কার্ড সার্ভিসডাচ্-বাংলা ব্যাংক পিএলসিডেবিট কার্ড

ডিবিবিএল ইন্সট্যান্ট ডেবিট কার্ড

গ্রাহকদের ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খুলে ডেবিট কার্ডের জন্য অপেক্ষা করতে হবে না। এখন ডাচ বাংলার ব্যাংক শাখায় হিসাব খোলার পরে সাথে সাথেই গ্রাহকরা তাদের ডাচ বাংলা ব্যাংক নেক্সাস ডেবিট কার্ড পাবেন। একজন গ্রাহক তার হারানো বা ক্ষতিগ্রস্ত ডেবিট কার্ড এর তাত্ক্ষণিক রিপ্লেসমেন্ট পেতে পারেন। এর ফলে গ্রাহক ঝামেলা হ্রাস এবং তাদের অতিরিক্ত সন্তুষ্টি এনে দিয়েছে।

নেক্সাস ইন্সট্যান্ট ডেবিট কার্ড এর সকল লেনদেন PIN দ্বারা সুরক্ষিত। এই কার্ডটি সব ডাচ বাংলা ব্যাংকের এটিএম, পিওএস টার্মিনাল এবং ডাচ বাংলা ব্যাংক নেক্সাস পেমেন্ট গেটওয়েতে (ই-কমার্স শপিংয়ের জন্য) ব্যবহার করা যাবে।

ইন্সট্যান্ট ডেবিট কার্ড এর বৈশিষ্ট্য
  • কার্ড ইস্যু ফি (প্রথম বছর): ফ্রি
  • বার্ষিক ফি (দ্বিতীয় বছর পর): ৪৬০ টাকা (ভ্যাট সহ)
  • এটিএম নগদ উত্তোলন সীমা প্রতিদিন- ৫০,০০০ টাকা
  • শাখা POS থেকে নগদ উত্তোলন সীমা- ৫০,০০০ টাকা

* এই কার্ড এটিএম থেকে প্রতিদিন ৫টি চলমান লেনদেন সম্পন্ন করে থাকে। এটি আপনাকে সুরক্ষা দান করে এবং এটিএম মেশিনে অপব্যবহার থেকে আপনার কার্ডকে রক্ষা করে থাকে।

৪ মন্তব্য

  1. আমি একটা কোম্পানতে জব করেছিলাম তখন কোম্পানি থেকে আমাকে এই একাউন্ট খুলে দেয়া হয়, এখন অন্য কোম্পানিতে জব করি, ওখানে আমার কার্ডটি ব্যবহার করতে পারবো কি?

Leave a Reply to আমি রাসেল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button