জেনারেল ব্যাংকিং

চেক এর বৈশিষ্ট্য সমুহ কি কি?

চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে। আর এই চেকের বিশেষ কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে।

Features of a Cheque (চেকের বৈশিষ্ট্য সমুহ)
একটি চেকে (Cheque) নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে-
১. Cheque লিখিতঃ চেকের অর্থ পরিশোধের জন্য চেক একটি লিখিত আদেশ মাত্র। কোন আদেশের দ্বারা চেকের অর্থ পরিশোধ করা যায়না।
২. Cheque শর্তহীনঃ চেক একটি শর্তহীন আদেশমাত্র। শর্তারোপ করে চেক পেমেন্ট হয়না।
৩. ব্যাংকের উপর আদেশঃ চেক একটি ব্যাংকের উপর আদেশ। Bank ছাড়া অন্য কারো উপর চেকের আদেশ হতে পারেনা।
৪. Cheque চাহিবামাত্র পরিশোধযোগ্যঃ চেক ব্যাংকে উপস্থাপনের পর চেকের টাকা সাথে সাথে পরিশোধ করতে হয়।

আরও দেখুন:
চেক প্রতারণা ও ডিজঅনারে করণীয়

৫. চেকের স্বাক্ষরঃ চেকে অবশ্যই হিসাবধারীর স্বাক্ষর থাকতে হবে। হিসাবধারীর স্বাক্ষর ছাড়া Cheque বৈধ বলে গণ্য হয় না।
৬. চেকের তারিখঃ Cheque টি অবশ্যই নির্দিষ্ট তারিখ বিশিষ্ট হতে হবে। তারিখবিহীন চেক পরিশোধযোগ্য নয়।
৭. চেকের নির্দিষ্ট প্রাপকঃ চেকের অর্থ প্রদানের জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বাহকের নাম চেকে উল্লেখ থাকতে হবে।
৮. চেকের পক্ষঃ চেকে অবশ্যই তিনটি পক্ষ থাকবে-
ক. আদেষ্টা বা প্রস্তুতকারক (Drawer),
খ. আদিষ্ট বা ব্যাংক (Drawee), এবং
গ. প্রাপক (Payee)।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

৯. চেকে টাকার পরিমাণঃ চেকে উল্লিখিত টাকার পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে। চেকে টাকার পরিমাণ অংকে ও কথায় লিখতে হবে। টাকার পরিমাণ কথায় ও অংকে লিখতে গড়মিল হলে Bank উক্ত চেকের অর্থ প্রদান করতে বাধ্য নয়।
১০. Cheque ছাপানোঃ চেকটি অবশ্যই ছাপানো হতে হবে।
১১. দেশীয় মুদ্রায় পরিশোধঃ চেকের টাকা অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রচলিত মুদ্রায় পরিশোধ করতে হবে। বিদেশি টাকায় Cheque এর মূল্য পরিশোধ করা যায় না।
১২. Cheque উপস্থাপনঃ Cheque শুধুমাত্র ব্যাংকে উপস্থাপনের পরই চেকের টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button