ব্যাংক নির্বাহী

অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আতিকুর রহমান

অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেলেন আতিকুর রহমান সিদ্দিকী। পদোন্নতির আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক হিসেবে সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে যোগদান করেন আতিকুর রহমান।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের নির্বাহী

তার চাকরি জীবনে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা পূর্ব, টাঙ্গাইল ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সিএমএসএমই বিশেষ প্রণোদনা ঋণ বিতরণে টাঙ্গাইল সারা দেশে প্রথম হয়। একই সময়ে টাঙ্গাইল অঞ্চলের ১১টি শাখা শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণমুক্ত হয়। তার ইতিবাচক ব্যাংকিং কর্মকাণ্ডের কারণে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসাপত্র অর্জন করেন।

আতিকুর রহমান দেশে ও বিদেশে প্রায় ৩০টিরও বেশি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, এর মধ্যে সিঙ্গাপুর ফ্লেমিং ইনস্টিটিউট আয়োজিত ‘রিটেইল ব্যাংকিং এশিয়া প্রশিক্ষণ’ কর্মসূচি অন্যতম।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button