ্ন সবারই থাকে। আর স্বপ্নকে বাস্তবে রূপদান করতে এইচএসবিসি নিয়ে এসেছে আমানাহ হোম ফাইন্যান্স। ঘর তৈরীর জন্য ...
এইচএসবিসি আমানাহ পার্সোনাল ফাইনান্স (গুডস মুরাবাহা)

এইচএসবিসি আমানাহ পার্সোনাল ফাইনান্স (গুডস মুরাবাহা)

এইচএসবিসি আমানাহ পার্সোনাল ফাইনান্স (গুডস মুরাবাহা) এর অধীনে আমানাহ পার্সোনাল ফাইনান্সিং স্কিম ব্যবহার করে আপনার প্রয়োজনীয় সম্পদ যেমন- ফ্রিজ, টিভি, ...
এইচএসবিসি আমানাহ পারসোনাল ফাইনান্স (সার্ভিস ইজারাহ)

এইচএসবিসি আমানাহ পারসোনাল ফাইনান্স (সার্ভিস ইজারাহ)

এইচএসবিসি আমানাহ পারসোনাল ফাইনান্স (সার্ভিস ইজারাহ) সেবার মাধ্যমে আমানাহ ব্যক্তিগত অর্থায়ন প্রকল্প ইজারাহ ব্যবহার করে শরিয়াহ সম্মত প্রয়োজনীয় বিনিয়োগ প্রদান ...
এইচএসবিসি আমানাহ ভেহিকল ফাইনান্স

এইচএসবিসি আমানাহ ভেহিকল ফাইনান্স

আপনার স্বপ্নের গাড়ি কেনার জন্য যখন শরিয়াহ সম্মত সমাধানের প্রয়োজন হয় তখন মুরাবাহার মাধ্যমে আমানাহ যানবাহনের অর্থায়ন ব্যবহৃত হয়। বিনিয়োগের ...

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button