বিবিধ

সাফল্য বা সফলতা কী?

সাফল্য কি? এই নিয়ে হাজার রকম বই আছে এবং ভবিষ্যৎকালে এই নিয়ে আরো অনেক বই লেখা হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা কি জানেন….! “সুইমারস বডি ইল্যুশন” নামে একটি প্রবনতার কথা?

যারা সাঁতরাতে যায় তারা ভাবে তারা সবাই মাইকেল ফেলপসের মতো শরীর তৈরী করবে। বিষয়টা সম্পুর্ন উল্টো……!!

যাদের শরীর একটু বিশেষ রকমের, অর্থাৎ একটু বড় কাঁধ ও সরু কোমর ও নিম্ন ভাগ হালকা, তারা সাঁতরালে যেমন চ্যাম্পিয়ন হয়, তাদের শরীর আরো সুগঠিত হয়। তাই সাঁতার কেটে সাঁতারুর শরীর সবার হয় না যেমন, তেমনি একই কসমেটিক মাখলে সবাই একই রকম সুন্দর হয় না।

নামকরা বিজনেস স্কুল গুলো প্রথমে সুনামের জন্য কাজ করে। পরে সেই সুনামের কারনে একদিকে প্রচুর পয়সা নেয় আবার বেছে বেছে বেশী মেধাবীদের ভর্তি নিয়ে থাকে। ফলে এমনিতেই তাদের রেজাল্ট ভালো হয়। এরা পরে অনেক নামও করে। এরা বলে যে এদের কাছ থেকে পাশ করলে পরে অনেক বেতন পাওয়া যাবে কারন তাদের নাম বেশী। কথাটা একেবারে মিথ্যা নয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

কিন্তু কেবল বেশী আয় হবে একারনে পড়াশোনা করাটা সঠিক সিদ্ধান্ত না। বরং ভবিষ্যতে যাদের আরো পড়ার ইচ্ছা আছে তাদের উচিত মধ্য বেতনের বিজনেস স্কুলে পড়া। (বৃ্ত্তি পেলে আলাদা) বেশী পয়সা দিয়ে বিবিএ এমবিএ করলে পরে সেই টাকা তুলে আনার তাগিদে আর পড়াশোনা হয় না।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

যারা সারাক্ষণ সফলতার কথা বলেন, পজিটিভ চিন্তার কথা বিক্রি করেন, তারা সংখ্যায় অল্প। কারন সারা দুনিয়াতেই অনেক সফল এমন মানুষ কম। এরা বই লেখেন, বক্তব্য দেন আবার সাক্ষাতকার দেন। সবাই এদের কথায় মুগ্ধ হয়, বই বেস্ট সেলার হয়। তারা সফলতা নিয়ে যা বলেন সেটাই বেদবাক্য হয়ে যায়। এটাও একটা সুইমারস বডি ইল্যুশন।

কারন সফল মানুষটি অধিকাংশ সময় ভাগ্য ও সুযোগের বিষয়টি এড়িয়ে যান। কাজের সাথে সাথে অনেক সময় ভাগ্য ও সুযোগ দরকার হয়।

ব্যর্থ মানুষরা যেহেতু তাদের ব্যর্থতা নিয়ে বই লেখেন না, তাই তাদের কথা কেউ জানতে পারে না। সেটাও জানা দরকার। অথচ কোথাও তারা নেই। সবখানে কেবল সফলদের বই পুস্তক, তখন লোকে এটাকে বিশ্বাস করে। ভাবে সেও সফল হলে লিখতে পারবে।

মজার বিষয় হলো, অধিকাংশ সফল লোকদের বই লেখে ব্যর্থ ভাড়াটিয়া লেখকেরা। নিজেদের বই বিক্রি হয় নাই, তাই অন্যের আত্মজীবনী লিখে দেয়। লেখার গুন একটি আলাদা বিষয়। আপনি বিল গেটস হলেই যে লিখতে পারবেন সেটা কিন্তু না। এটাও সুইমারস বডি ইল্যুশন।

সফল লোকেরা কিন্তু মনের মধ্যে সকল ব্যর্থতার সম্ভাবনাও যাচাই করে নেন। এটার নাম ফিজিবিলিটি স্টাডি। আমার কথা পরিস্কার। সফলতা হলো আপনি যা চান সেটা পাওয়া। একজন সুইপার যদি চায় সেরা ভ্যাকুম ক্লিনার এর মালিক হতে সেটা তার সফলতা।

একজন গাড়ী চালক যদি চায় বুগাটি ভেরন চালাতে সেটা তার সফলতা। যার যার লক্ষ্য, তার তার প্রাপ্তি, তার তার সফলতা। কারো দেখাদেখি না, নিজের মত করে বড় হওয়া সফলতা। তাই তাল গাছও সফল, বেগুন গাছও সফল, যদি ফল দেয়।

নিজের ইচ্ছায় আপনি জটাধারী ভবঘুরে হলে, সানসিল্কের দৃষ্টিতে আপনি ব্যর্থ কিন্তু আপনি জানেন যে আপনি জটাধারীই হতে চেয়েছিলেন। সমাজ যেভাবে বাড়ী, গাড়ী, টাকা দিয়ে সফলতার পরিমাপ করে সেটা ভুল। আপনার সফলতার পরিমাপক আপনি নিজেই।

Source: Collected

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button